নতুনভাবে GST রুপায়ন করার পরে কোন কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়লো জেনে নেওয়া যাক 

বিভিন্ন দ্রব্যের ওপর GST কার্যকর করার ফলে অনেক দ্রব্যের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। এর ফলে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই দাম বৃদ্ধি অনেকটাই অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিল। ১৫ ই আগস্ট ২০২৫ স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদি জি এস টি কমিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছিলেন। ঠিক সেই মতনই আগের চার রকম জিএসটির মধ্যে দুই রকম জিএসটি তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে ৫ এবং ১৮ শতাংশ হারে জিএসটি কার্যকর থাকবে। ১২ এবং ২৮ শতাংশ জিএসটি সম্পূর্ণরূপে তুলে দেওয়া হল।কিছু পণ্যকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়। এর ফলে যেমন অনেক দ্রব্যের দাম বৃদ্ধি পাবে তেমনি অনেক দ্রব্যের দাম অনেকটাই কমে যাবে যা সাধারণ মানুষের পক্ষে অনেকটাই সুখকর। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে  নতুন জিএসটি কার্যকর করা হবে। অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকেই অনেক জিনিসের দাম বৃদ্ধি পাবে এবং অনেক জিনিসের দাম কমে যাবে। 

প্রসঙ্গত, ক্ষতিকর দ্রব্য এবং বিলাসবহুল গাড়ি এবং কিছু দ্রব্যের ওপর আলাদা করে বেশি কর আরোপ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সিগারেট, মদ এবং বিলাসবহুল গাড়ি, ঠান্ডা পানীয়, ফাস্ট ফুড, কফি, চিনি, এমনকি পর্নোগ্রাফিকেও সর্বোচ্চ করের তালিকায় রাখা হয়েছে। যে সমস্ত দ্রব্য গুলি শরীরের পক্ষে ক্ষতিকর সে সমস্ত দ্রব্যের উপর বেশি কর আরোপ করা হয়েছে যাতে মানুষের হাতের নাগালে সেগুলি না পৌঁছাতে পারে তার জন্যই ব্যবস্থা করা হয়েছে। 

দেখে নেওয়া যাক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কমের তালিকা 

জিএসটি মুক্ত খাদ্যদ্রব্য কোনগুলো :- 

আল্ট্রা-হাই টেম্পারেচার দুধ, প্যাকেটজাত ও লেবেলযুক্ত ছানা বা পনির, সমস্ত ভারতীয় রুটি যেমন চাপাটি, রুটি, পরোটা, পরোটা, খাখরা এবং পিজ্জা ব্রেড এখন থেকে জিএসটি মুক্ত।

ওষুধ ও স্বাস্থ্যসেবা যেমন ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধ, যেগুলিতে আগে ১২% জিএসটি ছিল, সেগুলোকে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। ক্যান্সার, বিরল রোগ ও দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত আরও কিছু বিশেষ ওষুধ, যেগুলিতে আগে ৫% জিএসটি ছিল, সেগুলিও এখন শূন্য জিএসটি করা হয়েছে। সমস্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিমা ও জীবনবিমা পলিসি  থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে। 

 আরোও  পড়ুন:- সবলা প্রকল্প, আবেদনের যোগ্যতা, এই প্রকল্পের সুবিধা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

শিক্ষা ও ষ্টেশনারী বিভিন্ন দ্রব্যতেও শূন্য কর আরোপ করা হয়েছে। যেমন খাতা, গ্রাফ বই, ল্যাবরেটরি নোটবুক ইত্যাদির জন্য ব্যবহৃত আনকোটেড কাগজ ও পেপারবোর্ড, মানচিত্র, অ্যাটলাস, ওয়াল ম্যাপ, টপোগ্রাফিক প্ল্যান এবং গ্লোব, পেন্সিল শার্পনার, রাবার, পেন্সিল, ক্রেয়ন, প্যাস্টেল, চারকোল পেন্সিল ও দর্জির চক এখন থেকে করমুক্ত।

প্রতিরক্ষা বিভাগে বিভিন্ন যন্ত্রপাতি যেমন ফ্লাইট মোশন ও টার্গেট মোশন সিমুলেটর। ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন, মানববিহীন জাহাজের যন্ত্রাংশ ও উপ-সংযোজন। সামরিক বিমান যেমন C-130 ও C-295MW। গভীর সমুদ্রযান, সোনোবুয়, বিশেষ উচ্চক্ষমতার ব্যাটারি। ছাড় পাওয়া পণ্যের টেকনিক্যাল ডকুমেন্টেশন আমদানিও এখন থেকে করমুক্ত।

কোন কোন জিনিসের জিএসটি কমে ৫ শতাংশ দাঁড়িয়েছে

জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং ২০ লিটারের পানীয় জলের বোতলের উপর থেকেও জিএসটি ১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫ শতাংশে। মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম ও জিলেটিনের মতো খাদ্যপণ্যে এতদিন ১৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। সেটি এখন কমিয়ে করা হয়েছে মাত্র ৫ শতাংশ। এছাড়া কনডেনসড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি ১২ শতাংশ জিএসটি থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই ৫ শতাংশ GST হারে বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম ও অন্যান্য ফল পেয়ে যাবেন।

কোন কোন গ্রুপে ১৮ শতাংশ জিএসটি করা হয়েছে

টিভি, এসি, জামা-কাপড়, ছোট গাড়ি, ৩৫০ সিসি-র নীচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮ শতাংশ জিএসটি কার্যকর করা হয়েছে। 

কোন কোন দ্রব্যের দাম বাড়লো :- বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত জিনিসের দাম আরো বেড়ে গেল। ক্ষতিকর দ্রব্য যেমন পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের দাম বাড়বে। কারণ এগুলোতে ২৮ শতাংশ থেকে জিএসটি করা হয়েছে ৪০ শতাংশ। এছাড়া কয়লার দাম ও ৫ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে। অর্থাৎ প্রকৃতির ক্ষতি করে এমন দ্রব্য এবং মানুষের শরীর ও স্বাস্থ্যের ক্ষতি করে এমন দ্রব্যের দাম এবং কিছু ইলেকট্রনিক জিনিসের দাম বৃদ্ধি পেতে চলেছে ২২ সেপ্টেম্বর থেকে। 

নতুন হারে জিএসটি চালু হওয়ার ফলে যেমন অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমে গিয়েছে যার ফলে সাধারণ মানুষের জীবন যাপন অনেকটাই সুবিধা হবে, অর্থনৈতিক দিক সুরাহা হবে। তেমনই কিছু জিনিসের দাম বাড়ার ফলে সেগুলি ব্যবহারকারী মানুষের পক্ষে পকেটে চাপ পড়বে।

Join Group Join Group