আপনি যদি একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষায় থাকেন, তাহলে রেলের এই নিয়োগ সংক্রান্ত নথিটি একবার আপনার দেখে নেওয়া জরুরি। ভারতীয় রেলওয়ে দপ্তরের তরফে বিভিন্ন পদে একাধিক শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আপনি এই পদগুলিতে আবেদনের সুযোগ পাবেন। আপনি যদি রেলের এই পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনের দেওয়া আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগ সংস্থা:- ভারতীয় রেলওয়ে মন্ত্রক
শূন্য পদের সংখ্যা:- মোট শূন্য পদের সংখ্যা ৮,৮৫০টি । নন টেকনিক্যাল পদে শূন্য পদের সংখ্যা ৩০৫০ টি এবং টেকনিক্যাল পদে শূন্য পদের সংখ্যা ৫৮০০ টি।
পদের বিভাগ:- একাধিক পদে নিয়োগ করা হবে। যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন আবেদনকারী প্রার্থীরা।
পদগুলি হলো:- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার এবং চিপ কমার্শিয়াল কম টিকিট। এতগুলো পদের মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:- উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশে আপনি এ সমস্ত পদগুলোর জন্য আবেদনের সুযোগ পাবেন।
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক এইসব পদের জন্য উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর (তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাশ) পেয়ে থাকলে আবেদন করা যাবে। তবে গ্র্যাজুয়েট যোগ্যতাকারী হলেও এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নম্বর নিয়ে কোন কড়াকড়ি নেই।
আরোও পড়ুন:- Bank CSP Business Idea: ব্যাংকের সঙ্গে ব্যবসা করে মাসিক আয় করুন ১৫,০০০-৩০,০০০ টাকা। জানুন ব্যবসার আইডিয়া!
যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এইসমস্ত পদের জন্য।
বয়স সীমা:- উচ্চ মাধ্যমিক ডিগ্রিতে পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সত হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A-3, C-2। গ্রাজুয়েট ডিগ্রিতে নির্দিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A-2, C-2। তপশিলীরা ৫ বছর, ও.বি.সিরা ৩ বছর, বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করলে ৩৫ (তপশিলী হলে ৪০, ও.বি.সি. হলে ৩৮) বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এছাড়া রেলের কর্মী ও প্রাক্তন সমর কর্মীরাও নির্দিষ্ট বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন স্কেল:- উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পদের জন্য আবেদন করবেন, তাদের নিয়োগ হওয়ার পরে মাসিক বেসিক বেতন হবে 19900। অন্যদিকে গ্রাজুয়েট ডিগ্রিতে যে সমস্ত পদের জন্য আবেদন করবেন আবেদনকারী প্রার্থীরা, তাদের নিয়োগ হওয়ার পরে মাসিক বেসিক বেতন হবে ২৫,৫০০, ২৯,২০০, ৩৫,৪০০ টাকার মধ্যে।
আবেদন প্রক্রিয়া:- আবেদনকারী প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে আবেদন করতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বৈধ ইমেইল আইডি দিয়ে। এরপর প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। লগইন করার পর যে আবেদনপত্র দেখা যাবে, সেখানে নিজের বিস্তারিত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পাসপোর্ট মাপের রঙিন ফটো ( ৩০ থেকে ৭০ কেবির) মধ্যে ও সিগনেচার একই মাপের ও অন্যান্য ডকুমেন্ট ৫০০ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য পেমেন্ট করে সাবমিট অপশনে ক্লিক করতে লাগবে।
যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর ১২ কপি নিজের কাছে রেখে দেবেন, কারণ এগুলো পরবর্তী ধাপে পরীক্ষার সময় লাগতে পারে। এছাড়া আবেদন মূল্যের রিসিভ কপি, নিজের কাছে প্রিন্ট আউট করে রাখবেন ভবিষ্যতের রেফারেন্স এর জন্য।
নিয়োগ প্রক্রিয়া:- প্রার্থী নির্বাচন প্রক্রিয়া দুটি ধাপে করা হবে। অনলাইন সিবিটি পরীক্ষা হবে দুই পর্যায়ে। প্রথম পর্যায়ের পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক লিখিত টেস্ট নেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাটি লিখিত পরীক্ষা হবে। এরপর ইন্টারভিউ এবং শারীরিক দক্ষতা পরীক্ষা মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। প্রথম কম্পিউটার বেস টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বছরের প্রথম দিকে।
আবেদনের সময়:- ভারতীয় রেল মন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উচ্চমাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত নেওয়া হবে ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, গ্রাজুয়েট যোগ্যতায় দরখাস্ত না হবে ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত।
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা রেলের বিভিন্ন পদে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একাধিক পদে নিয়োগ হওয়ায় আপনি আপনার পছন্দ অনুযায়ী পদে আবেদন করার সুযোগ পাবেন। এজন্য সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন উপরে বর্ণিত পদ্ধতি মাধ্যমে।