এসএসসি নিয়ে আন্দোলন আদালতের জল পেরিয়ে কিছুদিন আগেই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল নতুন করে। হাজার হাজার চাকরীহারারাও নতুন করে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অনেকদিন ধরেই এরপর অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত করা হবে বলে জানা যাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ৮৪৭৭ শূন্য পদের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে রাজ্য স্তরের সিলেকশন টেস্টের মাধ্যমে। নন টিচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীদের যে বাসায় আবেদন করবেন সেই ভাষাটি কোন স্তরে পড়ে থাকতে হবে। যে কোন একটি অঞ্চলের শূন্য পদের জন্যই আবেদন করতে পারবেন একজন প্রার্থী। এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগ সংস্থা:- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
শূন্যপদ:- মোট শূন্যপদের সংখ্যা ৮৪৭৭ টি।
পদের নাম:- গ্রুপ সি ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।
পদ অনুযায়ী শূন্যপদের শ্রেণীবিন্যাস
গ্রুপ সি ক্লার্ক পদে | শূন্যপদের সংখ্যা ২৯৮৯ টি। |
গ্রুপ ডি পদে | শূন্য পদের সংখ্যা ৫৪৮৮ টি। |
শিক্ষাগত যোগ্যতা:-
গ্রুপ সি ক্লার্ক পদে আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার সমতুল্য কোনো ডিগ্রি বা পুরোনো প্রথার হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। সেইসাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা জানতে হবে।
গ্রুপ ডি পদে আবেদনের জন্য নূন্যতম সেটা কত যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস।
আরোও পড়ুন:- জমি বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সরকারি হেল্পলাইন নম্বর, কিভাবে সুবিধা পাবেন!
বয়স সীমা:- আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি ৫ বছরের, ওবিসিরা ৩ বছরের, দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদনকারী প্রার্থীদের www.westbengalssc.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বৈধ ইমেইল আইডি সহযোগে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট এবং ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আমাদের মূল্য পেমেন্ট করে তার একটি রিসিভ কপি রেখে দিয়ে সাবমিট করতে হবে।
আবেদন মূল্য:- জেনারেল ক্যাটাগরি ওবিসিদের জন্য আবেদন মূল্য ৪০০ টাকা এবং তপশিলি জাতি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য আবেদনমূল্য ১৫০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া:- গ্রুপ সি ক্লার্ক পদে নিয়োগ করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং সমতুল্য কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এবং লিখিত পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
গ্রুপ ডি পদের জন্য প্রার্থীর সমতুল্য কাজের অভিজ্ঞতা এবং সেই সাথে লিখিত পরীক্ষা ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করা যাবে ৩রা নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা এই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ওই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন। স্কুল সার্ভিস কমিশনের জানানো হয়েছে অযোগ্য বলে চিহ্নিতরা এই পরীক্ষা আবেদন করতে পারবেন না। এছাড়া বাকি আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে উপরে বর্ণিত আবেদন পদ্ধতি এপ্লাই করে আবেদন করতে পারবেন।