UPSC NDA এবং CDS II ২০২৫ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে? পরীক্ষার সময়সূচি জেনে নিন 

যে সমস্ত চাকরি পরীক্ষার্থীরা UPSC NDA এবং CDS II পরীক্ষায় আবেদন করেছিলেন, তাদের প্রত্যেকের এডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে। কিভাবে ডাউনলোড করবেন এই এডমিট কার্ড? এছাড়াও UPSC অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে এই পরীক্ষা সংক্রান্ত তথ্য আলোচনা করা হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষা দুটিতে আবেদন করেছিলেন তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২৫ এ যে তিনটি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত করেছে সেগুলি হল NDA ( ন্যাশনাল ডিফেন্স একাডেমি), NA (নেভাল একাডেমি) এবং CDS ( কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে) II পরীক্ষাগুলোর এডমিট কার্ড প্রকাশিত করেছে ইউপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এ পরীক্ষাগুলিতে আবেদন করেছিলেন তারা upsconline.nic.in ওয়েবসাইট পোর্টালে গিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 

UPSC NDA II এবং CDS II এই পরীক্ষা দুটি ১৪ই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষা দুটিতে আবেদন করেছিলেন তারা পরীক্ষার আগে অবশ্যই এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নেবেন। কারণ পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য এই এডমিট কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচনা করা হবে। এডমিট কার্ডের মধ্যেই পরীক্ষার দিন, রোল নাম্বার, পরীক্ষার স্থান এবং সময়সূচির উল্লেখ করা থাকবে।

কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন :- 

পরীক্ষার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য UPSC অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর upsc.gov.in এই লিংকটি ক্লিক করে প্রবেশ করতে হবে। 

এরপর হোম পেজে দেখতে পাবেন new key বলে একটি অপশন রয়েছে। এখানেই আপনি ২০২৫ সালের ই-এডমিট কার্ড ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন।

এরপর আপনি যে পরীক্ষাটির জন্য আবেদন করেছিলেন সেই পরীক্ষাটি সিলেক্ট করুন।

এরপর আপনার পরীক্ষাটি নির্বাচন করার পরে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করুন।

সবশেষে ডাউনলোড করার পরে এটির একটি প্রিন্ট আউট বের করে নিন। এই প্রিন্ট আউট কপিটি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে করে নিয়ে যাবেন। 

পরীক্ষার সময়সূচি :- 

CDS II পরীক্ষার সময়সূচি :- 

  • ইংরেজি বিষয় পরীক্ষা শুরু হবে সকাল ৯.০০ টা থেকে এবং শেষ হবে সকাল ১১ টায়।
  • সাধারণ জ্ঞান পরীক্ষা শুরু হবে ১২.৩০ টায় এবং শেষ হবে দুপুর ২.৩০ টায়।
  • প্রাথমিক গণিত পরীক্ষা শুরু হবে বিকাল ৪ টা থেকে এবং শেষ হবে সন্ধ্যা ৬ টায়। 

NDA II এবং NA পরীক্ষার সময়সূচি :- 

প্রথম অধিবেশন:-সকাল ১০.০০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত। 
দ্বিতীয় অধিবেশন :-দুপুর ২.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত। 

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই প্রত্যেক প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রের পৌঁছে যেতে হবে। কারণ পরীক্ষা কেন্দ্রের ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং যাচাই করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে একটি বৈধপরিচয় পত্র বহন করতে হবে। এডমিট কার্ডের পরিচয়পত্রে নম্বরের সাথে পরীক্ষার্থীর পরিচয় পত্রের নম্বর মিলিয়ে দেখা হবে। 

প্রত্যেক পরীক্ষার্থী ১৪ই সেপ্টেম্বর এর আগেই এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। কোন পরীক্ষার্থী যদি এডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যায় তাহলে তাকে পরীক্ষা কেন্দ্রে বসতে দেওয়া হবে না। এছাড়াও আরো বিস্তারিত তথ্য জানার জন্য UPSC অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Author

  • Bengali Path

    Bengali Path প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। Bengali Path-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Chat on WhatsApp