আপনি যদি স্বাস্থ্য বিভাগে নিজের ক্যারিয়ার শুরু করতে চাইছেন তাহলে এটি একটি সুবর্ণ সুযোগ। রাজ্য স্বাস্থ্য বিভাগে নতুন করে ২৪২ জন স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক পদে নিয়োগ করা হবে। জীবনে জেলা থেকে আবেদনের সুযোগ পাবেন পুরুষ ও মহিলারা। আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরা হবে এই প্রতিবেদনে। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই চাকরিটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে আবেদন করুন।
নিয়োগ সংস্থা:- ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড
শূন্য পদের সংখ্যা:- মোট শূন্যপদ 242 জন।
পদের নাম:- মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে মূলত। একাধিক বিভাগে নিয়োগ করা হবে।
কোন কোন বিভাগে নিয়োগ করা হবে:- মেডিক্যাল টেকনোলজিস্ট পদে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে।
যেমন: ল্যাব, অপারেশন থিয়েটার, পোর্থেট্রিক্স এন্ড অর্থটিক্স, অডিয়মেট্রি এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগে।
বিভাগ অনুযায়ী শূন্য পদে শ্রেণীবিন্যাস
ল্যাব:- মোট শূন্যপদ ১৯৬ টি। এদের মধ্যে সাধারণ ৮২, দৈহিক প্রতিবন্ধী ৬, তপশিলি জাতি ৪১, তপশিলি জাতি দৈহিক প্রতিবন্ধী ২, তপশিলি উপজাতি ১২, ওবিসি ১৯, ওবিসিবি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ২০ টি।
অপারেশন থিয়েটার:- মোট শূন্য পদের সংখ্যা ১৮টি।
সাধারণ ৬, সাধারণ দৈহিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসিএ ২, ওবিসিবি ১, আর্থিকভাবে অনগ্রসর ২।
আরোও পড়ুন:- জব কার্ড ভেরিফিকেশন কিভাবে করবেন? জব কার্ডের রিনিউয়াল পদ্ধতি জেনে নিন!
পোর্থেট্রিক্স এন্ড অর্থটিক্স:- মোট শূন্য পদের সংখ্যা ৮টি।
সাধারণ ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, আর্থিকভাবে অনগ্রসর ১।
অডিয়মেট্রি:- মোট শূন্য পদের সংখ্যা ৫ টি।
সাধারণ ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, আর্থিকভাবে অনগ্রসর ১।
ক্রিটিক্যাল কেয়ার:- মোট শূন্য পদের সংখ্যা ১৫ টি।
সাধারণ ৫, দৈহিকভাবে প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১ আর্থিকভাবে অনগ্রসর ১।
শিক্ষাগত যোগ্যতা:- এখনো পর্যন্ত বিজ্ঞপ্তিতে বিস্তৃত বিবরণ দেওয়া হয়নি যদিও, তবে মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করার জন্য মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলেই তবে সেই প্রার্থী আবেদন করতে পারবে।
বয়স সীমা ও বেতন:- মেডিকেল টেকনোলজিস্ট এর বিভিন্ন বিভাগে আবেদনের জন্য নির্দিষ্ট বয়সসীমা ও বেতন সম্পর্কিত কোন তথ্য এখনো বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। আশা করা যায় এরপরে নতুন যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আপনারা রাজ্যের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন।
আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে অনলাইন মাধ্যমে।
আবেদন করার জন্য আবেদনকারীকে www.hrb.gov.wb.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। রেজিস্ট্রেশন না করা থাকলে বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে লগইন করতে হবে। এরপর আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে। ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং প্রদত্ত আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। আবেদন মূল্যের রিসিভ কপি রেখে দেবেন পরবর্তী রেফারেন্স এর জন্য।
নিয়োগ প্রক্রিয়া:- নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য এখনো পর্যন্ত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ই অক্টোবর থেকে এবং শেষ হবে ২৮ শে নভেম্বরে। এজন্য ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই ১৬ ই অক্টোবর থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে চোখ রাখুন। এই ওয়েবসাইটেই এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে। সেই তথ্য ভালো করে পড়ে নিয়ে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন মেডিকেল টেকনোলজিস্ট পদের নির্দিষ্ট বিভাগে।
নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের পেজেও এই বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্য তুলে ধরব। তার জন্য নিয়মিত চোখ রাখুন এই পেজে।