বর্তমান যুগ ডিজিটাল যুগ। বর্তমানে সকল পরিষেবা ডিজিটাল মাধ্যমেই করা হয়, যার ফলে আপনি ঘরে বসেই সকল সুযোগ-সুবিধা পেয়ে যান। বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম গুলো এসে যাওয়ায় মানুষজনকে কেনাকাটা করার জন্য পায়ে হেঁটে দোকানে যেতে হয় না। ঘরে বসেই জাস্ট একটি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে বিভিন্ন ই-কমার্স প্লাটফর্ম গুলো থেকে অনলাইন অর্ডার করলে কয়েক দিনের মধ্যেই বাড়িতে অর্ডার করা জিনিস এসে যায়। এইজন্য এখন অনেকেই এই ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে বাড়িতে বসেই ব্যবসা শুরু করছেন। গৃহবধূ থেকে শুরু করে কলেজ ছাত্র-ছাত্রী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা একটি এন্ড্রয়েড ফোন ব্যবহার করে বাড়িতে বসেই অনলাইন ব্যবসা করে মাসিক অনেক টাকা ইনকাম করছেন। এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম হল Meesho। এই প্ল্যাটফর্ম থেকে আপনি মাসিক ২০ থেকে ২৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও অনেকের ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলেও ব্যবসায় বিনিয়োগ করার মূলধন না থাকার জন্য ব্যবসা করে উঠতে পারেন না। Meesho অ্যাপ থেকে আপনি শূন্য বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই ব্যবসা শুরু করবেন, ব্যবসা থেকে কিভাবে লাভ করবেন এছাড়াও অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।
প্রথমে জেনে নেওয়া যাক Meesho অ্যাপ কি :-
Meesho হলো একটি রিসেলিং মোবাইল অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করার সুযোগ পাবেন। শূন্য বিনিয়োগ করে মাসিক অনেক টাকা ইনকামের সুযোগ করে দিচ্ছে Meesho।
প্লে স্টোর থেকে Meesho অ্যাপ ইন্সটল করে আপনি যদি এখানকার প্রোডাক্ট গুলি অর্থাৎ জামা কাপড়, জুতো, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, বেড কভার,পর্দা, রান্না ঘরের জিনিস এগুলি সোশ্যাল মাধ্যমে অর্থাৎ facebook, insta এগুলোর মাধ্যমে যত বেশি শেয়ার করবেন এবং আপনার শেয়ার করা দ্রব্য যদি কোন ক্রেতা কিনে অর্ডার করেন, তাহলে আপনি Meesho তরফ থেকে একটি মুনাফা পাবেন। আপনাকে অর্ডার সাপ্লাই করারও কোন ঝামেলা বহন করতে হবে না। অর্ডার সাপ্লাই করার সমস্ত রকম ঝামেলা Meesho বহন করবে। যত বেশি আপনি শেয়ার করবেন আপনার মুনাফা তত বেশি হবে।
Meesho অ্যাপ কিভাবে ব্যবহার করবেন :-
১) সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে Meesho অ্যাপ ইন্সটল করতে হবে।
২) এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে।
৩) ওটিপি আসবে, এই ওটিপি ভেরিফাই করতে হবে।
৪) আপনার ব্যাঙ্ক একাউন্টের সাথে যুক্ত করতে হবে। যাতে আপনার বিক্রি করা প্রোডাক্টের দাম আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্ট পেয়ে যান।
এই কাজটি করা হয়ে গেলে আপনি Meesho থেকে আপনার পছন্দ সেই প্রোডাক্টগুলো বেছে নিয়ে আপনার ফেসবুক পেজ এবং ইন্সটা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আপনার শেয়ার করা কোন দ্রব্য যদি কোন ব্যক্তি কিনে থাকে Meesho থেকে আপনাকে অর্ডার দেওয়া হবে। সেই প্রোডাক্টের দাম ও মার্জিন অনুযায়ী আপনি একটা মুনাফা পাবেন।
ব্যবসার সুবিধা :- এই ব্যবসার সুবিধা গুলি হল প্রথমত, এই ব্যবসায় আপনার কোন রিস্ক নেই। সম্পূর্ণ রিক্স থাকবে Meesho অ্যাপের।
দ্বিতীয়ত,শূন্য বিনিয়োগ করেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন।
তৃতীয়ত, ব্যবসার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। ঘরের মধ্যে বসেই করতে পারবেন।
চতুর্থত, শুধুমাত্র একটি এন্ড্রয়েড ফোন থাকলেই এই ব্যবসা করতে পারবেন।
পঞ্চমত, সরাসরি আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে।
ব্যবসা বাড়ানোর কিছু টিপস :-
১) কোন প্রোডাক্ট শেয়ার করার আগে হেডলাইনে আট্রাক্টিভ ছবি বা পাঞ্চ লাইন লিখতে হবে।
২) নিয়মিত প্রোডাক্ট শেয়ার করতে হবে।
৩) হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ তৈরি করতে হবে।
৪) ফেসবুক বা ইনস্টল পেজ তৈরি করে শেয়ার করতে হবে।
কিভাবে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করবেন:-
আপনি যদি একদিনে ৫ টি অর্ডার পান, যদি একেকটি অর্ডারের মার্জিন ১৫০ টাকা করে হয়। তাহলে একদিনে ৭৫০ টাকা আয় করতে পারবেন। ৩০ দিনে ২২ হাজার ৫০০ টাকা আয় করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এর থেকে বেশি অর্ডার পেলে আরও বেশি আয় হবে।
সুতরাং যদি আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আর আজকাল তো সবার হাতেই একটি এন্ড্রয়েড ফোন থেকেই থাকে। আর এন্ড্রয়েড ফোনে প্রত্যেকের সবার ইন্টারনেট সংযোগ থাকে। অন্যদিকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও আজকালকার যুগে প্রত্যেকেই সোশ্যাল মাধ্যম ইউজ করে অর্থাৎ ফেসবুক, ইনস্টা, whatsapp। তাহলে হাতের কাছে যদি এতগুলো সুযোগ থাকছে তার পরেও কেন শুধু শুধু সময় নষ্ট করবেন? এই সময়টাই কাজে লাগিয়ে বাড়িতে বসেই কোনরকম ইনভেস্ট ছাড়াই এবং কোনরকম দায়িত্ব ও চাপবিহীনভাবে একটু বুদ্ধি খাটিয়ে আপনি মাসিক বাইক থেকে ২৫ হাজার টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। Meesho অ্যাপ থেকে এইরকম ব্যবসার সুযোগ হাতছাড়া না করে যুক্ত হয়ে যান এই ব্যবসায়।