আপনি কি একটি ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক পদে অনেক কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন ছেলেমেয়েরা। নিযুক্তদের নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির অধীনে কাজ করতে হবে। আপনি যদি এমন একটি চাকরির খোঁজ করে থাকেন তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। এই প্রতিবেদনে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (ডব্লিউবিএমএসসি)।
শূন্য পদের সংখ্যা: শূন্য পদ রয়েছে 15 টি।
কোন কোন পদে নিয়োগ করা হবে: একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কোন একটি পদে আবেদন করার সুযোগ পাবেন।
ডব্লিউবিএমএসসি-র তরফে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইনস্পেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইনস্পেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার এবং ড্রাফটসম্যান পদে।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অন্যান্য পদগুলোর জন্য ভিন্ন শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন রয়েছে। কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা বিস্তারিত জানার জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই পদের জন্যই আবেদন করতে পারবেন।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ৪০ বছরের কম হতে হবে। অর্থাৎ ২১ বছর বয়স থেকে ৪০ বছরের বয়সের মধ্যে হলেই আবেদনকারীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য নির্দিষ্ট বয়স অনুযায়ী ছাড় দেওয়া হবে। ক্যাটাগরি ভিত্তিক কোন শ্রেণীদের জন্য কত বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে তা জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
আরোও পড়ুন: SSC কনস্টেবল নিয়োগ ২০২৫: একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন পদ্ধতি।
বেতন স্কেল: পদ অনুযায়ী, বেতন কাঠামো ভিন্ন রকম রয়েছে। সর্বনিম্ন বেতন ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। যদি আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে প্রথমে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করুন। এরপর আবেদনপত্রের পূরণ করার পরে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন, এর পাশাপাশি আপনার ছবি এবং সাইন স্ক্যান করে আপলোড করুন। সর্বশেষে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আবেদন মূল্য জমা দেওয়া হলে কি রিসিভ কপি পাবেন সেটি প্রিন্ট আউট করে নিজের কাছে সংরক্ষণ করুন কারণ এটি ভবিষ্যতে রেফারেন্স এর জন্য কাজে লাগবে।
আবেদন মূল্য: সংরক্ষিত শ্রেণীদের জন্য আমাদের মূল রয়েছে 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীদের জন্য আবেদন মূল্য রয়েছে ২০০ টাকা। আবেদন মূল্য জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং ইউপিআই মাধ্যমে।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন হচ্ছে ৩১ শে অক্টোবর। আগ্রহী প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।