ভারতীয় পোস্ট ভরসার এক নাম। ডাক পরিষেবার সাথে, একাধিক আর্থিক স্কিমের সুবিধা দিয়ে আসছে কয়েক দশক ধরে। টাকা জমানোর জন্য,বর্তমান প্রজন্ম মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের দিকে ঝুঁকছে। কিন্তু এক্ষেত্রে ইনকাম যতটাই বেশি, প্রতারণার ঝুঁকিও ততটাই বেশি। কিন্তু ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক, ভারত সরকারের নিজস্ব সংস্থা। এখানে রয়েছে একাধিক আর্থিক স্কিম। স্কিম গুলির বেনিফিট কম হলেও প্রতারণার কোন ঝুঁকি নেই। তাছাড়া, পোস্ট অফিসের স্কিমের বেনিফিট একেবারেই কম। অনেক স্কিমে রয়েছে , যেখানে যথেষ্ট লাভজনক সুবিধা আছে। সেই রকমই সেরা ৫ টি স্কিম দেখে নেওয়া যাক।
সুকন্যা সমৃদ্ধি যোজনা:- কেন্দ্র সরকারের এই প্রকল্প খুব জনপ্রিয়। এই স্কিমে বার্ষিক ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। এই স্কিমে ইনভেস্ট করা যায় নিজের কন্যা সন্তানের নামে। কন্যার বয়স হতে হবে ১০ বছরের কম। এই প্রকল্পে বার্ষিক সর্বোচ্চ ৮.২% হারে সুদ পাওয়া যায়।১৫ বছরের জন্য এই স্কিমে ইনভেস্ট করা যায়। কন্যার বয়স ২১ বছর হলে সুদ সহ টোটাল আসল টাকা পাওয়া যায়। যা কন্যার উচ্চ শিক্ষা ও বিবাহের কাজে লাগানো সম্ভব। এই স্কিমে কর ছাড় পাওয়া যায় ।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড :- পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিম এই প্রকল্প। এই স্কিমে প্রচুর ইনকামের সুযোগ রয়েছে। এই স্কিমের অধীনে একজন উপভক্তা একটি অর্থ বর্ষে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা দিতে পারেন। এই স্কিমের আয়তায় বার্ষিক সর্বোচ্চ ৭.১ % সুদ পাওয়া যায়। এই স্কিমটি ১৫ বছরের জন্য কার্যকরী। এই স্কিমে কর ছাড় পাওয়া যায়।
আরোও পড়ুন:- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নতুন প্রকল্পের আবেদন চলছে, কি কি সুবিধা পাবেন তা সমস্ত কিছু জেনে নিন।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC):- এই স্কিমের অধীনে গ্রাহকরা বার্ষিক সর্বোচ্চ ৭.৭% সুদ পান। এই NSC স্কিমে মিনিমাম ১০০০ টাকা থেকে টাকা জমা রাখা যায়। টাকা জমা রাখার ঊর্ধ্ব সীমা নেই।৫ বছরে জন্য টাকা জমা রাখা যায়। এই স্কিমেও কর ছাড়ের সুবিধা আছে।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট:- এই স্কিমের অপর নাম পোস্ট অফিস টাইম ডিপোজিট। এই স্কিমের মাধ্যমে ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যায়। এই স্কিমে বার্ষিক সর্বোচ্চ ৭.৫% সুদ পাওয়া যায়। এই স্কিমেও কর ছাড়ের সুবিধা আছে। তবে ৫ লাখের নিচে বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যায়না।
৫) সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম:- পোস্ট অফিসের এই বিশেষ স্কিমটি শুধুমাত্র বরিষ্ঠ নাগরিকদের জন্য। এই স্কিমে আমাদের প্রবীণ নাগরিকরা বার্ষিক সর্বোচ্চ ৮.২% সুদ পান। এই স্কিমের অধীনে ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমে ইনভেস্ট ৫ বছরের জন্য। এই স্কিমেও কর ছাড়ের সুবিধা আছে।
শুধু এই ৫ টা স্কিমই শেষ নয়। পোস্ট অফিসে আপনার জন্য অপেক্ষা আরও বেশ কয়েকটা সুন্দর স্কিম। পোস্ট অফিসের সমস্ত স্কিম গুলির বিষয়ে সব তথ্য জানতে অবশ্যই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী পোস্ট অফিসে। মনে রাখবেন, পোস্ট অফিস মানেই দেশের ভরসা ও বিশ্বাস।