প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন যোজনা কি? এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা, যোজনার সুবিধা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন!

আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনি এই যোজনার জন্য আবেদন করার সুযোগ পাবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যবসায়িকদের জন্য পেনশনের সুবিধা নিয়ে এসেছে একটি প্রকল্পের মাধ্যমে। আর এই নব সূচনা করা প্রকল্পটি হল প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন যোজনা। এই প্রকল্পে আবেদন করলে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, স্ব কর্মসংস্থানকারী ব্যক্তিরা প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এই প্রতিবেদনে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রতিবেদনটি থেকে এই প্রকল্পে কিভাবে যুক্ত হবেন, কি সুবিধা পাবেন সমস্ত প্রশ্নের উত্তর পেতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

এই প্রকল্পের বৈশিষ্ট্য :-
১) এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও ছোট দোকানদার বা ব্যবসায়ীদের ৬০ বছর বয়স পূর্ণ হলে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন কভারেজ প্রদান করা হবে।
২) এই কভারেজ পেতে হলে আবেদনকারীদের ৫৫ টাকা থেকে ২০০ টাকা রাখতে হবে এই প্রকল্পে।
৩) এই প্রকল্পের উপভোক্তা তাদের নির্দিষ্ট বয়স থেকে যত পরিমাণ টাকা মাসে রাখবেন, তার সমপরিমাণ টাকা সরকারের তরফ থেকে সে ব্যক্তির নাম করে রাখা হবে।
৪) যদি উপভোক্তার ৬০ বছর বয়সের আগে শারীরিক তাই অক্ষমতা দেখা দেয়, তাহলে তার স্ত্রী বা স্বামী এ প্রকল্পটি চালিয়ে যেতে পারবেন।
৫) ৬০ বছর বয়সের আগেই যদি উপভোক্তার মৃত্যু হয় তাহলে উপভোক্তার স্বামী বা স্ত্রী পেনশনের ৫০ শতাংশ পাবেন।

এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :-
১) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
২) দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী বা স্বকর্মসংস্থানকারী যাদের জিএসটি ১.৫ কোটি টাকার কম টার্ন ওভার একমাত্র তারাই আবেদন করতে পারবেন।
৩) এই প্রকল্প আবেদনের জন্য আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) অন্য কোন সংস্থান থেকে পেনশন পেয়ে থাকলে এই প্রকল্প আবেদন করা যাবে না।
৫) যে সমস্ত ব্যবসায়ী ব্যক্তি আয়কর রিটার্ন করেন তারা এই প্রকল্পের যোগ্য হবেন না।

মাসিক অবদান :- আবেদনকারী ব্যবসায়ী ব্যক্তিদের বয়স অনুযায়ী তাদের মাসিক অবদান এই প্রকল্পে কত হবে সেটা নির্ভর করবে।

আরোও পড়ুন :- বাড়িতে বসে কিভাবে প্যান কার্ডের জন্য আবেদন করবেন? জেনে নিন সহজ ও সঠিক পদ্ধতি।

এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন মূল্য :-

প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মান-ধন যোজনার (PMLVM) রেজিস্ট্রেশনের জন্য কোনো মূল্য নেই, তবে কমন সার্ভিস সেন্টার (CSC) প্রতি রেজিস্ট্রেশনের জন্য ৩০ টাকা চার্জ করতে পারে, যা রাজ্য সরকার বহন করে থাকে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১) আবেদনকারীর আধার কার্ড
২) আবেদনকারী ব্যাংক ডিটেলস
৩) ব্যবসার আইডেন্টি প্রুফ

আবেদন পদ্ধতি :- আপনি নিজের বাড়িতে বসেই অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ ব্যবহার করে প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মান-ধন যোজনার (PMLVM) এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও আপনার নিকটবর্তী CSC সেন্টারে গিয়েও আবেদন করতে পারেন।

আপনি যদি বাড়িতে অনলাইনে আবেদন করেন তাহলে প্রথমে ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। আপনার যদি আগে থেকে লগইন করা না থাকে, তাহলে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রে আপনার আধার কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যবসার আইডেন্টিটি প্রমাণ, মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন। এরপর উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হবে। এরপর আবেদন পত্র কপি করে প্রিন্ট আউট বের করে রাখবেন ভবিষ্যতের রেফারেন্স এর জন্য।

অন্যদিকে আপনি যদি সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে ইচ্ছুক থাকেন, তাহলে নিকটবর্তী CSC সেন্টারে আপনার উল্লেখিত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এরপর CSC সেন্টার থেকে দেওয়া আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে জমা দিন। আপনার দেওয়া আবেদনপত্র এবং ডকুমেন্ট যাচাই করুন প্রক্রিয়া হওয়ার পরে আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে আপনার নাম এ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবে।

প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মান-ধন যোজনার (PMLVM শুরু করার মূল লক্ষ্য হলো দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী এদের বার্ধক্য সুরক্ষা ও জীবন সুরক্ষা দেওয়া। এইজন্যই ৬০ বছর পর থেকে মাসিক ৩ হাজার টাকা করে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আপনি যদি ছোট দোকানদার বা ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে বার্ধক্য অবস্থায় পেনশনের সুবিধা ভোগ করুন।

Join Group Join Group