Bank Minimum Balance Rule – নতুন নিয়ম করা হলো SBI, PNB এবং HDFC ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের জন্য! এখন থেকে ব্যাংকে মিনিমাম ব্যালেন্স ১০,০০০ টাকা

ব্যাংকের অ্যাকাউন্টধারীদের জন্য বড়োসড় ধাক্কা! এবার থেকে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে ১০ হাজার টাকা। এস বি আই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এইচডিএফসি  ইত্যাদি ভারতের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা রাখার ঘোষণা করলেন। 

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব সেভিংস একাউন্ট থাকে। কিন্তু আপনি জানেন কি সম্প্রতি বিভিন্ন ব্যাংক গুলিতে ন্যূনতম ব্যালেন্স রেট পরিবর্তন করা হয়েছে। আপনি যদি এটা না জেনে থাকেন তাহলে এ প্রতিবেদনটি  থেকে ভারতের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর বর্তমান অন্যান্যতম ব্যালেন্স রেট কত তা জানতে আপনাকে সাহায্য করবে। কারণ আপনি যদি ব্যাংকের নিয়ম নীতি অনুযায়ী আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখেন তাহলে আপনার ব্যাংকিং একাউন্ট অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। এজন্য ব্যাংকের নিয়ম নীতি সম্পর্কে আপনাকে অবগত থাকা অবশ্যই উচিত। 

ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক যেমন ICICI, সম্প্রতি তার সঞ্চয় অ্যাকাউন্টধারীদের জন্য নূন্যতম গড় মাসিক ব্যালেন্সের সংশোধন করেছে। এই ব্যাংকটি পহেলা আগস্ট ২০২৫ থেকে নতুন একাউন্ট ব্যবহারকারীদের জন্য নূন্যতম গড় মাসিক ব্যালেন্স ৫০,০০০ করেছিল তবে, গ্রাহকদের তীব্র বিরোধিতার পরে তা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে মহানগর এবং ষড় অঞ্চলের নতুন একাউন্ট গ্রাহকদের জন্য ১৫ হাজার টাকা   নির্ধারণ করা হয়েছে গড় মাসিক ব্যালেন্স। 

 নয়া নিয়ম অনুযায়ী অঞ্চলভিত্তিক ন্যূনতম ব্যালেন্সের হার 

ব্যাংকের সংশোধিত নীতি অনুসারে, বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন ন্যূনতম ব্যালেন্স রেট পরিবর্তন করা হয়েছে।   মহানগর এবং শহরাঞ্চলে নতুন অ্যাকাউন্টধারীদের গড় মাসিক ব্যালেন্স ১৫,০০০ টাকা বজায় রাখতে হবে। অর্থাৎ আপনার সেভিংস একাউন্টে ন্যূনতম ১৫ হাজার টাকা রাখতে হবে। আধা-শহরাঞ্চলের জন্য এই সীমা ৭,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং গ্রামাঞ্চলের জন্য ২,৫০০ নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম কার্যকর হবে শুধুমাত্র ১ আগস্ট, ২০২৫ এর পরে খোলা নতুন অ্যাকাউন্টধারীদেরক্ষেত্রে। 

আরোও পড়ুন:- নিজের এলাকায় ATM বসিয়ে মাসে আয় করুন 60,000 টাকার মতন। জানুন আরও বিস্তারিত তথ্য।

পুরাতন অ্যাকাউন্টধারীদের জন্য ন্যূনতম ব্যালেন্স রেট

১ আগস্ট, ২০২৫ এর আগে যে সমস্ত গ্রাহক অ্যাকাউন্ট খুলেছিলেন, তাদের জন্য পুরনো পদ্ধতিতেই ন্যূনতম ব্যালেন্স কার্যকর করা হবে। এই ক্ষেত্রে অ্যাকাউন্টধারীদের শহরাঞ্চলে গড়ে মাসিক ব্যালেন্স ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে ৫,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। পুরনো অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য আগের নিয়ম রাখার ফলে পুরনো একাউন্ট ব্যবহারকারীরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। 

ন্যূনতম ব্যালেন্স না থাকলে কি হবে: ন্যূনতম ব্যালেন্স যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে না থাকে, তাহলে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মাসিক একটা জরিমানা দিতে হবে। এই জরিমানা নির্ধারণ করা হবে আপনার মাসিক ব্যালেন্সের ঘাটতি 6 শতাংশ বা 500 টাকা। 

এছাড়া নগদ টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও নতুন একটি নিয়ম কার্যকর করা হয়েছে সেটা হল গ্রাহকরা এখন মাসে মাত্র তিনবার বিনামূলক নগদ টাকা জমা করতে পারবেন। তিনবারের পর থেকে কথা চতুর্থ বার থেকে ১৫০ টাকা এক্সট্রা চার্জ নেওয়া হবে। 

ব্যাংকের এই নতুন নিয়ম নীতি কার্যকর করার ফলে সাধারণ মানুষ অনেকেই এটি সমালোচনা করেছেন। কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষের বেশিরভাগ মানুষ নিম্ন ও মধ্যবিত্ত সম্প্রদায়ের। এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেভিংস একাউন্টে এত টাকা রাখা কখনোই সম্ভবপর নয়। কারণ ভারতবর্ষের এখনো বেশিরভাগ পরিবারের মাসিক আয় ১৫ থেকে ২৫ হাজারের মধ্যে। এইজন্য এতটা পরিমাণ ন্যূনতম ব্যালেন্স সেভিংস একাউন্টে রাখার যে নিয়ম নীতি চালু করা হয়েছে নতুন অ্যাকাউন্টধারীদের জন্য, এটার ব্যাপক সমালোচনা করা হচ্ছে সাধারণ জনমহলে। তবে পুরনো অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য যেহেতু আগের নিয়ম জারি রাখা হয়েছে তার জন্য কিছুটা স্বস্তি পেয়েছেন পুরনো অ্যাকাউন্ট ব্যবহারকারীরা।

Join Group Join Group