বর্তমানের ডিজিটাল যুগে অনলাইন মাধ্যমে আয় করার বিভিন্ন রকম পদ্ধতি বেরিয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান একটি মাধ্যম হলো সোশ্যাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা। অনেক ব্যক্তি চাকরি বা ব্যবসার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটিং করে মাস গেলে অনেক হাজার টাকা ইনকাম করছেন। এমনকি অনেক ব্যক্তি পার্ট টাইম চাকরি ছেড়ে দিয়ে কনটেন্ট ক্রিয়েটিং বেছে নিয়েছেন। ফেসবুক কিংবা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করে অনেকেই বাড়ি গাড়ি তৈরি করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এখন থেকে ইউটিউব কন্টেন ক্রিটেডদের জন্য রয়েছে আরও সুখবর। এতদিন পর্যন্ত আপনি যে ভাষায় দক্ষ সেই ভাষাতেই কনটেন্ট ক্রিয়েট করতেন, এর ফলে যারা ভিউয়ার্স হত তাদের প্রধান ভাষা আপনার কনটেন্ট ক্রিয়েটরের ভাষা এক না হলে ভিউয়ারসের সংখ্যা বাড়তো না। এখন থেকে ইউটিউবে আপনি যে ভাষাতেই কনটেন্ট ক্রিয়েট করুন না কেন, আরো অন্যান্য ভাষা আপনি এড করতে পারবেন। এর ফলে বিভিন্ন ভাষার মানুষ আপনার কনটেন্ট দেখবেন, যার জন্য ভিউয়ারসের সংখ্যা এখনের থেকে অনেক বেশি হবে। এর ফলে আপনার আয়ের পরিমাণও বাড়বে। অর্থাৎ কষ্ট কম ঝামেলা কম কিন্তু উপার্জন বেশি হতে চলেছে YouTube কনটেন্ট ক্রিয়েটরদের।
বর্তমানে YouTube শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি অনেক মানুষের পেট চালাবার মাধ্যম হয়ে উঠেছে। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল হওয়ার অন্যতম মাধ্যম হলো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং।
আজকের এই প্রতিবেদনে কিভাবে ইউটিউবে আপনার ভাষায় কনটেন্টের পরেও অন্য ভাষা যুক্ত করা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনিও যদি একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এ প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সম্প্রতি ইউটিউব একটি নতুন ফিচার এড করেছেন যার মাধ্যমে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের পরিমাণ আগের তুলনায় অধিক হারে বাড়তে চলেছে। সম্প্রতি চালু হওয়া এই ফিচারটির নাম “মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং”। এই নতুন ফিচার কাজে লাগিয়ে আপনি আপনার ভিডিওতে একাধিক ভাষার অডিও ট্রাক যুক্ত করতে পারবেন। এর ফলে আপনার ভিডিও বিশ্বের দরবারে প্রত্যেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে খুব সহজেই। প্রত্যেক ভাষার মানুষের কাছে আপনার ভিডিও বোধগম্য হয়ে উঠবে।
এতদিন পর্যন্ত কোন ভিডিও তৈরি করার সময় কনটেন্ট ক্রিকেটদের সাবটাইটেল যুক্ত করতে হতো। ভিন্ন ভাষার মানুষের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন চ্যানেলে তৈরি করতে হত। এই সমস্ত অসুবিধা থেকে রেহাই পাবেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটাররা। এর ফলে অর্থ এবং শ্রম দুটোই নষ্ট হতো। তবে নতুন ফিচার আসার ফলে এখন থেকে একই ভিডিওতে আলাদা আলাদা ভাষার অডিও ট্র্যাক যুক্ত করা যাবে। যেমন, একজন কনটেন্ট ক্রিয়েটর যদি বাংলা ভাষায় তার কনটেন্ট ভিডিও তৈরি করেন, তাহলে তিনি বাংলা বাদেও ইংরেজি, হিন্দি, উর্দু, স্প্যানিশ এছাড়া অন্যান্য ইচ্ছে মতন ভাষা অডিও ট্র্যাক যুক্ত করতে পারবেন। এর ফলে দর্শকরা তাদের পছন্দমতন ভাষা নির্বাচন করে ভিডিওটি দেখতে পারবেন।
