Udyam সার্টিফিকেট কি? এর সুবিধা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন বিস্তারিত

আপনি যদি ক্ষুদ্র কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই ব্যবসায় যদি ঋণের দরকার হয় এছাড়াও আরো অন্যান্য সরকারের সুবিধা পেতে হলে এই udyam সার্টিফিকেট অনেকটাই কার্যকরী হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে udyam সার্টিফিকেট দেওয়া হয়। ভারতে ক্ষুদ্র মিডিয়াম বিভিন্ন রকম ব্যবসায়ী রয়েছেন, যাদের ব্যবসার সম্প্রসারণের জন্য অনেক সময় ঋণের প্রয়োজন হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সমস্ত MSME মালিক হয়ে থাকেন, তাদের জন্য উদ্যম রেজিস্ট্রেশনের সার্টিফিকেট চালু করেছে, এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনি নিবন্ধন করলে সরকারি ঋণ থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আজকের এই প্রতিবেদনে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কেন চালু করা হয়েছিল?


ভারতবর্ষে অনেক ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন যাদের পাশে না দাঁড়ালে তারা ব্যবসার সম্প্রসারণ করতে পারবেনা এবং ব্যবসার বাজারে টিকে থাকতে পারবে না। এইজন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছোট ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক লোন দেওয়া হয় এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে আপনি যুক্ত হওয়ার সবথেকে সহজ মাধ্যম হলো এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আবেদন করা। আপনার যদি এই সার্টিফিকেট থাকে তাহলে আপনি সরকারি প্রকল্প থেকে শুরু করে সরকারি ঋণ ও অন্যান্য সুযোগ-সুবিধা খুব সহজে পেয়ে যাবেন।

উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সুবিধা :-
১) ব্যবসার সম্পসারন ঘটানো
২) সরকারি ঋণের সুবিধা
৩) কর ছাড়ে সুবিধা
৪) অর্থনৈতিক মন্দাকালীন সময়ে সরকারি সাহায্য
৫) সরকারি প্রকল্পগুলোতে খুব সহজেই যুক্ত হতে পারবেন।

আরোও পড়ুন:- আমাদের পাড়া আমাদের সমাধান’ নভেম্বর পর্যন্ত রয়েছে, ইতিমধ্যে বিভিন্ন সমস্যার সমাধানে টাকা দেওয়া শুরু।

কিভাবে এই সার্টিফিকেটে নিবন্ধন করবেন:-
১) সর্বপ্রথম MSME মালিকদের www.udyamregistration.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর হোমপেজে এসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার আধান নম্বর নির্দিষ্ট স্থানে লিখুন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটি নির্দিষ্ট জায়গায় লিখে যাচাই করতে হবে।
৩) এরপর আপনার প্যান কার্ড এর বিবরণ দিন। আপনি কোন প্রকার ব্যবসার সঙ্গে যুক্ত তা উল্লেখ করুন।
৪) এরপর আবেদন পত্রে আপনার ব্যবসা সংক্রান্ত অন্যান্য তথ্য, যেমন মোবাইল নম্বর, ইমেল, ব্যবসার ঠিকানা, ব্যাঙ্কের বিবরণ, এবং ব্যবসার অন্যান্য তথ্য লিখে সঠিকভাবে পূরণ করুন।
৫) আবেদন জমা দেওয়ার পরে, একটি অনন্য উদ্যম নিবন্ধন নম্বর (URN) সহ একটি ডিজিটাল শংসাপত্র (ই-শংসাপত্র) আপনি পেয়ে যাবেন, আপনি এটি ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে এটার প্রিন্ট কপি করিয়ে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন।

উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনাকে একটি স্থায়ী, 16-সংখ্যার আলফানিউমেরিক উদ্যম নিবন্ধন নম্বর দেওয়া হবে। এই নম্বরটি আপনার পরবর্তীতে সরকারি সাহায্য বা ঋণ পেতে সাহায্য করবে।

উদ্যম রেজিস্ট্রেশন গুরুত্ব :- যে সমস্ত ব্যক্তি ক্ষুদ্র, মাইক্রো এবং মাঝারি উদ্যোগের অর্থাৎ MSME মালিকের আওতায় রয়েছেন, তাদের জন্য উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটি গুরুত্ব সরকারি শংসাপত্র। এই শংসাপত্র সরকারি প্রকল্প ও ভর্তুকিতে অ্যাক্সেসের সুবিধা, কর সুবিধা, ঋণ পেতে, এবং ব্যবসার সম্প্রসারণ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আবেদন প্রক্রিয়া অত্যন্ত সরল, কাগজ বিহীন ডিজিটাল প্রক্রিয়া এবং শূন্য আবেদন ফি হওয়ায় MSME মালিকদের তাদের ব্যবসার জন্য অনেকটাই সহজতর প্রক্রিয়া।

আপনিও যদি এমনই কোনো ক্ষুদ্র, মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ MSME মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আপনার ব্যবসাকে আরও সুদূরপ্রসারী করে তুলুন।

Join Group Join Group