অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung স্মার্ট ফোন কিনুন মাত্র ৭০০০ টাকায়

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে এই পূজা চলাকালীন স্যামসাং তার নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করল মাত্র সাত হাজার টাকায়। Samsung galaxy M07 মডেলটিতে রয়েছে 5000Mah ব্যাটারি ব্যাকআপ সঙ্গে রয়েছে 50MP ক্যামেরা একদম সস্তায়। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানেন নেবেন Samsung galaxy m 07 4g ফোনের দাম কত ও স্পেসিফিকেশন কি রয়েছে !

ভারতের samsung galaxy m০৭ ফোনের দাম কত !

আপনারা যদি কম দামে ভালো ফোন কিনতে চান তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থেকে যে অফার দেওয়া রয়েছে সেখানে একটি ভেরিয়েন্ট এ লিস্ট জারি করেছে লিস্টিং অনুযায়ী samsung galaxy m 07 ফোনের 4GB RAM+64GB Storage এই ভেরিয়েন্টটি পাবেন মাত্র ৬,৯৯৯/- টাকাতে। আপনারা ইএমআই তেও সংগ্রহ করতে পারবেন এই ফোনটির দাম হবে ৬৬০০ টাকা পর্যন্ত সঙ্গে রয়েছে বোনাস সিস্টেম। 

Samsung galaxy M07 ফোনটিতে কি কি ফিচারস রয়েছে

যদি ফিচার্সের কথা প্রথমে উল্লেখ করা যায় তবে স্যামসাং গ্যালাক্সি M07 এই ফোনটি 4G সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে রয়েছে 90hz রিফ্রেস রেট এবং HD+ রেজলিউসন সহ 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে ফোনটিতে MediaTek Hello G99 চিপসেট কাজ করে। ফোনটি android ১৫ এ চলে এবং কোম্পানি দাবি করে যে এটি ছয়টি এন্ড্রয়েড ওয়েস্ট এবং ছয় বছরের নিরাপত্তা ৫ আপডেটের জন্য যোগ্য। ব্যাটারির দিকে তাকালে এতে রয়েছে 5000Mah ব্যাটারি সঙ্গে রয়েছে 25w word ফাস্ট চার্জিং সিস্টেম। 

ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেলফি তোলা ও এইট মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে এই ফোনটিতে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে রয়েছে IP54 রেটিং সহ বাজারে এসেছে। এই ফোনের সাথে চার্জার দেওয়া হয় না বলে আপনাকে আলাদা করে বাজার থেকে চার্জার কিনতে হবে।

Join Group Join Group