শিক্ষক দিবস কেন পালিত হয়, এই বিশেষ দিনের তাৎপর্য কি? 

‘শিক্ষক’ এই কথাটার মধ্যে রয়েছে যিনি জ্ঞান ও আদর্শের স্রষ্টা। শিক্ষক জাতির মেরুদন্ড। একটি ছোট শিশুর মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে, অজানাকে জানতে, আদর্শের পথে সমৃদ্ধ করতে সর্বোপরি শিক্ষকের অবদান অনস্বীকার্য। মানুষ গড়ার কারিগর বলতে শিক্ষককেই বোঝায়। ভারতে শিক্ষক দিবস হিসেবে ৫ই সেপ্টেম্বর দিনটি পালিত হয়। প্রত্যেক বছর ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার গুলোতে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের জন্য এই দিনটি পালন করে থাকে। শিক্ষকদের জন্য কার্ড, শুভেচ্ছা বার্তা ও উপহার নিয়ে ছাত্র ছাত্রীরা এই দিনটি উৎযাপন করে। আগামীকাল ৫ই সেপ্টেম্বর। ভারত জুড়ে পালিত হবে শিক্ষক দিবস। কিন্তু জানেন কি এই শিক্ষক দিবস শুধুমাত্র শিক্ষক হিসেবেই নয়, ৫ ই সেপ্টেম্বর দিনটি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিনের উপলক্ষেও পালিত হয়। শিক্ষক দিবসের কথা উঠলেই মনে পড়ে যায় সর্বপল্লী রাধাকৃষ্ণণ – এর কথা। তিনি ছিলেন একজন শিক্ষক,  দার্শনিক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি।

কেন ভারত জুড়ে সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? 

শিক্ষক দিবসের ইতিহাস জানতে হলে বলতে হবে অনেক যুগের আগের কথা। ডক্টর রাধাকৃষ্ণণ এর জন্মদিন পালন করতে চেয়েছিলেন ডঃ রাধাকৃষ্ণণ এর কয়েকজন বন্ধু। তখন তিনি জানিয়েছিলেন তাদেরকে ৫ই সেপ্টেম্বর দিনটি তার জন্মদিন হিসেবে পালন না করে যদি ভারতের সকল শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয় তাহলেই তার জন্ম সার্থক হবে। অর্থাৎ তিনি তার জন্মদিনটিকে সকল শিক্ষকদের জন্য উৎসর্গ করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত অর্থাৎ ১৯৬২ থেকে আজকে 2025 পর্যন্ত প্রত্যেক বছর ৫ই সেপ্টেম্বর দিনটি একইভাবে অনুষ্ঠানের মাধ্যমে সমাদরে উদযাপিত হয়ে আসছে। 

 ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন: তিনি ছিলেন একজন বিখ্যাত পন্ডিত, দার্শনিক, ভারতরত্ন প্রাপক এবং একজন শিক্ষক। এছাড়াও তিনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। তার জন্ম হয়েছিল ১৯৮৮ সালের ৫ই সেপ্টেম্বর। তিনি এমন একজন শিক্ষক ছিলেন যিনি সকল ছাত্র-ছাত্রীকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। সকল ছাত্র-ছাত্রীরা তার আদর্শে সমৃদ্ধ হতো। তিনি তার শিক্ষার আলোয় সকল ছাত্র-ছাত্রীদের আলোকিত করতেন। তিনি শিক্ষাকে শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ রাখতে চাননি, হৃদয়ের অন্তস্থল থেকে উঠে আসা পরিশুদ্ধ মানবিক চিন্তাকে সমাজের কল্যাণের জন্য ব্যয় করা এবং আত্মার পরিশুদ্ধি ঘটানো ছিল তার শিক্ষার প্রধান অঙ্গ। শিক্ষা শুধুমাত্র বই থেকে আহরণ করা জ্ঞানের ভান্ডার নয়, তিনি শিক্ষাকে সমাজের কল্যাণে মানবিক কল্যাণে ব্যয় করার কথা শিখিয়েছিলেন। 

আরোও পড়ুন:- ভারতে বিবাহের সার্টিফিকেট গুরুত্বপূর্ণ কেনো? বিবাহ নিবন্ধন কেনো করবেন? জেনে নিন বিস্তারিত?

ভারতের শিক্ষক দিবস কিভাবে পালিত হয়: প্রত্যেক বছর ৫ই সেপ্টেম্বর দিনটি জন্য অপেক্ষা করে থাকে শিক্ষার্থীরা। এই একটা দিনের জন্য সেপ্টেম্বর মাস আসার সাথে সাথেই প্রত্যেক শিক্ষার্থীরা অনুষ্ঠানের সূচি বানানোর পরিকল্পনায় মেতে ওঠে। উক্ত দিনে যাতে নাচ, গান, কবিতা, নাটক এছাড়া শিক্ষকদের সাথে বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করে এই দিনটিকে শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করার দিন। শিক্ষকদের জন্য শিক্ষার্থীরা অনেক রকম উপহার নিয়ে আসে। সারা বছর ধরে শিক্ষকরা শিক্ষার্থীদের যে জ্ঞান দান করে তার জন্যই শিক্ষকদের উদ্দেশ্যে একটি ছোট্ট প্রয়াস করে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হয় এবং শিক্ষার্থীরা এই অনুষ্ঠানটিকে খুব ভালো করে উপভোগ করে। 

শিক্ষক দিবসে তাৎপর্য: শিক্ষক দিবস যেমন শিক্ষকদের উদ্দেশ্যে একটি দিন, অন্যদিকে এই দিনটি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন শিক্ষক ছিলেন তাই ভারতের সকল শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম। 5 সেপ্টেম্বর দিনটির জন্য শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও অপেক্ষা করে থাকে। সারা বছর ধরে তাদের কঠোর পরিশ্রম এবং জ্ঞান দ্বারা তাদের আদর্শে যেসব শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তাদের কাছ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ এই সমস্ত শিক্ষকদের আরোও উৎসাহী করে তোলে। তাদের শিক্ষকতার জীবন সার্থক হয়। 

মূলত ৫ই সেপ্টেম্বর দিনটি পালন করার মধ্য দিয়ে ভারত জুড়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন পালন এবং সেই সাথে শিক্ষকদের শিক্ষকতার জীবনের কঠোর পরিশ্রম এবং সাফল্যের প্রশংসা করার জন্য উদযাপন করা হয়। 

আগামীকাল বহু অপেক্ষিত সেই ৫ই সেপ্টেম্বর। আগামীকাল ভারতের বিভিন্ন কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারগুলোতে আনন্দের সাথে পালিত হবে শিক্ষক দিবস। ইতিমধ্যে সেই প্রস্তুতি একদম তুঙ্গে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ও উপহারের মাধ্যমে শিক্ষকদের জন্যই যেন তৈরি হয়েছে এই দিনটি।

Author

  • Bengali Path

    Bengali Path প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। Bengali Path-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Chat on WhatsApp