সরাসরি বেনিফিট স্থানান্তরের মাধ্যমে ৪.৩১ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) এই কর্মসূচির মাধ্যমে সরকার মূলত জালিয়াতি এবং দুর্নীতি রোধ করে থাকে। দেশের সাধারণ সুবিধাভোগীদের কাছে এদের দ্রুত ও স্বচ্ছ ভাবে অর্থ প্রদান করা যায়, তার জন্যই DBT কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। DBT বাস্তু ব্যায়নের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা সাশ্রয় করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, PDS থেকে ভুয়ো রেশন কার্ড বাতিল থেকে শুরু করে LPG ভর্তুকি স্কিম থেকে ভুয়ো সংযোগ অপসারণ এর মাধ্যমে মাধ্যমে Gandhi National Rural Employment Guarantee Act থেকে ভুয়া কর্মসংস্থান কার্ড বাতিলের মাধ্যমে এই টাকা সাশ্রয় হয়েছে সরকারের।

DBT লক্ষ্য:- DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফর্মেশন নিশ্চিত করে যে আর্থিক সহায়তা যাতে সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, যার ফলে দুর্বল ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থিক সহায়তা হতে পারে। এছাড়া সরকারি প্রকল্পগুলির বিতরণ প্রক্রিয়া দ্রুততর করা যায়, যার ফলে তহবিলের সুবিধা সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছে যায়।

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবহারের মাধ্যমে সরকার ৪ লক্ষ ৩১ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। শুধু তাই নয়, অর্থমন্ত্রী মুম্বাইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে গিফট সিটিতে বৈদেশিক মুদ্রা সেটেলমেন্ট সিস্টেম চালু করেছেন। এই সিস্টেমের মাধ্যমে রিয়েল-টাইম ভিত্তিতে গিফট সিটির মধ্যে বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পন্ন করা যাবে। এর ফল সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। কারণ এতদিন পর্যন্ত গিফট সিটিতে বৈদেশিক মুদ্রা সেটেলমেন্ট করতে ৩৬ থেকে ৫৪ ঘন্টা সময় লাগতো। এই নতুন সিস্টেম চালুর মাধ্যমে, ভারত হংকং, টোকিও এবং ম্যানিলার সাথে সংস্থাপন করা হয়েছে। এর ফলে রিয়েল টাইম ভিত্তিতে গিফট সিটির মধ্যে বৈদেশিক মুদ্রা লেনদেন আরো অনেক সহজ এবং কম সময়ের মধ্যে হবে।

এছাড়া তিনি জানিয়েছেন, ব্যাংকিং, অর্থ, ফিনটেক, আধার ব্যবহার, ইউপিআই, ডিজিলকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অথচ প্রতিটি ক্ষেত্রে নতুন কিছু উদ্যোগের কথা তিনি তুলে ধরেছিলেন। প্রতিটি প্রযুক্তিকে এতটাই সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ আরো বেশি করে উপকৃত হতে পারে। প্রযুক্তি গুলোকে সাধারণ মানুষের আস্থা অর্জন এর নতুন করে গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষের যাতে গোপনীয়তা রক্ষা করা, প্রযুক্তি গুলোর মধ্যে থেকে কোন জালিয়াতি যাদের না হয় সেদিকে লক্ষ্য রাখা যায় এমন ভাবেই তৈরি করার উদ্যোগ জানিয়েছেন এতে সাধারণ নাগরিক আরো উপকৃত হতে পারে।

অর্থাৎ 2013 সালে সূচনা করা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর ডিজিটাল স্থানান্তরের ফলে সরকারের কোটি কোটি টাকা লাভ হয়েছে, তেমন সাধারণ মানুষের যাতে আরো বেশি করে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদান করা যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে এবং আগের থেকে আরও বেশি অর্থ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জালিয়াতি রোধ করার চেষ্টা করা হয়েছে।

Join Group Join Group