আধার সংযুক্ত সিমকার্ড থেকে হতে পারে বিপদ, কিভাবে বুঝবেন এই বিপদ সংকেত?

আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটি বর্তমানে সরকারি বিভিন্ন কাজে, এডমিশন, চাকরি ক্ষেত্রে, পাসপোর্ট তৈরিতে, ব্যাংক একাউন্ট করতে এমনকি মোবাইলের সিম কিনতেও প্রয়োজন হয়। অর্থাৎ আধার কার্ডকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্রত্যেক ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আধার কার্ডে প্রত্যেকটি ব্যক্তির বায়োমেট্রিক ডেটা দেওয়া থাকে, এর জন্যই আধার কার্ড গুরুত্বপূর্ণ নতুন হিসেবে পরিগণিত হয়। আমরা যখন মোবাইলে সিম কিনতে যাই, আধার কার্ড দিয়ে থাকি দোকানদারকে, এমন অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন, যাঁরা আধার কার্ডের তথ্যকে চুরি করে অন্য ব্যক্তিকে বিক্রি করে। ফলে, আপনি আপনার মোবাইল নাম্বার নিয়ে বেশ সমস্যায় পড়তে পারেন। বর্তমানে জালিয়াতি বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছে। সম্প্রতি শোনা যাচ্ছে, আধার সংযুক্ত সিম কার্ড নিয়ে অনেকেই বিপদে পড়েছেন। কিভাবে বুঝবেন আপনার আধার তথ্য চুরি হয়েছে? জেনে নিন সেই সম্পর্কিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে।

আধার জালিয়াতি হলে আপনি পুলিশের হাতে গ্রেফতার পর্যন্ত হতে পারেন। আপনার আধার তথ্য চুরি করে কোন ব্যক্তি যদি সিম কার্ড কিনে, তারপর সেই সিম ব্যবহার করে কোনো দুর্নীতিমূলক কাজ করে তাহলে পুলিশের কাছে আপনাকে হেনস্তা হতে হবে। 

আমরা যখন ফোনের সিমকার্ড কিনতে যাই, ডকুমেন্ট হিসেবে আমরা আধার কার্ডের ফটোকপি দিয়ে থাকি। সেই সঙ্গে অনেক জায়গায়, বায়োমেট্রিক থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে সিমকার্ড রেজিস্ট্রেশন করানো হয়। আপনি জানেন কি কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, যাঁরা আপনার আধার তথ্যকে চুরি করে সেই তথ্য কাজে লাগিয়ে বেশি টাকা দিয়ে অন্যের কাছে সিম কার্ড বিক্রি করছে। আর সেই ব্যক্তি সেই সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন রকম দুর্নীতিমূলক কাজে যুক্ত হচ্ছেন। আর সেই সিমকার্ড দিয়ে অসামাজিক কার্যকলাপের বা জঙ্গি কার্যকলাপের দায় এসে পড়বে আপনার ওপর। পুলিশ এসে আপনাকে এরেস্ট করতে বাধ্য হবেন, তার কারণ আপনার ব্যক্তিগত তথ্য আধার তথ্যের সাথে মিলে যাবে।

আরোও পড়ুন:- ক্রেডিট কার্ডের বিল না মেটাতে পারলে, হতে পারে ফৌজদারি মামলা 

 কিভাবে বুঝবেন আপনার আধার তথ্য চুরি হয়েছে কিংবা আপনার নাম দিয়ে অন্য অনেক নাম্বার ইউজ হচ্ছে ! 

এই জিনিসটি যাচাই করতে হলে আপনার ফোনের google ব্রাউজার ওপেন করতে হবে। এরপর টাইপ করতে হবে TAFCOP। তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে tafcop.sancharsaathi.gov.in লিখলে know mobile connections in your name এ লেখাটি দেখতে পাবেন। সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটি আধারের সাথে সংযুক্ত রয়েছে। এরপর ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা ভেরিফাই করলেই আপনার আদরের সঙ্গে সংযুক্ত নাম্বারের একটি ওটিপি আসবে ওটিপিটি নির্দিষ্ট জায়গায় বসালেই আপনি দেখতে পাবেন আপনার আধারের সাথে সংযুক্ত কটা নাম্বার অ্যাক্টিভ রয়েছে। এভাবে আপনি আপনার আধার ব্যবহার করে কতগুলো নাম্বার চালু রয়েছে বুঝতে পারবেন খুব সহজেই। 

আপনি যদি এখনো পর্যন্ত এই বিষয়ে না জেনে থাকেন তাহলে এই পদ্ধতিতে আপনি বের করে ফেলুন আপনার আধার সংযুক্ত নাম্বার এইমুহুর্তে কতগুলো অ্যাক্টিভ রয়েছে। এই বিষয়টিকে অনেকে হালকা ভাবে নিয়ে থাকে কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতন না থাকলে আপনার নামে পুলিশ কেস হয়ে যেতে পারে। এইজন্য আপনার নাম ব্যবহার করে বা আপনার আধার তথ্য ব্যবহার করে অন্য কোন ব্যক্তি সিম কার্ড ব্যবহার করছে কিনা সে বিষয়ে সচেতন থাকাটা খুবই জরুরী।

Leave a Comment

Join Group Join Group