নয়া GST নিয়ম কার্যকর হওয়ার ফলে অবিশ্বাস্য সস্তা হচ্ছে এইসব গাড়ি-বাইক, দেখে নিন তালিকা!

কেন্দ্রীয় সরকার পুরাতন GST নিয়ম পরিবর্তন করে নতুন GST কার্যকর করেছেন। এর ফলে আগের নিয়মের চার ধাপের GST কর পরিবর্তন হয়ে মাত্র দুই রকম GST কর কার্যকর করা হয়েছে। অর্থাৎ বর্তমানে ৫ এবং ১৮ শতাংশ জিএসটি কার্যকর রয়েছে। এর ফলে ২২শে সেপ্টেম্বর থেকে বিভিন্ন দ্রব্যের দাম অনেকটাই কমে গিয়েছে। এর ফলে বিভিন্ন মানুষের পকেটের চাপ অনেকটা কমতে চলেছে। অনেক ব্যক্তির মনে এই জিএসটি হার পরিবর্তন হওয়ার পরেই সবথেকে প্রশ্ন জাগছে গাড়ি এবং বাইক দাম কিরকম পরিবর্তন হলো? প্রত্যেকটি ব্যক্তির কাছে ব্যক্তিগত বাইক বা গাড়ি চালানোর একটা শখ থাকে। কিন্তু এতদিন পর্যন্ত বাইক এবং গাড়ির দাম অনেকটাই বেশি থাকায় অনেকের কেনার মধ্যে ইচ্ছা থাকলেও সাধ্য ছিল না। জিএসটি হারের পরিবর্তনের ফলে কোন গাড়িগুলো এবং কোন বাইকের দাম কত পরিবর্তন হলো তার তালিকা নিম্নে দিয়ে দেওয়া হলো। আপনার পছন্দ মতন গাড়ি বা বাইক মূল্য কত হয়েছে জিএসটি পরিবর্তনের পরে তা মিলিয়ে নিন এই তালিকা থেকে।

১) Mahindra সস্তা হতে পারে ১.৫৬ লাখ টাকা পর্যন্ত। দাম কমার ফলে কোন গাড়ির দাম কত হলো :-


Bolero Neo: 1.27 লাখ টাকা
XUV 3XO: 1.40 লাখ টাকা
Thar range 1.35 লাখ টাকা
Thar Roxx: 1.33 লাখ টাকা
Scorpio Classic: 1.01 লাখ
Scorpio N: 1.45 লাখ টাকা
XUV700: 1.43 লাখ টাকা

২) Tata Motors – 1.55 লাখ পর্যন্ত সস্তা হতে পারে।


Tiago: 75,000 টাকা
Tigor: Rs 80,000 টাকা
Altroz: Rs 1.10 লাখ
Punch: Rs 85,000 টাকা
Nexon: Rs 1.55 লাখ
Harrier: Rs 1.40 লাখ
Safari: Rs 1.45 লাখ
Curvv: Rs 65,000 টাকা

৩) Toyota – 3.49 লাখ টাকা পর্যন্ত সস্তা হতে পারে।


Fortuner: Rs 3.49 লাখ
Legender: Rs 3.34 লাখ
Hilux: Rs 2.52 লাখ
Vellfire: Rs 2.78 লাখ
Camry: Rs 1.01 লাখ
Innova Crysta: Rs 1.80 লাখ
Innova Hycross: Rs 1.15 লাখ
Other models: Up to Rs 1.11 লাখ

আরোও পড়ুন:- পোস্ট অফিসে ৫৬৫ টাকায় ১০ লক্ষ টাকার সুবিধা, কিভাবে কোন স্কিমে এই সুবিধা পাবেন।

৪) Hyundai – Up to Rs 2.4 লাখ টাকা পর্যন্ত সস্তা হতে পারে।


Grand i10 Nios: Rs 73,808 cut
Aura: Rs 78,465 cheaper
Exter: Rs 89,209 reduction
i20: Rs 98,053 cut (N-Line Rs 1.08 lakh)
Venue: Rs 1.23 lakh cut (N-Line Rs 1.19 lakh)
Verna: Rs 60,640 lower
Creta: Rs 72,145 cut (N-Line Rs 71,762)
Alcazar: Rs 75,376 cheaper
Tucson: Rs 2.4 lakh cut

৫) Maruti Suzuki – Up to Rs 2.25 লাখ পর্য়ন্ত সস্তা হতে পারে।


Alto K10: Rs 40,000 cheaper
WagonR: Rs 57,000 cut
Swift: Rs 58,000 cheaper
Dzire: Rs 61,000 lower
Baleno: Rs 60,000 cut
Fronx: Rs 68,000 cheaper
Brezza: Rs 78,000 cut
Eeco: Rs 51,000 cheaper
Ertiga: Rs 41,000 cut
Celerio: Rs 50,000 cheaper
S-Presso: Rs 38,000 cut
Ignis: Rs 52,000 cheaper
Jimny: Rs 1.14 lakh lower
XL6: Rs 35,000 cut
Invicto: Rs 2.25 lakh cut

৬) Kia – Up to Rs 4.48 লাখ পর্যন্ত সস্তা হতে পারে।


Sonet: Rs 1.64 lakh cheaper
Syros: Rs 1.86 lakh reduction
Seltos: Rs 75,372 cut
Carens: Rs 48,513 cheaper
Carens Clavis: Rs 78,674 cut
Carnival: Rs 4.48 lakh reduction

জি এস টি ৫ এবং ১৮% হয়ে যাওয়ায় বাইকের দাম ও অত্যন্ত সস্তা হয়ে যাবে।

Honda Two-Wheelers – 18,887 টাকা পর্যন্ত সস্তা হতে পারে। অন্যান্য মডেলগুলির দাম কমতে পারে। অন্যান্য মডেলগুলোর দাম হতে পারে :-
Activa 110: Rs 7,874 cheaper
Dio 110: Rs 7,157 off
Activa 125: Rs 8,259 cut
Dio 125: Rs 8,042 reduction
Shine 100: Rs 5,672 cheaper
Shine 100 DX: Rs 6,256 cut
Livo 110: Rs 7,165 lower
Shine 125: Rs 7,443 cut
SP125: Rs 8,447 off
CB125 Hornet: Rs 9,229 cheaper
Unicorn: Rs 9,948 cut
SP160: Rs 10,635 lower
Hornet 2.0: Rs 13,026 off
NX200: Rs 13,978 cheaper
CB350 H’ness: Rs 18,598 off
CB350RS: Rs 18,857 cut
CB350: Rs 18,887 cheaper

বর্তমানে বাইক এবং গাড়ির চাহিদা রয়েছে তুঙ্গে। জিএসটির হার পরিবর্তনের ফলে সবথেকে স্বস্তিতে রয়েছেন বাইক এবং গাড়ি ক্রেতারা। যাদের এতদিন ধরে গাড়ি বা বাইক কিনবেন বলে ভাবছিলেন। জিএসটি রেট নতুন করে কার্যকর হওয়ার ফলে তাদের অনেকটাই টাকা কম লাগবে নতুন গাড়ি বা বাইক ক্রয় করার জন্য।

Join Group Join Group