এপিএল রেশন কার্ডকে কিভাবে বিপিএল রেশন কার্ডে পরিবর্তন করবেন? জানুন পদ্ধতি!

রেশন প্রকল্পের মাধ্যমে নিম্ন ও দরিদ্র পরিবারের তথা দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলো ন্যূনতম খাদ্যের চাহিদা পূরণ করা হয়। পশ্চিমবঙ্গ জুড়ে যে রেশন ব্যবস্থা কার্যকর রয়েছে তাদের রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের মিলিত অবদান রয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা বিচার করে মোট পাঁচ ধরনের রেশন কার্ড কার্যকর করা হয়েছে।

এই পাঁচ প্রকার রেশন কার্ড হলো:- AAY, PHH, SPHH, RKSY I, RKSY II। খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা এই ৫ প্রকার রেশন কার্ডের মধ্যে APL (RKSY II) এবং BPL (AAY, PHH, SPHH, RKSY I) অন্তর্গত। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই কার্ডের ক্যাটাগরি ভিত্তিক চাল, ডাল, গম, আটা, চিনি নির্দিষ্ট পরিমাণে পেয়ে থাকেন। তবে এই ক্যাটাগরি নিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। একটি সমীক্ষার তথ্য অনুযায়ী জানা গিয়েছে ফরম ফিলাপের সময় কিংবা অন্য কোন কারণবশত অনেক বিপিএল ক্যাটাগরিরা এপিএল ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ফলের যোগ্য উপভোক্তারা সঠিক পরিমাণে খাদ্যদ্রব্য পাওয়া থেকে বিরত থাকেন। এছাড়া একই পরিবারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি কার্ড হওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। তবে আপনি এই সমস্যার মধ্যে থাকলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়ির প্রধান সদস্যের কার্ডের ভিত্তিতে সকলের কার্ড একই রকম করে দেওয়ার নিয়ম চালু করেছেন। শুধুমাত্র আপনাকে স্থানীয় রেশন কার্ড অফিসে গিয়ে আপনার রেশন কার্ড পরিবর্তনের কথা জানাতে হবে। এবং আপনি যে বিপিএল কার্ডের যোগ্য সেই জন্য কিছু ডকুমেন্ট প্রদর্শন করতে হবে। এরপর সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আপনার দেওয়া নথি যাচাই করে নিয়ে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হবে।

আরোও পড়ুন:- দীপাবলির আগে কমছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর, কত দাম কমলো।

এছাড়া অনলাইনে রাজ্যের খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে APL থেকে BPL কার্ড করার আবেদন পত্রটি সংগ্রহ করুন। অর্থাৎ অনলাইন থেকে ডাউনলোড করুন। এরপর আবেদনপত্রে আপনার নাম, ঠিকানা, পরিবারের আয় অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত, আয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, এবং রেশন কার্ডের অন্যান্য নথি সহ আবেদন পত্রটি জমা দিন নিকটস্থ জোনাল বা রেশন কার্ড অফিসে।
আপনার আবেদন প্রক্রিয়াকরণের জন্য কিছুদিন অপেক্ষা করুন এবার কর্তৃপক্ষ দ্বারা আপনার নথি যাচাই করা হবে। আপনি যদি বিপিএল কার্ডের জন্য যোগ্য হন তাহলে আপনার রেশন কার্ড এপিএল থেকে বিপিএলে হয়ে যাবে।

আপনার রেশন কার্ডের ক্যাটাগরির পরিবর্তন করা হয়েছে কিনা তা সম্পর্কে জানার জন্য কি করবেন:-
১) আপনাকে প্রথমেই রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/food/ প্রবেশ করতে হবে।
২) এরপর হোমপেজে এসে SERVICES অপশনের আওতাভুক্ত Ration Card বাটনে ক্লিক করতে হবে।
৩) এরপর Verify Ration Card(e-RC/DRC) অপশনটি নির্বাচন করুন।
৪) উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, যেখানে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের ক্যাটাগরি এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে উল্লেখ করে SEARCH বাটনে ক্লিক করতে হবে।
৫) এরপরে যে পেজ আসবে সেখানেই আপনি আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পারবেন এবং আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা সেটিও আপনি দেখে নিতে পারবেন।

আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে নিন এবং আপনার যোগ্যতা অনুযায়ী রেশন কার্ডের প্রদত্ত খাদ্যদ্রব্য পাওয়ার সুবিধা গ্রহণ করুন।

Join Group Join Group