৫ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় ৩,০৭৩ শূন্যপদে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য

আপনি কি পুলিশ সংস্থায় কাজ করতে আগ্রহী রয়েছেন? যে সমস্ত প্রার্থীরা পুলিশের বিভিন্ন বিভাগে নিজের ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। দেশের ৫ টি কেন্দ্রীয় পুলিশ সংস্থায় একাধিক শূন্যপদ পূরণের জন্য সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

নিয়োগ সংস্থা:- স্টাফ সিলেকশন কমিশন
শূন্য পদের সংখ্যা:- সাব ইন্সপেক্টর পদে মোট ৩,০৭৩ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
পদের নাম:- মূলত সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।
মোট পাঁচটি কেন্দ্রীয় পুলিশ সংস্থা নিয়োগ করা হবে। প্রত্যেক কেন্দ্রের পুলিশ সংস্থার জন্য সাব-ইন্সপেক্টর শূন্য পদ বিভক্ত করা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কেন্দ্রের পুলিশ সংস্থায় কোন বিভাগে কতজন শূন্য পদ রয়েছে।

১) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সাব-ইন্সপেক্টর (জি.ডি.) পদে শূন্যপদ রয়েছে ২,৮৬১টি। এর মধ্যে সি.আর.পি.এফ বিভাগে সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে ১,০৯টি।
ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। এছেলেদের জন্য ১,০০৬টি শূন্যপদ রয়েছে। (জেনাঃ ৪০৭, ই.ডব্লু এস. ১০১, ৩.বি.সি. ২৭২, তঃজাঃ ১৫১, তঃউঃজাঃ ৭৫) ও মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে ২৩টি (জেনাঃ ১০, ই.ডব্লু.এস. ২, ৩.বি.সি. ৬. তরজাঃ ৩, তঃউঃজাঃ ২)।

২) বি.এস.এফ বিভাগে সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে ২২৩টি। এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে ২১২টি (জেনাঃ ৮৭, ই.ডব্লু এস, ২১, ৩.বি.সি. ৫৭, তঃজাঃ ৩১, তঃউঃজাঃ ১৬) এবং মেয়েদের জন্য রয়েছে ১১টি (জেনাঃ ৪, ই.ডব্লু এস. ১. ৩.বি.সি. ৩. তাজাঃ ২. তঃউঃজাঃ ১)।

৩) সি.আই.এস.এফ বিভাগে সাব-ইন্সপেক্টর পদে মোট শূন্যপদ রয়েছে ১,৯৪টি। এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে ১,১৬৪টি (জেনাঃ ৪৭৩, ই.ডব্লু.এস. ১১৫ ৩.বি.সি. ৩১৪, তঃজাঃ ১৭৫, তঃউঃজাঃ ৮৬) এবং মেয়েদের জন্য রয়েছে ১৩০টি (জেনাঃ ৫৩, ই.ফব্রু.এস. ১৩, এ.বি.সি. ৩৫, তাজাঃ ১৯, তঃউঃজাঃ ১০)।

৪) আই.টি.বি.পি বিভাগে সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে ২৩৩টি। এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে ১৯৮টি (জেনাঃ ৮৫, ই.ডব্লুএস. ১৮, ও.বি.সি. ৫২, তাজাঃ ৩২, তাউঃজাঃ ১১) এবং মেয়েদের জন্য রয়েছে ৩৫টি (জেনাঃ ১৫, ইডব্লু-এস. ৩, ৩.বি.সি. ১, তাজাঃ ৬, তাউঃজাঃ ২)

৫) এস.এস.বি বিভাগে সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে ৮ এটি। এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে ৭১টি (জেনাঃ ৩০, ই.ডব্লুএস ৭, ৩.বি.সি. ১৪, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৫) এবং মেয়েদের জন্য রয়েছে ১১টি (জেনাঃ ৬, ই.ডব্লু-এস. ১, ও.বি.সি. ৪)

শিক্ষাগত যোগ্যতা:- উপরের প্রত্যেকটি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীদের যে কোনো শাখার গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। শুধুমাত্র দিল্লী পুলিশের সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে আবেদনকারীর মোটরসাইকেল ও মোটর গাড়ি চালানোর বৈধ থাকতে হবে।

আরোও পড়ুন:- রেলে ৮,৮৫০ স্টেশন মাস্টার, ক্লার্ক, টাইপিস্ট পদে আবেদনের সুযোগ, জানুন আবেদন সংক্রান্ত তথ্য।

বয়স সীমা:- ১-৮-২৯২৫’র হিসাবে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী, ও.বি.সি, সম্প্রদায়ের প্রার্থীদের ৩ বছর, তপশিলীদের ৫ বছর, বিধবা-বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ৩৫ (তপশিলী হলে ৪০, ৩.বি.সি. হলে ৩৮) বছর পর্যন্ত, প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় প্রার্থীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন। প্রতিবন্ধীরা এই পরীক্ষার আবেদন করতে পারবে না।

