এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটি হচ্ছে সবথেকে বড় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বর্তমানে সব থেকে বেশি সংখ্যক গ্রাহক রয়েছে এই ব্যাংকে। এসবিআই বর্তমানে বিভিন্ন রকম পেনশন স্কিম এনেছেন, যেগুলোতে আপনি বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাবেন এবং বয়স্কদের জন্য অনেক বেশি সুদে আপনি রিটার্ন পাওয়ার সুবিধা পেয়ে যাবেন। প্রত্যেকটি ব্যক্তি তার আয়ের এর থেকে অংশ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন যার মাধ্যমে মেয়াদ পূরণ হলে সুদ সমেত এটি লাভজনক রিটার্ন পাওয়া যায়। তবে আপনি যখন কোন প্রতিষ্ঠানে এবার ব্যাংকে টাকা বিনিয়োগ করবেন বা ইনভেস্ট করবেন তখন সবসময় লক্ষ্য রাখবেন এটা নিশ্চিত রিটার্ন দিচ্ছে কিনা এবং আপনার বিনিয়োগের কত শতাংশ দেওয়া হচ্ছে। এই দুটি জিনিস ওগো নির্ভর করে বিনিয়োগ করা উচিত। আজকের এই প্রতিবেদনের ২০২৫ সালে ভারতের পাঁচ বছরের জন্য সেরা এসবিআই পেনশন স্কিম সম্পর্কে আলোচনা করা হবে। প্রতিবেদনটি পড়ে আপনি বিনিয়োগ সংক্রান্ত অনেক ধারণা পাবেন যেটি আপনার বিনিয়োগের জন্য অনেক কাজে লাগবে।
২০২৫ সালে ভারতে ৫ বছরের জন্য সেরা এসবিআই পেনশন পরিকল্পনা :-
এসবিআই লাইফ পেনশন প্ল্যান, বিনিয়োগে বয়স, প্রিমিয়াম পরিশোধের মেয়াদ (PPT) পলিসির মেয়াদ (PT) এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো হলো।
ভারতের সেরা পাঁচটি এসবিআই পেনশন পরিকল্পনা হল:
১) এসবিআই লাইফ – সরল পেনশন
২) এসবিআই লাইফ – স্মার্ট অ্যানুইটি প্লাস
৩) এসবিআই লাইফ – রিটায়ার স্মার্ট প্লাস
৪) এসবিআই লাইফ – রিটায়ার স্মার্ট
৫) জাতীয় পেনশন সিস্টেম (NPS)-এ SBI-এর নিজস্ব প্ল্যান।
এই পরিকল্পনাগুলি আপনার অবসর গ্রহণের পর আপনাকে নিশ্চিত নিয়মিত আয়, বিনিয়োগের বিকল্প এবং বাজারের সাথে যুক্ত নিশ্চিত রিটার্ন সরবরাহ করে, যার মাধ্যমে আপনার অবসরকালীন জীবন সুরক্ষিত থাকে।
১) এসবিআই লাইফ – সরল পেনশন: এসবিআই লাইফ – সরল পেনশন হলো এসবিআই লাইফ ইন্স্যুরেন্স দ্বারা অনুমোদিত একটি এককালীন প্রিমিয়াম ভিত্তিক, নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং ইমিডিয়েট অ্যানুইটি স্কিম যা আপনাকে অবসরকালীন একটি নিশ্চিত গ্যারান্টি সহ রিটার্ন প্রদান করে। এই পেনশন স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে নিয়মিত আয়ের ব্যবস্থা পাবেন আপনি। এই পরিকল্পনে আপনি একবার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে জীবনভর নির্দিষ্ট সময় ধরে নিয়মিত পেনশন পাবেন। নন-লিঙ্কড হওয়ার কারণে আপনার অর্থ স্টক বা শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় না, যা ঝুঁকির পরিমাণ কমিয়ে দেয়। আপনার বিনিয়োগ করা অর্থ আপনি মেয়াদ শেষে রিটার্ন পাবেন যার মাধ্যমে আপনি একটা আর্থিক নিশ্চয়তা পেয়ে থাকেন এই পরিকল্পনার মাধ্যমে।
অবসর গ্রহণের পর আপনি যদি প্রত্যেক মাসের নিশ্চিত আয় পেতে ইচ্ছুক থাকেন তাহলে এই প্ল্যানটি আপনি মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন।
