পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট ২০২৫ আপডেট। পোস্ট অফিসে বছরে ১০,০০০ টাকা ডিপোজিট করলে কত সুখ পাবেন (post office fixed deposit interest rate)

post office fixed deposit interest rate: আজকের এই প্রতিবেদনে আমরা জানবো পোস্ট অফিসে এক বছরের জন্য ১০ হাজার টাকা ডিপোজিট করলে কত টাকা সুদ পাবেন, এবং মেয়াদ পূর্ণ হলে কত টাকা রিটার্ন পাবেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যদি ব্যাংকে ফিক্স ডিপোজিট সিস্টেম থাকে তবে আমরা পোস্ট অফিসে কেন ফিক্স ডিপোজিট করব। পোস্ট অফিস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটোই সরকারি সংস্থা তবে আমাদের পরিশ্রমের উপার্জন করা টাকা আমরা কোথায় ইউজ করব ! পোস্ট অফিসের ফিক্স ডিপোজিটে নাকি স্টেট ব্যাংকের ফিক্স ডিপোজিতে। 

যখনই কথা উঠে ইনভেস্টমেন্টের ওপর তখনই আমাদের মনে প্রশ্ন ওঠে আমাদের উপার্জন করা টাকাটা কি সুরক্ষিত থাকবে! এতে পোস্ট অফিসে ফিক্স ডিপোজিট করলে ১০০% গ্যারান্টি থাকে আপনার টাকাটি সুরক্ষিত থাকবে। কেননা পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের একটি সরকারি সংস্থা, এখানে আপনি আপনার উপার্জনের টাকা রাখতে পারেন সরকারের গ্যারান্টি নেই। আপনি যদি ১০ হাজার টাকা রাখেন অথবা ১০ লাখ টাকা রাখেন আপনার সুদ এবং আসল দুটোই সুরক্ষিত থাকে। পোস্ট অফিসের মত সুরক্ষিত আপনার ভারতবর্ষে কোন ব্যাংক দিতে পারবেনা। 

তবে ব্যাংক ডিপোজিট সুরক্ষিত থাকে অর্থাৎ ভালো সিকিউরিটি দেয় তবে এখানে ছোট একটা সমস্যা আছে ব্যাংকে আপনার টাকা গুলোকে DICGC নামক একটি সংস্থা ইনসিওর করে রাখে অর্থাৎ যদি ব্যাংক কখনো লসে চলে অথবা ব্যাংক দেওয়ালিয়া হয়ে যায়। তবে আপনি সর্বাপেক্ষা ৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে আপনি যদি শুধু সুরক্ষাকে এই প্রাধান্য দিয়ে থাকেন আপনার জন্য একটা কোন কিছু গুরুত্বপূর্ণ নয় তবে আপনি আপনার জমানো পরিশ্রমের টাকাগুলিকে পোস্ট অফিসেই ফিক্সড ডিপোজিট করে রাখুন। 

পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুবিধা 

পোস্ট অফিস তিন মাস পর পর সুদ দেয় আপনার জমানো অর্থ উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পোস্ট অফিসের সুদ অন্যান্য বড় ব্যাংক থেকে একটু ভালোই হয়ে থাকে।  পোস্ট অফিসে তারাই ভালো সুবিধা পাবে ইনভেস্টমেন্টে যারা লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখে নিজের জমানো অর্থকে।

পোস্ট অফিসে ১ বছরের ফিক্সড ডিপোজিটে৬.৯% রিটার্ন দেয়
পোস্ট অফিসে ২ বছরের ফিক্সড ডিপোজিটে৭.০% রিটার্ন দেয়
পোস্ট অফিসে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে৭.১% রিটার্ন দেয়
পোস্ট অফিসে ৪ বছরের ফিক্সড ডিপোজিটে৭.৫% রিটার্ন দেয়

ডিপোজিটের কথা আসলে আমরা প্রথমে স্টেট ব্যাংক ও পোস্ট অফিস এ দুটোর কথা চিন্তা করি। তবে দুটোর মধ্যে একটু সুদ ও আসল রিটার্নের মধ্যে একটু পার্থক্য রয়েছে আসুন সেগুলো প্রথমে জেনে নিই!

সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী স্টেট ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের তুলনামূলক আলোচনা

বছরপোস্ট অফিসস্টেট ব্যাংকপোস্ট অফিসে লাভ
১ বছরের ফিক্সড ডিপোজিটে৬.৯%৬.২৫%০.৬৫%
২ বছরের ফিক্সড ডিপোজিটে৭.০০%৬.৪৫%০.৫৫%
৩ বছরের ফিক্সড ডিপোজিটে৭.১%৬.৩০%০.৮০%
৫ বছরের ফিক্সড ডিপোজিটে৭.৫%৬.০৫%১.৪৫%

তাহলে সব ক্ষেত্রে ফিক্স ডিপোজিট করতে গেলে আপনারা পোস্ট অফিস খেয়ে বেছে নেবেন উপরে দেওয়া কারণগুলি অনুযায়ী পোস্ট অফিস অন্যান্য ব্যাংক ও সংস্থাগুলি তুলনায় বেশি পরিমাণে রিটার্ন দিয়ে থাকে এবং এর সিকিউরিটি অন্যান্য ব্যাংক ও সংস্থাগুলি তুলনায় বেশি সরকার আপনার টাকাকে সুরক্ষিত রাখবে এবং আপনার রিটার্ন ওষুধ একসাথে ভালোভাবে পেয়ে যাবেন।

সিনিয়ার সিটিজেন দের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পোস্ট অফিসে আলাদা রকম সুবিধা রয়েছে তবে এক্ষেত্রে বিটেশন করলে দেখা যায় সিনিয়র সিটিজেনদের জন্য ভালো চিন্তা ভাবনা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্ষেত্রে পোস্ট অফিস সবার জন্য একই ইন্টারেস্ট সুবিধা প্রদান করে তবে এসবিআই এদিক থেকে একটু এগিয়ে আছে।

সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী সিনিয়র সিটিজেনদের জন্য স্টেট ব্যাংকের সাথে পোস্ট অফিসের সুদের তুলনা

বছরপোস্ট অফিসস্টেট ব্যাংক লাভ
১ বছরের ফিক্সড ডিপোজিটে৬.৯০%৬.৭৫%০.২৫% পোস্ট অফিস
২ বছরের ফিক্সড ডিপোজিটে৭.০০%৬.৯৫%০.০৫% পোস্ট অফিস
৩ বছরের ফিক্সড ডিপোজিটে৭.১%৭.২৫%০.১৫% স্টেট ব্যাংক
৫ বছরের ফিক্সড ডিপোজিটে৭.৫%৭.৫০%০%

শুধুমাত্র সুদ ও সিকিউরিটি সব কিছু না এছাড়া আরো কিছু জিনিস আছে যেগুলি সম্পর্কে আমাদের জানতে হবে পোস্ট অফিস আপনাকে শুধুমাত্র ১বছর, ২বছর, ৩বছর, ৫বছরের জন্য ফিক্স ডিপোজিট করার সুবিধা প্রদান করে এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাকে ৭ দিন থেকে শুরু করে দশ সাল পর্যন্ত যেকোনো সময়ে বিনা বিধিতে ফিক্স ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে। এই সমস্ত দিক বিচার করলে এই সমস্ত দিক বিচার করলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পোস্ট অফিস থেকে একটু এগিয়ে আছে। এবার যদি আপনি ভাবছেন তিন মাসে আপনাকে সুধের টাকা তুলতে হবে ফিক্স ডিপোজিট করার পরেও তবে আপনি পোস্ট অফিস থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেননা কেননা পোস্ট অফিস আপনাকে বছরের শেষে সুদ দেবে এক্ষেত্রে স্টেট ব্যাংক আপনাকে এই সুবিধা প্রদান করবে। 


অনলাইন সার্ভিসে দিক থেকে স্টেট ব্যাংক অনেকটাই এগিয়ে স্টেট ব্যাংকের একটি নিজস্ব অ্যাপ আছে যার সাহায্যে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সের টাকা চেক করতে পারবেন পেমেন্ট করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন ও অন্যান্য ধরনের কাজগুলি আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন অ্যাপটির নাম হল SBI UNO প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে পোস্ট অফিস থেকে এমন কোন অনলাইন একটিভ প্রক্রিয়া চালু করেনি ধীরে ধীরে পোস্ট অফিসে অনলাইনে চলে আসবে এখন এই ধরনের স্মুথ সার্ভিসিং এর জন্য আপনাকে স্টেট ব্যাংকের উপরে নির্ভর করতে হবে। 

Join Group Join Group