আধার কার্ড হলো একটি গুরুত্বপূর্ণ নথি। সরকারি বিভিন্ন কাজে এছাড়া স্কুল কলেজ এডমিশনের ক্ষেত্রে, ব্যাংক একাউন্ট তৈরিতে, পাসপোর্ট এর আবেদনের জন্য এছাড়া চাকরি ক্ষেত্রে আবেদনের জন্য সর্বোপরি আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি হিসেবে পরিগণিত হয়। এতদিন পর্যন্ত আধার কার্ড বানানোর জন্য পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে হতো। সরকারি যেকোনো কাজ করার জন্য প্রত্যেক মানুষের প্রচুর লাইন পড়ে। কর্মব্যস্ততার মধ্যে সময় বের করে পঞ্চায়েত অফিসে যাওয়া, লাইনে দাঁড়ানো এই সমস্ত ঝক্কি ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্যই সরকারি সমস্ত পরিষেবা এখন ডিজিটাল মাধ্যমে করা হয়। বর্তমানে আধার কার্ডও আপনি অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। বাড়িতে বসে কম্পিউটার বা আপনার হাতের ফোনটির মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে আধার কার্ড বানিয়ে নিতে পারবেন আপনি। আজকের এই প্রতিবেদনে জানাবো কিভাবে বাড়িতে বসে কোন পদ্ধতি অ্যাপ্লাই করে আধার কার্ড বানানো যায়। যদি কোন ব্যক্তি নতুন করে আধার কার্ড বানাতে ইচ্ছুক হয় কিংবা আধার কার্ডের কোন তথ্য আপডেট করতে হবে কিংবা আধার কার্ড হারিয়ে গেলে নতুন আধার কার্ডের জন্য আবেদন করবেন এই যাবতীয় সমস্যার সমাধান করবেন কিভাবে আজকের এই প্রতিবেদনে সেই সম্বন্ধে আপনাদেরকে অবগত করব।
UIDAI তরফ থেকে একটি অনলাইন পরিষেবা চালু করা হয়েছে। UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডুপ্লিকেট আধার কার্ডও ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে আপনি অনলাইন মাধ্যমে ডুপ্লিকেট আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য প্রয়োজন পড়বে আধার নাম্বারের।
আপনার যদি আধার কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এদিকে সরকারি কোন কাজের জন্য বা আপনার ব্যক্তিগত প্রয়োজনে আধার কার্ড প্রয়োজন। তখন কি করবেন? তখন আপনি বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে ডুপ্লিকেট আধারকার্ড বানিয়ে ফেলতে পারবেন। এই কার্ডের নাম্বার আপনার আগের অরজিনাল আধার কার্ডের নাম্বার সাথে একদম একই রকম হবে। বলা বাহুল্য সরকারের যেকোনো কাজে এই ডুপ্লিকেট আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কার্যকারিতা দেবে।
ডুপ্লিকেট আধার কার্ড তৈরির ফি :- ডুপ্লিকেট ডিজিটাল আধার কার্ড ডাউনলোড করার জন্য কোন রকম মূল্য লাগবে না। কিন্তু পিভিসি আধার কার্ডের জন্য অর্থাৎ আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে একটি প্রিন্টেড কপি আসবে যেটা এটিএম কার্ডের মতনই দেখতে হবে, এই পিভিসি আধার কার্ড পেতে হলে চার্জ হিসেবে ৫০ টাকা দিতে হবে। এই ৫০ টাকা ফি নেওয়া হয় জিএসটি এবং স্পিড পোস্টের চার্জ হিসাবে। অর্থাৎ আপনি যদি ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে সেটিকে ডাউনলোড করে একটি প্রিন্ট কবে বানিয়ে নেন, যেটা শুধুমাত্র পাতলা কাগজের মতন দেখতে হবে। এই প্রিন্ট কপির জন্য কোনরকম মূল্য লাগবেনা। কিন্তু আপনি যদি একটু মজবুত বা টেকসই হওয়ার জন্য এটিএম কার্ড এর মতন পিভিসি আধার কার্ড অর্ডার করেন তাহলে আপনার ৫০ টাকা ফি দিতে হবে। এই আধার কার্ড দুই সপ্তাহের মধ্যে পোস্ট অফিস মারফত আপনার বাড়ির ঠিকানায় এসে যাবে।
ডুপ্লিকেট আধার কার্ডের জন্য কী কী নথি লাগবে:-
পরিচয় পত্রের প্রমাণ হিসেবে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, জল অথবা গ্যাসের বিল। যদি আপনার আধার কার্ডে জন্মতারিখ আপডেট করার প্রয়োজন হয়, তাহলে জন্ম শংসাপত্র, পাসপোর্ট অথবা দশম শ্রেণির মার্কশিটের মতো নথি প্রয়োজন হবে।
অনলাইনে ডুপ্লিকেট আধার কার্ড কিভাবে আবেদন করবেন:-
১) ডুপ্লিকেট আধার কার্ড বানানোর জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in-এ যেতে হবে।
২) এরপর ‘Download Aadhaar’ এই অপশনে ক্লিক করুন।
৩) এবার Aadhaar Number (UID), Enrolment ID (EID) অথবা Virtual ID (VID) input করুন।
৪) এরপর Captcha কোড পূরণ করুন এবং Send OTP-তে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP আসবে। OTP বসিয়ে Download Aadhaar-এ ক্লিক করুন। তাহলেই আপনার আধার পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি প্রিন্ট কপি করিয়ে নেবেন।
পিভিসি আধার কার্ড অর্ডার করার পদ্ধতি –
১) প্রথমেই UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘Order Aadhaar PVC Card’ এই অপশনটি নির্বাচন করুন।
৩) এরপর Aadhaar Number (UID) input করে Captcha কোড পূরণ করুন।
৪) Send OTP-তে ক্লিক করুন। OTP বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
৫) সবশেষে UPI, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ টাকা পেমেন্ট করুন। পেমেন্ট সফল হলেই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। দুই সপ্তাহের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়ির এড্রেসে PVC Aadhaar Card পৌঁছে যাবে।
আপনার যদি আধার কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা আপনি যদি আধার কার্ড আপডেট করতেও চান তাহলে এখন থেকে আর পঞ্চায়েত অফিসে গিয়ে কিংবা আধার কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে আধার কার্ড অর্ডারের জন্য সময় নষ্ট করার প্রয়োজন হবে না। খুব সহজ পদ্ধতিতে উপরে বর্ণিত নিয়ম অনুসরণ করে আপনি বাড়িতে বসে ডিজিটাল আধার কার্ড কিংবা পিভিসি আধার কার্ড অর্ডার করুন।