আরোও পড়ুন: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার ওয়েবসাইট হঠাৎ বন্ধ, আতঙ্কিত নাসার বিজ্ঞানীরা
২) এসবিআই লাইফ – স্মার্ট অ্যানুইটি প্লাস: এই প্ল্যানটি হল একটি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স-এর পেনশন প্ল্যান। এই প্ল্যানটিতে বিনিয়োগ করলে আপনি এককালীন বিনিয়োগ করলে জীবনব্যাপী নিশ্চিত আয়ের সুযোগ পাবেন। এটিও একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং ইমিডিয়েট অ্যানুইটি প্রোডাক্ট। আপনাকে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা প্রদান করবে এই পেনশন প্ল্যান।
৩) এসবিআই লাইফ – রিটায়ার স্মার্ট প্লাস: এসবিআই লাইফ – রিটায়ার স্মার্ট প্লাস একটি (ইউনিট-লিঙ্কড) অর্থাৎ আপনার প্রিমিয়াম অন্যান্য তহবিলে বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে আপনার বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। এই প্ল্যানটিতে নিয়োগ করলে আপনি জীবন বীমা কভারেজ পাওয়ার সুবিধা পাবেন। অর্থাৎ আপনার মৃত্যুর পরে আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া হবে। পলিসের মেয়াদকাল পর্যন্ত আপনি তহবিলের মধ্যে আপনার বিনিয়োগ সুইচ করার সুবিধা পাবেন। এই প্ল্যানটিতে বিনিয়োগ করলে আপনি কর ছাড়ের সুবিধা পাবেন। এই প্লানটিতে বিনিয়োগ করলে আপনার অবসর পরবর্তী জীবন আর্থিকভাবে সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় থাকবে।
৪) এসবিআই লাইফ – রিটায়ার স্মার্ট: এই পেনশন প্ল্যানফ ইউনিট লিঙ্কড সুবিধা পাওয়া যায়, অর্থাৎ আপনার প্রিমিয়াম বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা হয় যার মাধ্যমে আপনার সঞ্চয় বৃদ্ধি পায়। অবশ্য জীবন সুরক্ষিত করার জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় আপনি নিশ্চিত আয় পেতে পারবেন। একাধিক তহবিল বিকল্প বিছে নেওয়ার অসুবিধা রয়েছে যার মাধ্যমে এটি ঝুঁকি হীন নিশ্চিত রিটার্ন প্রদান করে। একইসঙ্গে এই প্ল্যান জীবন বীমা কভারেজ প্রদান করে যার মাধ্যমে আপনার মৃত্যুর পরে আপনার পরিবার আর্থিক সুরক্ষা পাবে।
৫) জাতীয় পেনশন সিস্টেম (NPS)-এ SBI-এর প্ল্যান: SBI সরাসরি কোনো NPS প্ল্যান অফার করে না, বরং তারা NPS-এর একটি পেনশন ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করে থাকে। আপনি SBI Pension Funds-এর মাধ্যমে আপনি NPS-এ বিনিয়োগ করতে পারেন। এটি একটি বাজার-সংযুক্ত, অর্থাৎ আপনার প্রিমিয়াম বিভন্ন তহবিলের বিনিয়োগ করার সুবিধা রয়েছে ফলে আপনার সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। নিশ্চিত স্থিতিশীল রিটার্ন এবং কর সুবিধা পাবেন। এটি নাগরিকদের অবসর জীবনে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। যার মাধ্যমে অবসর জীবন আপনি খুব স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।
এখানে এসবিআই এর ৫ টি পেনশন স্কিম পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়া হলো। তবে, আপনি বিনিয়োগ করার আগে এসবিআই এর পেনশন স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোন প্ল্যানটি আপনি নিতে ইচ্ছুক সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে বিনিয়োগ করুন।