দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫ : এসএসসি তরফ থেকে ৭৫৬৫ পুলিশ কনস্টেবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন পদ্ধতি

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর ইতিমধ্যে এসে গিয়েছে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দিল্লী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মূলত সংরক্ষিত শ্রেণীদের জন্যই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এই পদে। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য বিস্তারিত জানতে সম্পন্ন প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন। 

নিয়োগ সংস্থা:- স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 

পদের নাম:- পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। 

শূন্য পদের সংখ্যা:- পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে ৭৫৬৭ শূন্যপদে নিয়োগ করা হবে। ক্যাটেগরি ভিত্তিক শূন্য পদের সংখ্যা ভিন্ন রকম রয়েছে। 

ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদে শ্রেণীবিন্যাস :-

পদের নামUREWSOBCSCST
কনস্টেবল (এক্সি)পুরুষ১৯১৪৪৫৬৯৬৭৭২৯৩৪২
কনস্টেবল (এক্সি) পুরুষ প্রাক্তন সৈনিক১০৭২৬৫৮৬২৩৬
কনস্টেবল (এক্সি)পুরুষ  কমান্ডো ১০৬২৫৫৬১৩৮৫১
কনস্টেবল মহিলা১০৪৭২৪৯৫৩১৪৫৭২১২

শিক্ষাগত যোগ্যতা:- আগ্রহি চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। চাকরিপ্রার্থীদের প্রত্যেকের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট থাকতে হবে। লার্নার সার্টিফিকেট থাকলে আবেদন গ্রাহ্য হবে না।

আরোও পড়ুন:-  প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন যোজনা কি? এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা, যোজনার সুবিধা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন !

শারীরিক ফিটনেস যোগ্যতা:- পুরুষদের উচ্চতা থাকতে হবে ১৫৭ সেন্টিমিটার। পাহাড়ি এলাকার পুরুষদের উচ্চতা থাকতে হবে ১৬৫ সেন্টিমিটার। 

মহিলাদের উচ্চতা থাকতে হবে ১৫৭ পাহাড়ি এলাকার মহিলাদের উচ্চতা থাকতে হবে ১৫২ থেকে ১৫৫ সেন্টিমিটার।

পুরুষের বুকের ছাতি প্রশস্ত হতে হবে ফুলিয়ে ৮১ থেকে ৮৫ সেমি। পাহাড়ি এলাকার পুরুষদের বুকের ছাতি প্রশস্ত হতে হবে ফুলিয়ে ৭৬ -৮৫ সেমি।

বয়স সীমা:- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী, তপশিলি ক্যাটাগরিদের জন্য ৫ বছরের, ওবিসি ক্যাটাগরির জন্য ৩ বছরের এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের জন্য ৫ বছরের নির্দিষ্ট ছাড় দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া:-  

১) আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসের ওয়েবসাইট ssc.gov.in এখানে প্রবেশ করতে হবে। 

২) এরপর মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি প্রয়োগ করে লগইন করুন। 

৩) নিজের সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র টি সঠিকভাবে পূরণ করুন। 

৪) এরপর উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। 

৫) এরপর আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আমাদের মূল্যের রশিদ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন ভবিষ্যতে রেফারেন্স এর জন্য। 

আমাদের মূল্য এবং পেমেন্ট পদ্ধতি:- এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা। তবে মহিলা প্রার্থী, তপশিলি জাতি ও উপজাতি, প্রাক্তন সৈনিকদের কোন প্রবেশ মূল্য লাগবে না। 

আবেদন মূল্য জমা দেওয়ার শেষ সময় রয়েছে ২২ অক্টোবর ২০২৫ রাত ১১ টা পর্যন্ত। 

আবেদন মূল্য পেমেন্ট করা যাবে নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ড এর মাধ্যমে, ব্যাংক চালান এর মাধ্যমে এবং যে কোন ইউপিআই এর মাধ্যমে। 

নিয়োগ প্রক্রিয়া:- পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করার জন্য একটি লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক পরিমাপ পরীক্ষা অর্থাৎ (PE/MT)  এবং ইন্টারভিউ নেওয়া হবে। 

শারীরিক দক্ষতা পরীক্ষার মধ্যে লং লাফ এবং হাই লাফ এবং ১৬০০ মিটার দৌড় রয়েছে। 

পরীক্ষা ও আবেদনের সময় সূচি:- আবেদন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ সময় রয়েছে ২১শে অক্টোবর পর্যন্ত। আবেদনপত্র সংশোধন করার শেষ দিন রয়েছে ২৯-৩১ অক্টোবর। 

পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। 

যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সম্পন্ন করবেন।

Join Group Join Group