শারীরিক ফিটনেস:- এন.সি.সি.’র ‘ও’ বা, ‘C’ সার্টিফিকেট থাকলে অথবা খেলাধুলায় কৃতিত্ব থাকলে আবেদনকারীদের অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। আবেদনকারীদের মধ্যে ছেলেদের লম্বায় অন্তত ১৭০ সেমি হতে হবে। তবে গোর্খা, সিকিমি বা, উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির পার্বত্য এলাকার ছেলেরা ১৬৫, তপশিলী উপজাতি হলে ১৬২ সেমি হতে হবে। বুকের ছাতি না-ফুলিয়ে সাধারণদের ৮০ (তপশিলী উপজাতি হলে ৭৭ সেমি) ও ফুলিয়ে সাধারণদের ৮৫, (তপশিলী উপজাতি হলে ৮২ সেমি) হতে হবে।

মেয়েদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ (গোর্খা, সিকিমি ও পার্বত্য এলাকার মেয়েরা ১৫৫, তপশিলী উপজাতি হলে ১৫৪সেমি) হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে কাছের ভালো চোখে NG, খারাপ চোখে N9। দূরের বেলায় ভালো চোখে ৬/৬৩ খারাপ চোখে ৬/১।

বেতন:- মাসিক বেতন হিসেবে ৩৫,৪০০-১,১২৪০০ টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
সর্বপ্রথম আবেদনকারীদের www.ssc.gov.in, www.ssconline.nic.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করার জন্য এজন্য বৈধ ই-মেল আই.ডি প্রয়োজন হবে। এরপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগ ইন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (২০ কেবির মধ্যে) ও সিগনেচার (১২ কেবির মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর পরীক্ষা ফি প্রদান করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে। এরপর আবেদন মূল্যের এর একটি কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

আবেদন মূল্য:- সাধারণ ক্যাটাগরির জন্য আবেদন ফি ১০০ টাকা এবং তপশিলী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফী লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া:- প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন ‘Recruitment of Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2025’ পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে দু’টি ধাপে। সব পেপারেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।

প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে। দ্বিতীয় ধাপে শারীরিক ফিটনেস পরীক্ষা করা হবে।


এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো :- কলকাতা (৪৪১০), কল্যাণী (৪৪১৯), শিলিগুড়ি (৪৪১৫), বর্ধমান (৪৪২২), দুর্গাপুর (৪৪২৬), সিউড়ি (৪৪১৬), পোর্ট ব্লেয়ার (৪৮০২), ভুবনেশ্বর (৪৬০৪), রাঁচি (৪২০৫), গুয়াহাটি (দিসপুর) (৫১০৫), ইটানগর (৫০০১), ডিব্রুগড় (৫১০২), জোড়হাট (৫১০৭), শিলচর (৫১১১), ইখাল (৫৫০১), শিলং (৫৪০১), আইজল (৫৭০১), কোহিমা (৫০০২), আগরতলা (৫৬০১), পটনা (৩২০৬), মজফেরপুর (৩২০৫), ভাগলপুর (৩২০১)। ১০০০০০

লিখিত পরীক্ষায় থাকবে দুটি পেপার থাকবে। প্রথম পেপারে ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন দেওয়া হবে। সময় দেওয়া হবে ২ ঘণ্টা। যে সমস্ত বিষয়ে প্রশ্ন আসবে, সেগুলো হলো – জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট-বি: জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট-সি: কোয়ান্টিটেটিভ অ্যস্টিটিউড, পার্ট-ডি: ইংলিশ কমপ্রিহেনশন।

এরপর দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে। আগের মতনই ২০০ নম্বরের ২০০ টি প্রশ্ন থাকবে। সময় থাকবে ২ ঘণ্টা। প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গোয়েজ ও কমপ্রিহেনশন বিষয়ে।

দ্বিতীয় ধাপে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের জন্য থাকবে ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৬৫ মিনিটে-১.৬ কিমি দৌড়, ৩ সুযোগে ৩.৬৫ মিটার লং জাম্প, ৩ সুযোগে ১.২ মিটার হাই জাম্প, ও সুযোগে ৪.৫ মিটার শট পাট।
মেয়েদের জন্য থাকব১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৩ সুযোগে ২.৭ মিটার লং জাম্প, ও সুযোগে ০.৯ মিটার হাই জাম্প।
এই সব কটা পরীক্ষায় সফল হলে এরপর হবে ডাক্তারি পরীক্ষা করা হবে।
সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদনের সময়সীমা:- আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে প্রার্থীরা। আবেদনপত্র সংশোধন করতে পারবে ২৪শে অক্টোবর ও ২৫ অক্টোবর।
যে সমস্ত প্রার্থীরা পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে ইচ্ছুক করেছেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Join Group Join Group