রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২৬ শে আগস্ট RPF( রেলওয়ে প্রটেকশন ফোর্স) এবং SI ( সাব ইন্সপেক্টর) নিয়োগ পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করেছে। আপনারা যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় বসে ছিলেন, তাঁরা কিভাবে মেরিট লিস্ট ডাউনলোড করবেন এবং কাট অফ নম্বর দেখবেন সেই সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে এই প্রতিবেদনে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 452 টি পদের জন্য আরপিএফ-এসআই নিয়োগ পরীক্ষা নিয়েছিলেন। ২০২৪ সালের ২ রা ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর এর মধ্যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা(CBT) এবং ২২ জুন থেকে ২রা জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক পরিমাপ পরীক্ষা নেওয়া হয়েছিল। সমস্ত চাকরিপ্রার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে এবং রোল নাম্বার দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে 26 শে আগস্ট ২০২৫। মেধা তালিকায় যে সমস্ত প্রার্থীদের রোল নম্বর দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রার্থীরা রেলওয়ের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরপিএফ এসআই ২০২৫ এর রেজাল্ট পিডিএফ ফরমেটে প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীরা রোল নম্বর খুঁজে নিয়ে মেধা তালিকা দেখতে পারবেন। রোল নাম্বার অনুসন্ধানের জন্য Ctrl + F ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইটে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করলেই মেধাতালিকা ডাউনলোড করা যাবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছেন, এই মেধা তালিকায় তাদেরই নাম থাকবে, যারা CBT, PET ও PMT এই তিনটি পরীক্ষাতেই চূড়ান্ত উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর শুধু দেওয়া রয়েছে। মেরিট লিস্টে পরীক্ষায় পাওয়া নম্বরের কোন উল্লেখ থাকবে না। বাছাই করা প্রার্থীদের রোল নম্বরের উর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে, মেধার ক্রম অনুসারে সাজানো হয়নি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ৪৫২ টি এস আই পদের জন্য চূড়ান্ত তালিকায় প্রকাশ করেছেন। সকল প্রকার ধাপ উত্তীর্ণ হয়ে মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যে পুরুষ রয়েছে ৩৮৪ জন এবং মহিলা রয়েছে ৬৬ জন।
মেধা তালিকা কিভাবে ডাউনলোড করবেন:-
১) মেধা তালিকা ডাউনলোড করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি অফিসের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) এরপর হোম পেজে থাকা CEN RPF ০১/২০২৪ এর ফলাফল অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনার রোল নাম্বার সম্বলিত পিডিএফ খুলুন।
৪) রোল নাম্বার অনুসন্ধান করতে Ctrl+F এটা ব্যবহার করুন।
৫) এরপরে ডাউনলোড অপশন এ ক্লিক করে মেধাতালিকার পিডিএফ টি ডাউনলোড করে নিন।
কাট অফ মার্কস দেখার জন্য কি করবেন:-
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর পি এফ সাব ইন্সপেক্টর পদের ১০০ মধ্যে কাট অফ মার্কস প্রকাশ করেছে। পুরুষ, মহিলা এবং প্রাক্তন সৈনিক প্রার্থীদের কাট অফ মার্কস ভিন্ন রয়েছে। এটি দেখার জন্য RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে বিভাগ ভিত্তিক কাট অফ মার্কস দেখে নিন।
মেধাতালিকা প্রকাশের পরবর্তী ধাপ কি:-
যে সমস্ত চাকরিপ্রার্থীদের রোল নাম্বার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পিডিএফ ফরম্যাটে উল্লেখ করেছেন, তাদের এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য এবং শারীরিক পরিমাপ সঠিকভাবে উল্লেখ করেছে কিনা সে সংক্রান্ত বিষয়ে যাচাইয়ের জন্য ডাকা হবে। এরপরেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে রেলওয়ের সাব-ইন্সপেক্টর পদের জন্য অংশগ্রহণ করতে পারবেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।