LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২৫ স্কিম, ৪০০০০ টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ, জানুন অনলাইনে আবেদন পদ্ধতি।

এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা জীবন বীমা নিগম এর পক্ষ থেকে এক বিশেষ স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এমন অনেক পড়ুয়া রয়েছেন, যাদের মেধা থাকা সত্বেও অর্থনৈতিক দুরবস্থার জন্য উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই থেকে যায়। এইরকমই আর্থিকভাবে পিছিয়ে থাকা উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই এলআইসি তরফ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, যার নাম LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ। এই স্কলারশিপ এর মাধ্যমে একজন শিক্ষার্থী ৪০ হাজার টাকার মতন বৃত্তি পাওয়ার সুযোগ পাবেন।

কোন শ্রেণীর পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয় :-
এই স্কলারশিপটি সরকারি/বেসরকারি কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পড়ুয়া এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্স এবং এমনকি বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে ক্যারিয়ার গড়ার জন্য দেওয়া হয়ে থাকে।

স্কলারশিপের লক্ষ্য: এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ দেওয়ার প্রধান লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষার অগ্রগতি ঘটানো, সেই সাথে ভবিষ্যতের কর্মসংস্থানের পথকে প্রশস্ত করা।

যোগ্যতার মানদন্ড: এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত সাধারণ স্কলারশিপ এবং দ্বিতীয়তঃ কন্যা শিশুদের জন্য বিশেষ স্কলারশিপ।

আরোও পড়ুনঃ- রাজ্যের স্কুলগুলোতে ৮,৪৭৭ ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন সংক্রান্ত তথ্য।

সাধারণ স্কলারশিপের যোগ্যতা :-
১ দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লাখের বেশি হলে চলবে না।
৩) শিক্ষার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর, যেকোনো প্রফেশনাল কোর্স, ডিপ্লোমা কোর্স, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত হতে হবে।

কন্যা শিশুদের জন্য বিশেষ স্কলারশিপ এর যোগ্যতা :-
১) ৬০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাস করতে হবে।
২) ভোকেশনাল, ডিপ্লোমা বা আইটিআই ইনস্টিটিউটে দু বছরের সার্টিফিকেট কোর্স করতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় সাড়ে চার লাখের কম হতে হবে।

বৃত্তির পরিমাণ :-
সাধারণ স্কলারশিপের জন্য:
এমবিবিএস, বিডিএস, বিডিএমএস কোর্সের জন্য ৪০ হাজার টাকা।
BE, BTech কোর্সের জন্য ৩০ হাজার টাকা।
স্নাতক সমন্বিত ডিপ্লোমা কোর্স ২০ হাজার টাকা।

কন্যাদের জন্য বিশেষ স্কলারশিপ এর বৃত্তির পরিমাণ :-

দ্বাদশ শ্রেণী, বৃত্তিমূলক ডিপ্লোমা কোর্স ১৫ হাজার টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :-
১) শেষ পরীক্ষার মার্কশিট
২) পরিচয় প্রমাণপত্র
৩) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ পত্র
৪) ব্যাংকের পাসবুক
৫) কাস্ট সার্টিফিকেট

আবেদন পদ্ধতি :- আবেদন করার শেষ দিন ২২ সেপ্টেম্বর।
আবেদন করতে হলে সর্বপ্রথম আবেদনকারীকে licindia.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেটি ওপেন করলে আবেদন পত্র দেখতে পাবেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জমা দেবেন। এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট কেন করে আপলোড করবেন। আবেদন জমা দেওয়ার পরে আপনার রেজিস্টার করা ইমেইল আইডিতে একটি কনফারমেশন মেইল আসবে। এই মেইলটি পেলেই বুঝবেন আপনার আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। বৃত্তি জনিত বিস্তারিত তথ্যের জন্য এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Join Group Join Group