আপনি কি একটি ভাল সরকারি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে ঘরে ঘরে যেভাবে বেকার চাকরিপ্রার্থীদের সংখ্যা বাড়ছে সেই তুলনায় ঠিকঠাক মতন সরকারি চাকরি পরীক্ষা হয় না বললেই চলে। তবুও চাকরি-প্রার্থীরা একটি ভালো সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকেন। একটি সরকারি চাকরি পাওয়া মানে ভাগ্য খুলে যাওয়া। আজকের এই প্রতিবেদনই আপনাদেরকে একটি ভালো চাকরির সন্ধান দেবো, এখানে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ ও মহিলা যে কোন জেলা থেকেই আবেদনের সুযোগ পাবেন। পাওয়ারগ্রিডে যদি আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে এই পরীক্ষাটি হবে আপনার জীবনের চাবিকাঠি। দেখে নেওয়া যাক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য :-
নিয়োগ সংস্থা :- কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা।
শূন্য পদের সংখ্যা :- মোট শূন্য পদ রয়েছে ১৫৪৩ টি। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভাগ করা রয়েছে। শাখা অনুসারে শূন্যপদ রয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার শাখায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেওয়া হবে ৫৩২টি, ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল শাখায় নেওয়া হবে ১৯৮টি, ফিল্ড সুপারভাইজর ইলেক্ট্রিক্যাল শাখায় নেওয়া হবে ৫৩৫টি, ফিল্ড সুপারভাইজর সিভিল শাখায় নেওয়া হবে ১৯৩টি এবং ফিল্ড সুপারভাইজর ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় নেওয়া হবে ৮৫টি।
পদের নাম :- মূলত ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজর পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইঞ্জিনিয়ারিং শাখায় পড়াশোনা করেছেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়ারা এই চাকরির জন্য উপযুক্ত।
আরোও পড়ুন:- স্নাতক উত্তীর্ণদের জন্য দারুন সুযোগ, এলআইসি নিয়োগ ২০২৫, দেখুন আবেদন পদ্ধতি।
শিক্ষাগত যোগ্যতা :- ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল পদের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিই বা বি টেক বা বি এসসি পাস করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল শাখায় আবেদনের জন্য ৫৫ শতাংশ নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বি টেক বা বি এসসি উত্তীর্ণ হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইজর ইলেক্ট্রিক্যাল শাখায় আবেদন করার জন্য আবেদনকারীকে ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রিক্যাল (পাওয়ার) বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বা পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল) -এ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইজার সিভিল শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইজর ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে ৫৫ শতাংশ নম্বর-সহ ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইনফর্মেশন টেকনোলজি বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরে কাজের অধিকার থাকতে হবে।
বয়স সীমা :- ১৭.০৯.২০২৫ অনুযায়ী আবেদনকারীর বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, তফশিলি ক্যাটাগরির আবেদনকারীরা ৫ বছর, ওবিসি ক্যাটাগরির আবেদনকারীরা ৩ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন স্কেল :- ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য বেতনক্রম শুরু হচ্ছে ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত। ফিল্ড সুপারভাইজর পদের ক্ষেত্রে বেতন স্কেল হলো ২৩,০০০-১,০৫,০০০ টাকা।
প্রার্থীদের নিয়োগ স্থান :- প্রার্থীদের যে সমস্ত জায়গায় নিয়োগ করা হবে যে জায়গাগুলোতে পাওয়ারগ্রিডের প্রজেক্ট চলছে। যেমন : নর্দার্ন রিজিয়ন-১, নর্দার্ন রিজিয়ন-১ রাজস্থান প্রোজেক্ট, নর্দার্ন রিজিয়ন-২, নর্দার্ন রিজিয়ন-৩, নর্থ-ইস্টার্ন রিজিয়ন, ওড়িশা, সাদার্ন রিজিয়ন-১, সাদার্ন রিজিয়ন-২, ওয়েস্টার্ন রিজিয়ন-১, ওয়েস্টার্ন রিজিয়ন-২, রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম প্রোজেক্ট।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে। এর জন্য সর্বপ্রথম প্রার্থীকে btps://nationalskillsregistry.com এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার জন্য প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে। এরপর www.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে হবে। সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করার পরে প্রদত্ত ডকুমেন্ট করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে একটি প্রিন্ট কপি বের করে সাবমিট করতে হবে। আবেদন করার শেষ দিন ১৭ ই সেপ্টেম্বর। নির্দিষ্ট দিনের আগেই আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।
আবেদন ফি :- ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে এবং ফিল্ড সুপারভাইজর পদের জন্য ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য কোনো ফি দিতে লাগবে না। ফি জমা নেওয়া হবে অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া :- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন থাকবে সেগুলি হল : টেকনিক্যাল নলেজ টেস্ট (৫০ নম্বর) এবং অ্যাপ্টিটিউড টেস্ট (২৫ নম্বর) অ্যাপ্টিটিউড টেস্টে থাকবে জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও জেনারেল অ্যাওয়্যারনেস। পরীক্ষার পূর্ণ সময় থাকবে ১ ঘণ্টা। প্রশ্ন হবে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের।
ইঞ্জিনিয়ার ও ফিল্ড সুপারভাইজার পদের জন্য ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে ৩ বছরের জন্য বাড়ানো হতে পারে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এটি একটি মোক্ষম সুযোগ ক্যারিয়ার শুরু করার জন্য। তাই আর দেরি না করে ১৭সেপ্টেম্বর এর আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।