বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির একটি করে সেভিংস অ্যাকাউন্ট থাকে ব্যাংকে বা পোস্ট অফিসে। তবে একজন ব্যক্তি তার কর্ম জীবনে যত টাকা সঞ্চয় করুক না কেন, অনেক সময় কোন বিশেষ কারণে একসঙ্গে অনেকগুলো টাকার দরকার হয়ে পড়ে। অনেক টাকা কোন আত্মীয় বা বন্ধু-বান্ধবের কাছে পাওয়া সম্ভব হয় না আর এর জন্য সবথেকে বড় বিকল্প লোন নেওয়া। বর্তমানে বিভিন্ন ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে।
অনেক সময় উচ্চশিক্ষার জন্য অনেক টাকার দরকার হয়। মধ্যবিত্ত পরিবারগুলো এই উচ্চশিক্ষার জন্য বরাদ্দ টাকা দিতে অপারগ হয়। এইজন্য অনেক অভিভাবক ছেলে বা মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন সফল করার জন্য অনেকে লোন নিয়ে থাকে। ব্যাংক শুধুমাত্র টাকা সঞ্চয়ের জন্যই নয়, মানুষের ব্যক্তিগত প্রয়োজনে লোন দেওয়ার জন্যও রয়েছে। ব্যাংক থেকে এডুকেশননাল লোন দেওয়া হচ্ছে এবং খুবই অল্প সুদে। ব্যাংক থেকে অনেকেই বাড়ি তৈরির জন্য, গাড়ি কেনার জন্য, চিকিৎসার জন্য লোন নিয়ে থাকে। তেমনি এডুকেশনাল লোন বলে একটি লোন রয়েছে, যেটি উচ্চ শিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। আজকের প্রতিবেদনে জানানো হবে কোন কোন ব্যাংক এই এডুকেশনাল লোন দিচ্ছে এবং অল্প সুদে কোন ব্যাংক এডুকেশননাল লোন দিচ্ছে। আজকের প্রতিবেদন অনেকেরই উপকারে আসবে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
এডুকেশনাল লোন কত টাকা পর্যন্ত নিতে পারবেন এবং সুদের হার কত :-
ভারতে সাধারণত যে কোনো কোর্সে পড়ার জন্য 4 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আপনি লোনের জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনি বিদেশে উচ্চশিক্ষা করার জন্য লোন নিতে চান তাহলে ২৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন।
আরোও পড়ুন:- IBPS RRB 14তম নিয়োগ 2025: অফিসার ও ক্লার্ক পদে 13,217 শূন্যপদ – কীভাবে আবেদন করবেন?
জানা যাচ্ছে, গত ১০ বছরে ব্যাংকগুলি থেকে এডুকেশনাল লোন নেওয়ার চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা করার জন্য লোনের জন্য বেশি আবেদন জমা পড়েছে এই ১০ বছরে। এর কারণ সম্ভবত যেহেতু বিদেশে চাকরির এবং উচ্চ শিক্ষার সুযোগ অনেক বেশি তার জন্যই বিদেশের উচ্চ শিক্ষার জন্য এডুকেশনাল লোন আবেদন বেশি জমা পড়েছে।
কোন ব্যাংক থেকে আপনি যখন লোন নিবেন তখন ব্যাংক সর্বপ্রথম আপনার ক্রেডিট স্কোর চেক করবে। এই ক্রেডিট করের হারের উপর নির্ভর করে আপনি কত টাকা পর্যন্ত লোন পেতে পারেন। অর্থাৎ ক্রেডিট স্কোর আপনার লোন পাওয়ার প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া এর আগে যদি আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন সেই লোন ঠিকঠাক মতো পরিশোধ করছেন কিনা সেটাও দেখা হয়ে থাকে ব্যাংকের তরফে। কোন কোর্স পড়ার জন্য এবং কোথায় পড়তে যাওয়া হচ্ছে এ সম্বন্ধে বিষয়ে দেখেই বিবেচনা করে ব্যাংক থেকে লোন দেওয়া হয়।
বর্তমানে এডুকেশন লোনের উপর ৮ থেকে ১৫ শতাংশ সুদ দিয়ে থাকে ব্যাংকগুলো। দেখে নেওয়া যাক ভারতের কোন ব্যাংক কত শতাংশ সুদ দিচ্ছে :-:
১) SBI তে সুদের হার রয়েছে 8.15% থেকে 11.15% এবং এসবিআই হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংক থেকে সবচেয়ে কম সুদে আপনি এডুকেশনাল লোন পেতে পারেন।
২) ICICI ব্যাঙ্কের সুদের হার রয়েছে 9.50%। কানাডার নামী কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার জন্য এই ব্যাংক থেকে লোন পাওয়ার সুযোগ থাকছে।
৩) Axis Bank সুদের হার হলো 13.70% থেকে 15.20% হারে।
৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: OCI ক্যাটাগরির ছাত্রদের জন্য সেরা। বিদেশে জন্মগ্রহণ করলেও ভারতে অধ্যয়নের জন্য সেরা ব্যাংক হলো এটা।
৫) ব্যাঙ্ক অফ বরোদা: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে পড়া শিশুর পড়াশোনার জন্য ঋণ দিয়ে থাকে এই ব্যাংক।
৬) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই ব্যাংকে ঋণ নেওয়ার জন্য কোনও ঝামেলা নেই এবং কম সুদের হারে ঋণ পাওয়া যায়।
৭) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: স্বনামধন্য ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে এমবিএ করা আধিকারিকদের জন্য ঋণ পাওয়া যায় এই ব্যাংক থেকে।
এডুকেশন লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় নথি :
যে সমস্ত নথি প্রয়োজন হবে এডুকেশনাল লোন নেওয়ার জন্য :-:
১) আপনার আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট লাগবে।
২) ঠিকানার প্রমাণ, ব্যাঙ্কের পাশ বুক।
৩) ঋণ গ্রহণকারী ব্যক্তির অভিভাবক বা পিতামাতার ভাল CIBIL স্কোর থাকতে হবে।
৪) যে প্রতিষ্ঠানে পড়ুয়া ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানের ভর্তির সার্টিফিকেট।
৫) প্রবেশিকা পরীক্ষার ফলাফলের একটি জেরক্স ।
৬) পাসপোর্ট সাইজ ফটো
৭) পারিবারিক আয়ের প্রমাণপত্র
আবেদন প্রক্রিয়া:-
আপনি যদি এডুকেশনাল লোন নিতে চান তাহলে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে ব্যাংকর আধিকারিকের সাথে কথা বলুন এবং ভালো করে দেখে শুনে ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় নথি সাবমিট করুন এবং আপনার লোন গ্রান্টেড হলে আপনার একাউন্টে আপনি লোনের টাকা পেয়ে যাবেন।
তাহলে আর দেরি কেন! আপনি যদি উচ্চশিক্ষা করতে চান এবং ভাবছেন অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় কি করে উচ্চশিক্ষা করবেন? এখন থেকে আর কোন চিন্তা নেই। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের সাথে কথা বলে এডুকেশন লোনের জন্য এপ্লাই করে ফেলুন এবং আপনার উচ্চ শিক্ষার স্বপ্ন সফল করুন।