প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা প্রকল্প কি? প্রয়োজনীয় যোগ্যতা, এই প্রকল্পের সুবিধা ও প্রকল্পের আবেদন পদ্ধতির সম্পর্কে জানুন!

কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য যেমন অনেক রকমের অভিনব প্রকল্পের সূচনা করেছেন, ঠিক তেমনি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তেমনি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উচ্চশিক্ষার জন্য অন্যতম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা প্রকল্প। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য স্বপ্ন দেখছেন অথচ আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে সেই স্বপ্ন সফল হতে পারছেনা। সেই সমস্ত পড়ুয়াদের উচ্চ শিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা প্রকল্প সূচনা করা হয়েছে। ২০২৪ সালে এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছিল। এখনো পর্যন্ত সমান ভাবে এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হচ্ছে। আপনিও যদি উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা পেতে চান এবং সরকার থেকে খুব অল্প সুদে শিক্ষাঋণ পাওয়ার সুবিধে থাকবে। এই প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, প্রকল্পের সুবিধা ও আবেদন পদ্ধতি সম্পর্কে নিম্ন আলোচনা করা হলো।

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা কি :- উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের এই প্রকল্পের মাধ্যমে জামানত মুক্ত ঋণ এবং গ্যারান্টার মুক্ত ঋণ প্রদান করা হয়। উচ্চ শিক্ষার হার সম্প্রসারণের জন্য এই প্রকল্প অন্যতম। উচ্চশিক্ষার জন্য মেধা সম্পন্ন পড়ুয়ারা যাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে উচ্চমান সম্পন্ন শিক্ষা পেতে পারে তার জন্যই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা সূচনা করা হয়েছিল ২০২৪ সালে নভেম্বর মাসে।

বিদ্যালক্ষী যোজনার বৈশিষ্ট্য :- ১) এই প্রকল্পটি দেশের প্রত্যেকটি গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক এবং তফসিলি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য।
২) ২০২৪ অর্থবর্ষ থেকে ২০৩১ অর্ধ বর্ষের জন্য এই প্রকল্প বাবদ কেন্দ্রীয় সরকার ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
৩) এই প্রকল্পের অধীনে ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের পরিবারের পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাবেন।
৪) ৩% সুদ সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৮,০০,০০০ টাকা পর্যন্ত হতে হবে।

বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধা :- ১) এই প্রকল্পের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় প্রায় ৮৬০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সুযোগ পাবেন পড়ুয়ারা।
২) প্রায় দেশের 22 লক্ষ পড়ুয়া এই প্রকল্পের মাধ্যমে গ্যারেন্টার মুক্ত ঋণ এবং জামানতমুক্ত ঋণ এর সুবিধা পাবেন।

আরোও পড়ুন:- পাওয়ারগ্রিডে ১৫৪৩ শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ আরো অন্যান্য তথ্য।

এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :-
১) পড়ুয়াদের মান-সম্পন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
২) আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। ৩) আবেদনকারীর অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র থাকতে হবে।
৪) স্নাতক (ইউজি), স্নাতকোত্তর (পিজি) বা যেকোনো সমন্বিত কোর্সের জন্য স্টুডেন্ট শুধুমাত্র একবার লোন পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :- প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা প্রকল্পে আবেদনের জন্য
আবেদনকারী কিছু সমস্ত ডকুমেন্ট প্রদর্শন করতে হবে সেগুলি হল : পরিচয় প্রমাণপত্র, পারিবারিক আয়ের প্রমাণপত্র, পড়ুয়ার ব্যাংকের পাসবুক, ঠিকানার প্রমাণ পত্র, কোর্সে ভর্তির প্রমাণ।

আবেদন প্রক্রিয়া :- সর্বপ্রথম আবেদনকারীকে বিদ্যালক্ষ্মী পোর্টালে (www.vidyalakshmi.co.in) যেতে হবে।
২) এরপর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সহ লগইন করতে হবে।
৪) এরপর সাধারণ শিক্ষা ঋণ আবেদন ফর্ম (CELAF) পূরণ করুন। এই ফর্মে আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য ইনপুট করুন।
৫) সবশেষে ব্যাঙ্ক নির্বাচন করুন। আপনি এই পোর্টালের মাধ্যমে সর্বোচ্চ তিনটি ভিন্ন ব্যাঙ্কের কাছে শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারেন।
৬) প্রদত্ত নথি স্ক্যান করে আপলোড করুন। সাবমিট করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা প্রকল্প পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করে এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করে। মেধা সম্পন্ন পড়ুয়ারা যাতে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার সুযোগ পায়। তার জন্যই তাদেরকে গ্যারেন্টার মুক্ত ও জামানত মুক্ত ঋণ প্রদান করার মাধ্যমে উচ্চ শিক্ষার সম্প্রসারণ ঘটানো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Author

  • Bengali Path

    Bengali Path প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। Bengali Path-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Chat on WhatsApp