Top 4 Business Idea: ৪টি এমন বিজনেস আইডিয়া যা আপনার জীবন বদলে দিতে পারে ! নতুন ব্যবসার শুরুতে অবশ্যই দেখে নিন এই আইডিয়াগুলি

Top 4 Business Idea: আপনারা কি ভাবছেন নতুন ব্যবসা করবেন তবে হাতে আছে স্বল্প মাত্র পুঁজি তবে সেই পুঁজিকে কাজে লাগিয়েই আপনি সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন আজকের প্রতিবেদনে এমন চারটে গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যা আপনার জীবন ভরে দেবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা বেকারত্বের জেলায় এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে কাজের জন্য। তবে তাদের জন্যই আজকের এই প্রতিবেদনে আমি এমন কিছু টিপস দেব যেগুলি মেনে কাজ করলে আপনার ব্যবসায়ী সাফল্য আনতে পারবেন তাও কম পুঁজিতে। 

ফ্যাশান পোশাক রেডিমেডের ব্যবসা: পুজো পার্বণ হোক বা অনুষ্ঠান হাতে দুটো পয়সা আসলেই আমরা সবার প্রথম চিন্তা করি জামাকাপড় পোশাক-আশা কিনব আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়ার জন্য নতুন নতুন জামা প্যান্ট সকলেই পড়ে থাকে। আর সবসময় আমরা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন নতুন কালারফুল পোশাক। তাই এদিক-ওদিক ছুটতে থাকি কেনার জন্য যেখানে কম দাম পাব সেখান থেকেই কিনব তবে আমরা কেউ কিন্তু জানি না জামা প্যান্টের আসল মূল্য কত দোকানদার আমাদের যে মূল্যটাই দেখায় আমরা সেই মূল্যটাই তাকে দিয়ে জামাপ্যান্ট কিনি। 

এবার এই পণ্য আপনারা কোথা থেকে পাবেন ?

আপনাকে জামাপ্যান্ট কম দামি কেনার জন্য আপনার লোকালে কোথাও হার্ট বা বাজার দেখুন যেখান থেকে কন্টাকচুয়াল আপনি কম পয়সায় বেশ কিছু জামাকাপড় নিয়ে আসবেন বিশেষত মহিলাদের ওড়না চুরিদার ও বাচ্চাদের ড্রেস এগুলি কম দাম এবং সবথেকে বেশি বিক্রয় হয়ে থাকে। এবার আপনি সেই দোকানদারের সাথে এভাবে চুক্তি করবেন যে বিক্রয় করার পর যে সমস্ত পোশাক আশাক থাকবে সেগুলি আপনি তাকে পুনরায় দেবেন বিক্রয় করতে কেননা হাটেও পর্যন্ত এগুলো বিক্রয় হয় তো হার্টের থেকেই আপনি কিনছেন সে যদি আপনার সাথে এই চুক্তিতে একমত হয় তবে আপনি এই ব্যবসাটিতে সহজে লাভবান হবেন অনেকেই বর্তমানে ব্যবসা করছে ও তারা লাভবান হচ্ছে আর জামা কাপড় তো এমন একটি জিনিস যার দাম আমরা কেউই জানিনা। 

পাইপ লাইনের ব্যবসা: পাইপলাইন সম্পর্কে আমরা সকলেই পরিচিত। সবার বাড়িতেই জল নিকাশি ব্যবস্থার জন্য পাইপলাইনে রাস্তা তৈরি করা হয়। আর ঘরের উপর থেকে নিচে মোটরে কলের সাথে জল তোলার জন্য পাইপ ফিটিং এর ব্যবস্থা করা হয়। তাই এই ব্যবসায় আপনি সহজেই লাভবান করতে পারবেন। গ্রাম অঞ্চলে হোক কিংবা শহরে আপনি একটি ছোট দোকান ভাড়া করে যেখানে নলকূপের বিভিন্ন এলিমেন্ট নাট ওয়াসার এছাড়াও অন্যান্য সামগ্রী তুলে রাখবেন এবং লোকাল যে সমস্ত ওয়ার্কার রয়েছে পাইপ লাইনের সাথে যুক্ত হয়ে কাজ করে। তাদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে তারাই আপনাকে কাজ নিয়ে আসবে এবার আপনি যদি তাদের সাথে চুক্তি করেন আপনি প্রতিটি কাজের প্রতি তাকে কমিশন দেবেন তবে আপনি এই ব্যবসায় লাভবান হবেন। পাইপ ফিটিং পাইপলাইন এমন একটি ব্যবসা এর দাম আমরা জানিনা তাই এই ব্যবসায় আপনি আপনার কাস্টমারের কাছ থেকে নিজের ইচ্ছামত বিল ধরিয়ে দিতে পারেন।

মুরগি পোল্টি ফার্ম: আপনার বাড়িতে যদি একটু বেশি জায়গা থাকে তবে আপনি চিকেন ফার্ম খুলে ব্যবসা করতে পারেন এতে আপনার জায়গা থাকবে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আপনি একটা ফার্ম তৈরি করতে পারেন মুরগী রাখার জায়গা তৈরি করতে পারেন এবার কোম্পানির সাথে কন্টাক করবেন চিকেন কোম্পানি এসে আপনাকে ছোট ছোট বাচ্চা মুরগি দিয়ে যাবে। এবার তার খাবার ও ট্রিটমেন্টের জন্য কোম্পানির লোক আপনার ফার্মে আসবে আপনি শুধুমাত্র স্টাফ রাখবেন ওই ফার্মটিকে দেখাশোনা করার জন্য। ছয় মাস পর আপনার মুরগি যখন বড় হবে আপনাকে বাজার যা কেজি ওজনে বিক্রি হয় ঠিক সেই দামেই কোম্পানি আপনার কাছ থেকে আপনার চিকেন নিয়ে যাবে। এতে আপনি সহজেই লাভবান হতে পারবেন।

পুকুরে মাছ চাষের ব্যবসাঃ এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী এলাকায় একটা পুকুর লিজ নিতে হবে এবার আপনি সেই পুকুরটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সেখানে কিছু চারা মাছ ছাড়বেন। চার আমার চাষ করার পর সেটি কি আপনি বাজারে রপ্তানি করতে পারবেন এবং সেখান থেকে ভালো মানের টাকা উপার্জন করতে পারবেন। তবে পুকুরে মাছ চাষ করার জন্য আপনাকে এমন একটি জায়গা বেছে নিতে হবে যেমন রেললাইনের ধারে যদি কোন পুকুর পান অথবা হাইরোডের ধারে কোন কুকুর পান সেক্ষেত্রে মাঝরা দ্রুত বড় হয়। কারণ যত বেশি আওয়াজ হবে মাছেরা ভয়ে এদিক ওদিকে ছুটাছুটি করে জলাশয় এর ফলে মাছের আকৃতি বাড়তে থাকে দ্রুত গতিতে। মাছ চাষের জন্য আপনাকে উপযুক্ত জল সরবরাহ দিতে হবে প্রতিদিন দেখাশোনা করতে হবে যতদিন না মাছ পর্যাপ্ত পরিমাণ বড় হচ্ছে। বাজারে বিক্রয় করার মত। 

তাহলে আমি আপনাদেরকে উপরে চারটি এমন বিজনেস আইডিয়া দিলাম যাতে আপনি সহজেই লাভবান হবেন কম খরচে ভালো পরিমানে ব্যবসার আরো ভালো ভালো টিপ নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ধন্যবাদ।

Join Group Join Group