১০ মিনিটে আপনার বাড়িতে পৌঁছে যাবে টাকা, ব্লিঙ্কিটে পেয়ে যান এটিএম এর সুবিধা।

বর্তমানে প্রত্যেকটি ব্যাংক গ্রাহকের কাছে এটিএম কার্ড থাকে। এটিএম কার্ড এই জন্যই ব্যবহার করা হয়, যাতে যেকোনো সময় কিংবা আপাতকালীন সময়ে টাকার দরকার হলে ব্যাংক খোলা না থাকলেও এটিএম কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয়।

বর্তমান সময়ে প্রত্যেকটি ব্যক্তি ঘরে নগদ অর্থ রাখার চাইতে ব্যাংকে টাকা সেভিংস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ঘরে অর্থ রাখলে অনেক সময় চুরি, ডাকাতি কিংবা যেকোনো ভাবে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এর জন্য ব্যাংকে টাকা রাখলে সুরক্ষিত থাকে। এটিএম কার্ড ব্যবহার করে যে কোন সময় প্রয়োজন মত টাকা তুলে নেওয়া যায়। কিন্তু এমন অনেক সময় হয়, যে সময় টাকা তুলতে গেলেও এটিএম বাড়ি থেকে অনেকটাই দূর গন্তব্যে থাকে। এছাড়া অনেক সময় বয়স্ক ব্যক্তির পক্ষে হেঁটে গিয়ে এটিএম থেকে টাকা তোলা সমস্যাজনক হয়ে যায়। এই সমস্ত সমস্যা থেকে সমাধানের জন্য ব্লিঙ্কিট একটি নতুন পরিষেবা আনতে চলেছে, আর সেটা হল এটিএম পরিষেবা।

স্টার্টআপ কোম্পানির মালিক হর্ষ পাঞ্জাবি Blinkit ATM পরিষেবা চালু করার জন্য আবেদন জানিয়েছেন। কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে?

এতদিন পর্যন্ত আমরা জানতাম, ব্লিঙ্কিট অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে, এই প্রথম এটিএম পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা চলছে।

আরোও পড়ুন:- অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৫: নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে দেখুন আবেদন পদ্ধতি।

যদি কোন গ্রাহক ব্লিঙ্কিট থেকে এটিএম পরিষেবা নিতে ইচ্ছুক হয় তাহলে, তিনি প্রথমে যে পরিমাণ টাকা এটিএম থেকে তুলতে চাইছেন, সেই পরিমাণ টাকা ইউপিআই অ্যাপের মাধ্যমে ব্লিঙ্কিটকে পাঠাতে হবে। এরপরে ১০ মিনিটের মধ্যেই ব্লিঙ্কিট আপনার অ্যাড্রেসে নগদ অর্থ পাঠিয়ে দেবে।

জরুরী প্রয়োজনে বিভিন্ন জিনিস মাত্র blinkit থেকে ১০ মিনিটে পৌঁছে যেত গ্রাহকের নির্দিষ্ট অ্যাড্রেসে। এরফলে ঘরে বসেই রাত বিরেতে প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পাওয়া সম্ভব হয়েছে। এছাড়াও এম্বুলেন্স পরিষেবাও চালু করেছে ব্লিঙ্কিট। কোনো ব্যক্তি রাতে অসুস্থ হয়ে গেলে blinkit থেকে এম্বুলেন্স পরিষেবা পেয়ে যাবেন। এমনি সময় এম্বুলেন্স পরিষেবা পেতে অনেকসময় দেরি হয়ে যায়, সব সময় অ্যাভেলেবেল থাকে না, ফলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া দেরি হয়ে যায়। ব্লিঙ্কিট থেকে এই পরিষেবা মিলবে মাত্র ১০ মিনিটে। এখন সেই লিস্টে যুক্ত হতে চলেছে বাড়ি বসেই নগদ অর্থ পাওয়ার সুবিধা।

এই পরিষেবা চালু হলে আপনার সময় অনেকটাই সেভ হবে, সেই সাথে খুব জরুরী প্রয়োজনে এটিএম যাওয়ার সময় না থাকলে আপনি আপনার বাড়ি বসেই নগদ অর্থ পেয়ে যাবেন। বয়স্ক ব্যক্তিদের পক্ষে এই পরিষেবা অনেকটাই সুখকর হবে।

কবে থেকে ব্লিঙ্কিট থেকে ATM পরিষেবা পাওয়া যায় সেটাই অপেক্ষা। তবে, এই পরিষেবা চালু হলে আমজনতা অনেকটাই উপকৃত হবে।

Leave a Comment

Join Group Join Group