কৃষক বন্ধু প্রকল্পে সুখবর! আজকেই সমস্ত কৃষকদের ব্যাংকে টাকা পাঠাবে রাজ্য। কত টাকা করে পাবেন চাষিরা দেখে নিন এক নজরে (krishak bandhu prakalpa 2025)

krishak bandhu prakalpa 2025ঃ এবার পুজোয় রয়েছে সুখবর। কৃষকদের সমস্ত ব্যাংক একাউন্টে ২০০০ টাকা বদলে ৫০০০ টাকা বড় সুখবর রইল পুজো উপলক্ষে। এ তো সামনেই রয়েছে বাঙালির সেরা মৌসুম দুর্গাপূজা আর তাকে কেন্দ্র করে রাজ্য সরকার রাজ্যের সমস্ত চাষীদের খুশি করানোর জন্য কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবে।আজকে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর এমন বড়সড়ো আপডেট এসেছে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য।  নতুন আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের এবার ২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা করে দেওয়া হবে। আগে যে সমস্ত কৃষকরা ২০০০ টাকা করে ভাতা পেতো তারা এখন পাঁচ হাজার টাকা করে পাবে, এই টাকা দেওয়ার জন্য সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কৃষকদের আরো দুটি সুসংবাদ এসেছে এবারের কিস্তি টাকা নিয়ে।

কৃষকদের ২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা পেতে গেলে কি কি করতে হবে সর্বোপরি এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে তাদের ব্যাংকে পাবে এই নিয়ে ঠিক কি আপডেট জানানো হয়েছে চলুন বিস্তারিত তথ্যসহ জেনে নিন।

২০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা দেওয়া শুরু হবে কৃষকদের ? 

বর্তমান নিয়ম অনুযায়ী কৃষক বন্ধুর প্রকল্পের সাথে যুক্ত চাষীদের যাদের একের চেয়ে কম জমি রয়েছে তাদেরকে ২০০০ টাকা করে এক এবং একটি কিস্তি দেওয়া হবে। এর ঐ পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমির এর চেয়ে বেশি রয়েছে, তারাই পাঁচ হাজার টাকা করে কিস্তি পাবেন।  যেহেতু কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছে পাঁচ বছর অলরেডি হয়ে গিয়েছে। এরই মধ্যে অনেক কৃষকের জমির সংযোজন হয়েছে। 

কৃষক বন্ধু প্রকল্পে কিস্তির টাকা কবে পাবেন ? 

 পুজোর আগে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট জানা গেল। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছে পুজোর আগেই টাকা আসতে পারে উপভোক্তার ব্যাংক একাউন্টে। রবি মৌসুমে যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলে তাদের টাকা দেওয়ার সময় ইতিমধ্যে চলে এসেছে। যারা খারিফ মুসলিমের কৃষক রয়েছেন তাদের টাকা ব্যাংক একাউন্টে এ মাসে আসবেনা তাদের টাকা দেওয়ার সময় এখনো হয়ে আসেনি।

Join Group Join Group