RBI New Rule on Cheque: চেক জমা দেওয়ার পর ১-২দিন অপেক্ষার দিন শেষ, লক্ষ্মীপুজোর মুখে চেক ভাঙানোর নিয়মে পরিবর্তন আনলো আরবিআই।

ব্যাংকে গিয়ে চেক ভাঙাতে গিয়ে প্রায়ই ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। চেক জমা দেওয়ার সাথে সাথে টাকা পাওয়া যায়না, অপেক্ষা করতে হয় এক থেকে দুই দিন। কিন্ত সম্প্রতি RBI তরফে চেক ভাঙ্গানোর নিয়মে বড়সড়ো পরিবর্তন আনলো। এই নিয়ম অনুযায়ী এইবার থেকে গ্রাহকদের চেক ভাঙ্গানোর হয়রানি থেকে মুক্তি মিলবে। এখন থেকে চেক ভাঙাতে এক থেকে দু’দিন অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। কবে থেকে এই সুবিধা পাবেন গ্রাহকরা? কি বলছে RBI? জেনে নিন এই প্রতিবেদনে। 

রাত পোহালেই বাড়িতে বাড়িতে আরাধনা হবে মা লক্ষ্মীর। আর এই লক্ষ্মী পুজোর আগেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফে চেক ভাঙ্গানোর নিয়ে স্বস্তির খবর দিল। এখন থেকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবেনা চেক ভাঙ্গানোর পর। চেক ভাঙ্গানোর সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে চেকের টাকা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফে জানানো বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নয়া নিয়ম চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে। বিশেষ করে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করেই RBI এই নতুন নিয়ম সংস্কার করেছে। 

রিজ়ার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে যখন কোনো ব্যক্তি চেক জমা করবেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাঙিয়ে ফেলতে পারবেন গ্রাহক। সকাল ১০ থেকে বিকেল ৪টে পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে  দেশের যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলোতে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী চেকের ফিক্সড ব্যাচ নম্বর আগের নিয়ম অনুযায়ী মেলানো হবেনা, বরং মেলানোর বদলে সেগুলিকে স্ক্যান করবেন কর্তব্যরত ব্যাঙ্ককর্মীরা। এটি করা হবে প্রতারণা ঠেকানোর জন্য। স্ক্যান করার ফলে প্রতারণার হার অনেক কম থাকবে। 

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, RBI তরফে এই নতুন নিয়ম সমস্ত সিটিএস সক্ষম চেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে,  চেক ইস্যু করার নিয়মে কোনও পরিবর্তন করা হচ্ছেনা।সিটিএস সক্ষম চেকের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ক চেকের ছবি বা এমআইসিআর তথ্য স্ক্যান করে তা ক্লিয়ারিং হাউসে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে নির্দিষ্ট টাইমে যাবতীয় তথ্য যাচাই করে ফের তা অর্থ প্রদানকারী ব্যাঙ্কের শাখায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এর পর ব্যাংকের কর্তব্যরত ব্যাঙ্ককর্মীকে ইতিবাচক বা নেতিবাচক সম্মতি প্রদান করতে হবে। তিনি ইতিবাচক সম্মতি প্রদান করলেই সঙ্গে সঙ্গে ওই চেকের অর্থ চলে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে। এই নতুন নিয়ম অনুযায়ী এই প্রসেস যে কোনও কর্মদিবসের সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। 

আরোও পড়ুন:- আপনি কি এসবিআই পেনশন পরিকল্পনা সম্পর্কে ধারণা নিতে চান? তাহলে দেখে নিন ৫ বছরের জন্য এসবিআই পেনশন পরিকল্পনা।

RBI বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছেন যে, চেক ভাঙানোর এই নিয়মকে আরও সহজ করার জন্য আগামী বছরের ৩ জানুয়ারি থেকে টি প্লাস ৩ ক্লিয়ারেন্স নীতি কার্যকর করা হবে। এমনই পরিকল্পনা রয়েছে RBI এর। এই নিয়ম কার্যকর করা হলে চেক জমা দেওয়ার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে গ্রাহকের ব্যাংক একাউন্ট টাকা ঢুকে যাবে। অর্থাৎ সকাল ১০ থেকে ১১টার মধ্যে জমা হওয়া যাবতীয় চেকের অর্থ দুপুর ২টোর মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 

চেক জমা দেওয়ার পর অ্যাকাউন্টে টাকা ঢুকতে এখন যে পরিমাণ সময় নেওয়া হয়, তাতে গ্রাহকদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আগামী বছর যদি RBI তরফে টি প্লাস ৩ ক্লিয়ারেন্স নীতি কার্যকর করা হয়, তাহলে চেক ভাঙানোর প্রক্রিয়া অনেক সহজ সরল হয়ে যাবে।

Join Group Join Group