২০২৫ সালে কোন ল্যাপটপ কিনবেন: আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং কম পয়সায় ভালো ল্যাপটপ খুঁজছেন তবে এই মুহূর্তে অর্থাৎ 2025 সেপ্টেম্বর মাস এখন আপনারা এমাজন অথবা flipkart এ বিগ বিলিয়ন বিল অফার চলছে যেখানে আপনারা ভালো ভালো গেজেট কম দামে পেয়ে যাবেন মোবাইল ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলিকে কম দামে কেনার সুযোগ দেবে।
স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে আলোচনা করব আজকে এই প্রতিবেদনে, তবে বাছাই করে আপনাকে ল্যাপটপ কিনতে হবে ফ্লিপকার্ট বা আমাজনে এমন অনেক ল্যাপটপ রয়েছে যা কম দামে কিন্তু আপনি বেশিদিন সেটাকে ব্যবহার করতে পারবেন না বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যু আসবে সেই ল্যাপটপগুলিতে এর জন্য কেনার আগে দেখে নিন কোন ল্যাপটপটি কিনলে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন ও শিখতে পারবেন কাজ।
ASUS Vivobook 15: এই ল্যাপটপটি কম দামে বেশ ভালো লং টাইম ব্যবহার করা যাবে ল্যাপটপটিতে রয়েছে মাইক্রোসফট অফিস + M365 Basic, I3 Processor 8GB RAM ও 513 SSD Windows 11 Home যা একজন স্টুডেন্টকে কম দামে ভালো কোয়ালিটির ল্যাপটপের অনুভূতি দেবে আপনি যদি এই ল্যাপটপটি কেনেন তবে অনলাইনে এর দাম রাখা হয়েছে 32,989/- টাকা। আপনারা যদি Ram একটু বাড়িয়ে নেন তবে দাম কিন্তু একটু বেশি পড়বে কেনার সময় সেটা দেখে নেবেন।
HP 15 (2024) AMD Ryzen 3: এই মডেলের ল্যাপটপ টি বেশ ভালো এবং উন্নত মানের এতে আপনি পাবেন 8GB Ram 512GB SSD + Windows 11 এটি স্টুডেন্টদের জন্য বেশ ভালো হবে কারণ এই ল্যাপটপটিতেও আপনারা মাইক্রোসফট অফিস, প্রজেক্ট তৈরির জন্য পাওয়ার পয়েন্ট, একজন ইউটিউবার যদি ভালো মানের ভিডিও এডিট করতে চাই তবে এই ল্যাপটপটি ভিডিও এডিটিং এর সহায়তা করবে Screen- 15.5inc, সিলভার কালারের এই ল্যাপটপটি আপনারা পাবেন 30,989/- ফ্লিপকার্ট এবং আমাজনে স্পেশাল অফার সহ পেয়ে যাবেন।
HP MSO 2024: বর্তমানে আমি এই ল্যাপটপটি ব্যবহার করছি। আমি একজন ইউটিউব কনটেন্টকে তার আমার ইউটিউবের ভিডিও এডিটিং এছাড়াও যাবতীয় কাজের জন্য আমি এই ল্যাপটপটায় ওপর নির্ভরশীল বিগত দুই বছর ধরে এই ল্যাপটপটি ব্যবহার করছি ল্যাপটপে কোন সমস্যা হয়নি। এই ল্যাপটপটিতে আপনারা পাবেন Intel Core I3 Processor, 16GB RAM ও 512 SSD ল্যাপটপটির ওজন 1.59KG Natural Silver Colour এর স্কিন 15.6 Inch মাইক্রোসফট অফিস সহ এই ল্যাপটপটি পেয়ে যাবেন 37,689/- টাকাতে amazon flipkart এ বিগ বিলিয়ন ডিলে স্পেশাল অফার যুক্ত হয়ে।
২০২৫ সালের গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন ল্যাপটপটি ভালো ! গ্রাফিক ডিজাইনের জন্য সেরা ল্যাপটপ কোনটি
বন্ধুরা তোমরা কি ২০২৫ সালে গ্রাফিক ডিজাইন শুরু করেছো নাকি আগে থেকে গ্রাফিক ডিজাইন কর অথবা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাও, তবে এখনো কনফিউজ রয়েছেন কোন ল্যাপটপটি কিনবেন ! ভালো মানের ল্যাপটপ না কিনতে পারলে আপনি কিন্তু এই কাজগুলি করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন বাজারে এমন অনেক ধরনের ল্যাপটপ আছে যেগুলির বাজার মূল্য অনেক বেশি কিন্তু কাজ অতটা ভালো হয়না। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাকে আপনার কাজের জন্য বেস্ট ল্যাপটপের সম্পর্কে জানিয়ে দেবো যেটি কিনলে আপনি এই সমস্ত কাজগুলি সহজ সরল ভাবে করতে পারবেন তাও আপনার বাজেটের মধ্যে।
গ্রাফিক ডিজাইনের জন্য ল্যাপটপের ক্ষমতাঃ এই সমস্ত কাজ করার জন্য আপনাকে ভালো মানের ল্যাপটপ কিনতে হবে যে ল্যাপটপটিতে Intel I5 12th Gen বা AMD Ryzen 5 5000 সিরিজ এবং গ্রাফিক্স কার্ড- Dedicated GPU – NVIDIA GTX 1650 বা তার উপরে হলে ভালো হয়। এই ল্যাপটপটিতে RAM থাকতে হবে অত্যন্ত 16 GB যাতে ফটোশপ ও elestator মুথলি কাজ করে, SSD থাকতে হবে 512GB যাতে কাজের ফাইল দ্রুত লোড হয়। এই সমস্ত কাজ করার জন্য ল্যাপটপের ডিসপ্লে হতে হবে মিনিমাম 100 SRGB কভারেজ কারণ কালার একুরেন্সি খুবই জরুরী গ্রাফিক ডিজাইনের জন্য।