কিভাবে এই নতুন ফিচার কাজ করবে: এখনো পর্যন্ত এই ফিচারটি YouTube নিজে নিজে কাজটি করতে পারবে না, অর্থাৎ YouTube এর পক্ষ থেকে বিভন্ন ভাষায় ভিডিও ভাষান্তর হয়ে যাবে না। ইউটিউব ক্রিয়েটারদের তার ভিডিও অন্যান্য ভাষার রেকর্ড করতে হবে। এরপর সাবটাইটেল টুল ট্রাক ভিডিওতে এড করতে হবে। সবচেয়ে বড় সুবিধা হল এই অডিও ফিচার নতুন ভিডিওতেই শুধু যুক্ত করা যাবে তা নয়, আপনার পুরাতন ভিডিও গুলোতেও আপনি বিভিন্ন ভাষার অডিও ট্র্যাক যুক্ত করতে পারবেন। এর ফলে আপনার পুরাতন ভিডিও গুলো বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে পৌঁছে যাবে, যার ফলে সেখান থেকেও আরও অনেক বেশি অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে।
এই নতুন ফিচারটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছিলেন। মার্ক রবার, মিস্টার বিস্ট, জেমি অলিভার প্রমূখ অনেক বড় ভিডিও ক্রিয়েটরা এই নতুন পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পেয়েছিলেন। তারা জানিয়েছিলেন এই নতুন ফিচার এড করার ফলে আগের তুলনায় ভিউয়ারসের সংখ্যা অনেক গুন বেড়ে গিয়েছে।
এই ফিচারের সুবিধা: এই ফিচার ব্যবহার করলে শুধুমাত্র দর্শকের সংখ্যায় বৃদ্ধি হবে না, মাস গেলে আয়ের পরিমাণও অনেক বাড়বে। আগের তুলনায় শ্রম অনেক কম হবে এছাড়া অর্থ খরচ কম হবে। কারণ আগে কোন ভিডিও ক্রিয়েট করার পর অন্য ভাষায় ট্রান্সফার করার জন্য ট্রান্সলেশন কোম্পানির উপর নির্ভর করতে হতো। এর জন্য তাদেরও একটা খরচ দিতে হতো। এখন থেকে ইউটিউব ক্রিয়েটাররা নিজেরাই এটি খুব সহজভাবেই করে ফেলতে পারবেন। বিভিন্ন ভাষার ট্রাক অডিও এড করার ফলে বিশ্বের প্রত্যেক মানুষ তাদের মাতৃভাষা খুঁজে নিয়ে ভিডিও দেখতে পারবেন। এর ফলে ইউটিউব ভিডিও ক্রিয়েটারদের ভিডিও বিশ্বের দরবারে আরো ছড়িয়ে পড়বে। ভিডিও ক্রিয়েটরদের বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা চ্যানেল তৈরি করতে হবে না। একই চ্যানেলে বিপন্ন ভাষার অডিও ট্র্যাক যুক্ত করার ফলে ইউটিউব ক্রিয়েটারদের কাজ করার প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পাবে। নতুন যারা ইউটিউব ক্রিয়েটার হতে চাইছেন তাদের জন্য আরো সুবর্ণ সুযোগ হয়ে উঠলো এই ইউটিউব ক্রিয়েটিং। বিশ্বের সকল ভাষার মানুষের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র সেরা উপায় এই মাল্টি ল্যাংগুয়েজ অডিও ডাবিং ফিচার। এই মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার ইউটিউব ক্রিয়েটরদের আরো নতুন দিশা দেখাবে, যার ফলে তাদের কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পাবে।