এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের, দেখে নিন আবেদন সংক্রান্ত নিয়ম 

এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রাজ্যের স্কুল গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একদিকে এসএসসি গ্রুপ সি নিয়ে নিয়োগ দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এরই মধ্যে আবার নতুন করে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। রাজ্যজুড়ে বেশ কয়েক বছর ধরেই দুর্নীতি এবং নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অনেক চাকরিপ্রার্থীরা এই নিয়োগ জটিলতার মধ্যে পড়ে বিভ্রান্ত হয়ে রয়েছেন। অনেক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে, যার ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তবে নতুন কোন সরকারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চাকরির প্রার্থীরা আবার নতুন করে আশার আলো দেখতে পায় আর তার জন্য নতুন করে পরীক্ষায় বসার পরিকল্পনা করে।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচারে গোটা এসএসসি প্যানেল বাতিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট এবং তার জন্যই প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে যায়। রাজ্যের স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী শূন্যস্থান পূরণের জন্য নতুন করে এসএসসি গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ শুরু করার উদ্যোগ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন বোর্ড। একদিকে এসএসসি গ্রুপ সি নিয়োগ নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে, এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে, এসএসসি মামলায় সুপ্রীম কোর্টের নির্দেশ দিয়েছেন যে ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষায় অযোগ্য ও দুর্নীতিতে অভিযুক্ত চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেই ব্যাপারে কড়া নজরদারি ব্যবস্থা রাখা হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে। আসন্ন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ পরীক্ষার জন্যও এমন করার নজরদারি রাখা হবে যাতে সুস্থভাবে স্বচ্ছ পরীক্ষা সম্পন্ন করা যায়। যে সমস্ত চাকরির প্রার্থীরা এই চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন, তারা এই প্রতিবেদনের মাধ্যমে  চাকরির সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে জেনে নিন। 

নিয়োগ সংস্থা :- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 

পদের নাম :- রাজ্য স্কুলে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। 

শূন্য পদের সংখ্যা :- গ্রুপ সি পদের জন্য ২৯৮৯ টি শূন্য পদ রয়েছে এবং গ্রুপ ডি, নিয়োগের জন্য পাতা ৫৪৮৮ টি শূন্য পদ রয়েছে। 

আগ্রহ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন www.westbengalssc.com ওয়েবসাইটের মাধ্যমে। 

আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫ টা থেকে ৩১ অক্টোবর ২০২৫ বিকেল ৫ টা পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। 

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য যেমন বয়সসীমা, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অন্যান্য তথ্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৩১শে আগস্ট। 

আপনারা যে সমস্ত চাকরিরপ্রার্থী এই পরীক্ষার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আমাদের পেজে সেই সম্পর্কেও আলোকপাত করবো। তার জন্য আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন।

আরোও পড়ুন:- SSC গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, আদালতে চূড়ান্ত চার্জশিট দিল CBI, তালিকায় পার্থসহ ২৯ জনের নাম

Join Group Join Group