ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ ২০২৫: দশম ও দ্বাদশ পাশে একাধিক পদে আবেদনের সুযোগ!

আপনার কি স্বপ্ন রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার? তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি ভারতীয় সেনা হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক থাকেন তাহলে এ প্রতিবেদনটি পড়ে আবেদন করুন। এই প্রতিবেদনে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দশম বা দ্বাদশ পাস করলেই আপনি ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। 

শূন্য পদের সংখ্যা:- ১৯৪ 

কোন কোন পদে নিয়োগ করা হবে:- ১৯৪টি গ্রুপ সি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। 

পদ অনুযায়ী শূন্য পদে শ্রেণীবিন্যাস হলো

১) লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি)১৪ জন
২) অগ্নিনির্বাপক৪ জন
৩) যানবাহন মেকানিক (এসিভি), উচ্চ দক্ষ-II৪ জন
৪) ফিটার (দক্ষ)৩ জন
৫) ওয়েল্ডার (দক্ষ)৩ জন
৬) ট্রেডসম্যান মেট২৫ জন
৭) ধোপা২ জন

আপনি কোন পদের জন্য এপ্লাই করতে ইচ্ছুক সেটা ভালো করে দেখে নিয়ে তারপরে সে পদের জন্য উপযুক্ত শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন।

বয়স সীমা:- আবেদন করার বয়স হচ্ছে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। ওবিসি ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ৩ বছর এবং তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা:- কারিগরি এবং অকারিগরি বিভাগে নিয়োগ করা হচ্ছে। দশম শ্রেণী পাস করলে ও কারিগরি বিভাগে আবেদন করতে পারবেন এবং দ্বাদশ শ্রেণী পাস করলে কারিগরি বিভাগে আবেদন করতে পারবেন। আপনি কোন বিভাগে আবেদন করতে ইচ্ছুক সেই বিভাগের আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি ভালো করে অফিসিয়াল ওয়েবসাইট পড়ে দেখে নিয়ে তবেই আবেদন করবেন। 

আরোও পড়ুন:- এখন থেকে গাড়ির জ্বালানিতে পেট্রোলের সাথে মিশবে এই পদার্থ, কতটা ক্ষতি হতে পারে আপনার গাড়ির?

বেতন স্কেল:- প্রতি মাসে ৫,২০০ – ২০,২০০ টাকা দেওয়া হবে এছাড়া গ্রেড অনুযায়ী বিভিন্ন ভাতাও দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হলে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনকারীকে। এরপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করে হোমপেজে থাকা আবেদনপত্র সঠিকভাবে সমস্ত ডিটেলস সহ পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। আবেদন মূল্যের কপি প্রিন্ট আউট করে রেখে দেবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য। 

নিয়োগ প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা এবং দক্ষতা বা ট্রেড পরীক্ষা নেওয়া হবে। যেহেতু কারিগরি এবং অকারিগরি বিভাগে নিয়োগ করা হবে তাই পদ ভিত্তিক নিয়োগ পরীক্ষা হবে। এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

আবেদনের সময়সীমা:- আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ঠা অক্টোবর থেকে এবং চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। অনেকেরই স্বপ্ন থাকে দেশের জন্য কাজ করার, আপনার সেই ইচ্ছা পূরণ হতে পারে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে। এজন্য আগ্রহী প্রার্থীরা অবশ্যই সঠিকভাবে আবেদন পত্র পূরণ করে সাবমিট করবেন, প্রয়োজন হলে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন।

Join Group Join Group