Aadhaar Card: আধার কার্ড আপডেট করতে ফি দিতে হবেনা ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের

আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি, যেটি যে কোন অফিসিয়াল কাজে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়। এজন্য আধার কার্ড আপডেট করা অত্যাবশ্যক। আধার কার্ড আপডেটের জন্য যদিও চার্জ নেওয়া হয়, কিন্তু UIDAI তরফে নিয়ম করা হয়েছে ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য যদি আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে কোনরকম চার্জ নেওয়া হবে না।

সরকারি যে কোন রকম অফিশিয়াল কাজ যেমন – স্কুল কলেজে এডমিশনের ক্ষেত্রে, ব্যাংকিং একাউন্ট তৈরি করতে, পাসপোর্ট তৈরি, জবের ক্ষেত্রে, স্কলারশিপ আবেদন, সরকারি প্রকল্পে আবেদন এমনকি আরও অন্যান্য অফিসিয়াল কাজে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। UIDAI তরফে একজন ব্যক্তির ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। জন্মের পরেও আধার কার্ড তৈরি করা যায় তবে সেই ক্ষেত্রে শিশুর কোন বায়োমেট্রিক নেওয়া হয় না, শুধুমাত্র শিশুর অভিভাবকের আধার কার্ড এবং শিশুর বার্থ সার্টিফিকেটের মাধ্যমে শিশুর আধার কার্ড তৈরি করা হয়। একজন শিশুর যখন ৫ বছর বয়স হয় তখন তার আধার কার্ড আপডেট করা অত্যাবশ্যক। কারণ তখনই প্রথম শিশুর বায়োমেট্রিক নেওয়া হয়। এরপর ৭ বছর বয়সে আধার কার্ড একবার আপডেট করা অত্যাবশ্যক করেছে UIDAI। অন্যদিকে, ১৫ বছর বয়সে আরেকবার আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।
তবে এতদিন পর্যন্ত আধার কার্ড আপডেট করার জন্য কিছু চার্জ নেওয়া হতো, কিন্তু এখন থেকে ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের আধার কার্ড আপডেটের জন্য কোনরকম চার্জ দিতে হবে না।

আধার কার্ড আপডেটের প্রয়োজন কেন রয়েছে


আধার কার্ড আপডেটের প্রয়োজন পড়েছে তার কারণ হচ্ছে কোন ব্যক্তির যদি এড্রেস কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করেন সে ক্ষেত্রে সেই পরিবর্তিত এড্রেস বা মোবাইল নাম্বার আধার কার্ডে যদি ইনক্লুড না করা হয় তাহলে বিভিন্ন সরকারি অফিসিয়াল কাজে বিভ্রান্ত সৃষ্টি হবে। ৫-৭ বছর বয়সে শিশুর আধার কার্ডে নেওয়া বায়োমেট্রিকের সাথে ১৫ বছর বয়স শিশুর বায়োমেট্রিক অনেক সময় মিলতে চায় না তার জন্য ৫-৭ বছর বয়স এবং ১৫ -১৭ বছর বয়স এই দুইবারই আধার কার্ড আপডেটের প্রয়োজন রয়েছে।
বর্তমানে UIDAI আধার-সম্পর্কিত পরিষেবার জন্য চার্জ বৃদ্ধি করেছে। এই নিয়ম পহেলা অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তবে এক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না ৭ বছর থেকে ১৫ বছর শিশুদের আধার কার্ড সংশোধনের জন্য।

আরোও পড়ুন:- Petrol Diesel CNG Price: পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম কমলো, গাড়ি চালকদের জন্য সুখবর, সর্বশেষ দাম কত হলো!

অতিরিক্ত কত টাকা ফি দিতে হবে


নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ড আপডেট করার ফি ৫০ টাকা থেকে ৭৫ টাকা হয়েছে। একইভাবে বায়োমেট্রিক আপডেটের জন্য ফি ১০০ টাকা থেকে ১২৫ টাকা হয়েছে। অর্থাৎ আগের থেকে অতিরিক্ত ২৫ টাকা বেশি দিতে হবে। তবে নতুন করে আধার কার্ড করার জন্য কোন রকম ফি নেওয়া হচ্ছে না। UIDAI কর্তৃক গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম চার্জ বৃদ্ধি করা হলো।

৭ থেকে ১৫ বছর বয়সী শিশুরদের জন্য নিয়ম :-
নবজাতকদের জন্য আধার কার্ড আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। নবজাতকদের জন্য আধার কার্ড ইস্যু করার পরে ৫ বছর বয়সে একবার বায়োমেট্রিক আপডেট করতে হয়। এরপরে ৫ থেকে ৭ বছর বয়সের মধ্যে একবার আপডেট করতে এবং আরেকবার ১৫ – ১৭ বছরের মধ্যে আপডেট করতে হয়।

UIDAI তরফ থেকে নতুন নিয়ম অনুযায়ী, ৫ থেকে ৭ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করার নিয়ম চালু করেছে। আগে শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট করতে হলে ৫০ টাকা ফি দিতে হতো। এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে। এটা একটা খুবই স্বস্তির কারণ জনগণের কাছে।
অন্যদিকে, আপনি যদি আপনার বাড়ির ঠিকানায় আপডেট করা আধার কার্ড নিতে চান তাহলে আগের মতনই ৭০০ টাকা ফি দিতে হবে। অর্থাৎ এই চার্জ অপরিবর্তিত রয়েছে। এই পরিষেবাটি পেতে গেলে UIDAI কর্তৃপক্ষকে ইমেল করতে হবে।
অর্থাৎ UIDAI তরফে নতুন নিয়ম অনুযায়ী যেমন বড়দের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটের জন্য চার্জ কিছুটা এক্সট্রা দিতে হবে, অন্যদিকে ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে।

Join Group Join Group