গ্রেড টু এক্সিকিউটিভ পদের জন্য IB ACIO স্লিপ ইন্টিমেশন স্লিপ প্রকাশিত হয়েছে, দেখে নিন ডাউনলোড পদ্ধতি!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের  ৩৭১৭টি গ্রেড টু এক্সিকিউটি পদের জন্য IB ACIO স্লিপ ২০২৫ প্রকাশিত করেছে ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর ওয়েবসাইটে। ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো কর্তৃক পরিচালিত এই পরীক্ষাটি বছরে একবারই হয়। ইন্টেলিজেন্স ব্যুরোর গ্রেড টু এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করেছিলেন, তাদের জন্য IB ACIO স্লিপ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিভাবে এই স্লিপ ডাউনলোড করবেন ও পরীক্ষা সংক্রান্ত আরো অন্যান্য তথ্য রইলো এই প্রতিবেদনে। 

ইন্টালিজেন্টস ব্যুরো গ্রেড টু এক্সিকিউটিভ পদের টিয়ার পরীক্ষা হতে চলেছে আগামী ১৬, ১৭ এবং ১৮ সেপ্টেম্বর। এই পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীরা অনলাইন মাধ্যমে ইন্টিমেশন স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের গ্রেড টু এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপটি হল টিয়ার I, দ্বিতীয়টি হলো টিয়ার II এবং সর্বশেষ ধাপ হল ইন্টারভিউ। এই তিনটি ধাপ মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। শূন্য পদের সংখ্যার রয়েছে 3717 টি। ভারতের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে উক্ত দিনগুলোতে। 

IB ACIO স্লিপ হল একটি প্রাক ভর্তি কার্ড ডকুমেন্ট, যেটিতে পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, নির্ধারিত পরীক্ষার রাজ্য, শহর, পরীক্ষার কেন্দ্র, সময় সূচি এবং রিপোর্টিং সময় উল্লেখিত থাকে।

আরোও পড়ুন:- Oppo A5i Pro 5G লঞ্চ হচ্ছে, খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে এই ফোনটি। কি কি নতুন সুবিধা যুক্ত হচ্ছে এই ফোনে?

আবেদনকারী চাকরিপ্রার্থীরা MHA পোর্টালের মাধ্যমে IB ACIO স্লিপ দেখতে পারবেন। এছাড়াও আবেদন করে প্রার্থীদের নিবন্ধিত ইমেল আইডিতে পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নাম্বার, সময়সূচী কিছুটা অন্যান্য বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। 

IB ACIO টিয়ার I পরীক্ষার সময়সূচি:- 

IB ACIO টিয়ার I গ্রেড টু এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর। চাকরি প্রার্থীদের তিনটে শিফটে পরীক্ষা নেওয়া হবে। 

শিফট ১ পরিক্ষার রিপোর্টিং টাইম হল সকাল ৭.৩০ টা।

পরীক্ষার সময় সকাল ৯.০০ টা থেকে ১০.০০ টা পর্যন্ত।

শিফট ২ পরীক্ষার রিপোর্টিং টাইম হল ১০.৩০ টা।

পরীক্ষার সময় হল দুপুর ১২.০০ টা থেকে ১.০০ টা।

শিফট ৩ পরীক্ষার রিপোর্টিং টাইম হল দুপুর ১.৩০ টা।

পরীক্ষার সময় হল বিকেল ৩.০০ টা থেকে ৪.০০টা।

প্রত্যেক চাকরিপ্রার্থীদের কোন শিফটে পরীক্ষা হবে সেটি তাদের IB ACIO স্লিপে উল্লেখিত থাকবে। 

IB ACIO স্লিপ কিভাবে ডাউনলোড করবেন :- 

১) সবার প্রথমে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসিয়াল ওয়েবসাইট https:// www.mha.gov.in.en এখানে প্রবেশ করুন। 

২) এরপর গ্রেড টু এক্সিকিউটিভ পদের আবেদন শীর্ষক লিংকে ক্লিক করুন।

৩) এরপর হোম পেজের বাঁদিকে লগইন অপশন ক্লিক করুন। লগইন করার জন্য ইমেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করুন। 

৪) IB ACIO স্লিপ ডাউনলোড করতে সিটি ইন্টিমেশন ট্যাব ক্লিক করুন।

৫) এখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার আগে আপনার সমস্ত তথ্য সঠিক আছে কিনা একবার যাচাই করে নিয়ে ডাউনলোড কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন। পরীক্ষার দিন এই কপি সঙ্গে করে নিয়ে যাবেন। 

যে সমস্ত চাকরি-প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরো গ্রেড টু এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করেছিলেন, তারা অবশ্যই পরীক্ষার দিনের আগে এই স্লিপ ডাউনলোড করে রাখবেন।

Join Group Join Group