রাজ্য সরকার পোষিত স্কুলগুলিতে একাধিক শূন্য পদে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা অনেকদিন ধরেই এই পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য অবশেষে স্বস্তির খবর। সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক চাকরির প্রার্থী মুখিয়ে থাকে, একবার যদি ভাগ্যের চাকা ঘুরতে পারে তাহলে জীবনটাই বদলে যাবে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে রাজ্যে বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন : পদ অনুযায়ী শ্রেণীবিন্যাস, বেতন সীমা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ সময় সম্পর্কে অবগত করা হলো। আপনিও যদি এই পরীক্ষার জন্য আগ্রহী থাকেন তাহলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগ সংস্থা:- পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে।
শূন্য পদের সংখ্যা:- মোট ৮৪৪৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদের জন্য ৫,৪৮৮ টি শূন্য পদ রয়েছে। ক্লার্ক পদের জন্য ২,৯৮৯ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম:- মূলত ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।
প্রথমে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সম্পর্কে জানানো হলো :-
শিক্ষাগত যোগ্যতা:- স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান বা সমতুল্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক পাস হলেও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বয়স সীমা:- গ্রুপ ডি পদ অংশগ্রহণ করার জন্য আবেদনকারী বয়স হতে হবে ১.০১.২০২৫ সাল অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফসিলি ক্যাটেগরির আবেদনকারীরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রতিবন্ধীরা ৮ বছরের বয়সে ছাড় পাবেন।
ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক বা স্কুল ফাইনাল পাস হতে হবে, এছাড়াও পূর্ণ পদ্ধতির উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বয়স সীমা:- গ্রুপ ডির মতন এক্ষেত্রেও ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করা যাবে। তফসিলি ক্যাটেগরির আবেদনকারীরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রতিবন্ধীরা ৮ বছরের বয়সে ছাড় পাবেন।
বেতন স্কেল:- মাসিক বেতন কত হবে সেই ব্যাপারে এখন নির্দিষ্ট কোন বলা হয়নি। বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অফিসের ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া:- প্রার্থী বাছাই দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। 1st SLST পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ক্লার্ক পদের প্রার্থী বাছাই পর্বে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে। এক্ষেত্রে মিনিটে ২০ টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে। যে সমস্ত প্রার্থী কম্পিউটার টাইপিং সম্পর্কে অবগত নয়, তারাও আবেদন করতে পারবেন তবে নিয়োগের আজও কম্পিউটার টাইপিং সম্পর্কে জ্ঞান অর্জন করে নিতে হবে।
প্রার্থীদের কাজ করতে হবে মূলত বাংলা ভাষার মাধ্যমে। এছাড়াও হিন্দি, তেলেগু, ওড়িয়া, উর্দু, নেপালি ভাষায় কাজ করা যাবে। তবে আপনি যে জায়গার স্কুলে কাজ করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতার সেই ভাষাকে প্রথম দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে।
পরীক্ষার পূর্ণমান:- গ্রুপ ডি পরীক্ষার পূর্ণমান থাকবে ৫০ নম্বর। এর মধ্যে ৪৫ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে, বাকি ৫ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস টাইপের। কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ, আরেথমেটিক এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আসবে।
ক্লার্ক পরীক্ষার পূর্ণমান থাকবে ১০০ নম্বর। এরমধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৬০ নম্বর, একাডেমিক স্কোর ১০ নম্বর, অভিজ্ঞতায় জন্য থাকবে ৫ নম্বর, ইন্টারভিউয়ের জন্য থাকবে ১০ নম্বর, কম্পিউটার স্কিল এর জন্য থাকবে ১৫ নম্বর।
প্রশ্ন আসবে জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরিথমেটিক বিষয় নিয়ে।
একাডেমি স্কুলের ক্ষেত্রে মাধ্যমিকে প্রথম ডিভিশনে পাস করলে ১০ নম্বর, দ্বিতীয় ডিভিশনে পাশ করলে ৮ নম্বর ও তৃতীয় ডিভিশনে পাশ করলে ৬ নম্বর দেওয়া হবে।
মাধ্যমিকের থেকে বেশি যোগ্যতা থাকলে এক্সট্রা কোন সুযোগ সুবিধা পাবেন না।
গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও অভিজ্ঞতার নাম্বার যোগ করে শূন্য পদের বেশি পরীক্ষার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এরপর মেরিট লিস্ট তৈরি করে প্যানেল তৈরি করা হবে। শূন্য পদ যতগুলি থাকবে ততজনের নাম প্যানেলে দেওয়া হবে। যাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তাদের যোগ্য বলে বিবেচিত করা হবে না। অন্যদিকে ক্লাক পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা, একাডেমি স্কোর এবং অভিজ্ঞতার নাম্বার যোগ করে শুন্য পদের থেকে বেশি পরীক্ষার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর মেরিট লিস্ট তৈরি করে প্যানেল তৈরি করা হবে। যাদের নাম ওয়েটিং লিস্টে থাকে তাদের যোগ্য নির্বাচিত করা হবে না। শুধুমাত্র প্যানেলে যাদের নাম থাকবে তাদেরকে ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:- আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে।
আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অফিসের ওয়েবসাইট www.westbengalssc.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর “Go for the Application” এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফর্মে আপনার যাবতীয় তথ্য ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সাইন ও ছবি দেওয়ার বিষয়টি কিভাবে দেবেন তার জন্য ভালো করে অফিশিয়াল ওয়েবসাইটটি পড়ে নিয়ে দেখে নেবেন। এরপর আবেদন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। সবশেষে নির্দিষ্ট আবেদন ফি ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড সহযোগে জমা দেবেন। ইন্টারনেট জেনারেট আবেদন ফি কপি প্রিন্ট করিয়ে নিজের কাছে রাখবেন।
আবেদনের শেষ সময়সীমা:- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ই সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এমন আরো অন্যান্য পরীক্ষা সংক্রান্ত খবর পেতে হলে এই পেজটি ফলো করে সাথে থাকুন।