কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক অভিনব প্রকল্প এনেছেন দেশবাসীর জন্য। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প একটি অভিনব প্রকল্প। দেশের নিম্ন ও দরিদ্র পরিবার গুলোর মাথায় একটি ছাদ গড়ে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। দেশের এখনো অনেক নিম্ন ও দরিদ্র পরিবার রয়েছে যেই পরিবারগুলোর একটি ঠিকঠাক বাসস্থান নেই। দেশের সকল মানুষ যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারি তার জন্যই বসবাসযোগ্য একটি বাড়ি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পে আবেদন করে দেশের কয়েক লাখ পরিবার বসবাসযোগ্য বাড়ি পেয়েছেন। এই প্রকল্পের জন্য যোগ্যতা মানদন্ড হিসাবে ১) দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোই এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য বরাদ্দ টাকা পাবেন।
২) আবেদনকারী ব্যক্তির পরিবারের কোন ব্যক্তি সরকারি কাজের সাথে যুক্ত থাকলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না।
৩) একমাত্র ছাদের বাড়ি না থাকলে কিংবা বাসস্থান যোগ্য বাড়ি না থাকলেই এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
৪) আবেদনকারী ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক একাউন্টে প্রকল্পের বরাদ্দ টাকা পাঠানো হবে।
এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য পঞ্চায়েত অফিসে যেতে হতো। একসঙ্গে অনেক জন আবেদনকারী ভিড় করায় পঞ্চায়েত অফিসের কাজে সমস্যা হতো তার সাথে অনেক সময় লেগে যেত। এই কারণেই যেহেতু সরকারি প্রত্যেকটি পরিষেবা এখন ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদন আপনি অনলাইন মাধ্যমে আপনার বাড়িতে বসে মোবাইল ফোনটি ব্যবহার করে করতে পারেন।
আরোও পড়ুন:- দুর্গাপূজার অনুমতি নিয়ে আর কোনো চিন্তা নেই! অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি জানুন!
আবেদন প্রক্রিয়া :-
সম্প্রতি প্রধানমন্ত্রীর তরফ থেকে চালু করা হয়েছে একটি অ্যাপ, যার নাম AwaasPlus। এই অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই খুব দ্রুত আবেদন করতে পারবেন।
নিম্নে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হলো :-
১) সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে AwaasPlus ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
৩) আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪) এরপর আপনার রেজিস্টার আইডি সেভ করতে হবে এবং আমার আধার কার্ড নম্বর যুক্ত করতে হবে। একই সাথে আপনার আধার এবং আয়ের প্রমান সহ আরো অন্যান্য একাধিক নথি আপলোড করতে হবে। এই প্রক্রিয়ায় আপনি আপনার নাম আবাস যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট :- ১) আবেদনকারী ব্যক্তির পরিচয় পত্র প্রমাণ, ২) ব্যক্তির ব্যাংক পাসবুক, ৩) বাড়ির বাসস্থান প্রমাণপত্র ৪) বার্ষিক আয় এর প্রমাণ পত্র ৫) রেশন কার্ড
অনলাইন পদ্ধতি চালু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন প্রক্রিয়া অনেক সহজ তর হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে। এখানে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করবেন, নইলে ভুল ভ্রান্ত হয়ে গেলে আপনার আবেদন গ্রাহ্য করা হবে না।
২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের অধীনে প্রায় ৬,১২,০০০ ঘর ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত আবেদন সময়সীমা বরাদ্দ করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্তই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি, তারা অতি শীঘ্রই আপনার বাড়িতে বসি মোবাইল ফোনটি মাধ্যমে আবেদন করতে পারবেন।