দিল্লী পুলিশে ৮৩০২ টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ, জেনে নিন আবেদনের তারিখ সহ অন্যান্য তথ্য।

আপনি কি পুলিশ বিভাগে চাকরি করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একাধিক শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে দিল্লি পুলিশে। পুলিশ কনস্টেবল পদে মহিলা ও পুরুষ উভয়েই আবেদনযোগ্য হবেন। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার সেন্টার পড়বে। এই নিয়োগ পরীক্ষার জন্য যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগ সংস্থা:- স্টাফ সিলেকশন কমিশন
পদের নাম:- পুলিশ কনস্টেবল
শূন্য পদের সংখ্যা:- মোট শূন্যপদ রয়েছে ৮৩০২ টি।

শূন্যপদের শ্রেণীবিন্যাস:- পুলিশ কনস্টেবল পদে এক্সিকিউটিভ ও ড্রাইভার বিভাগে নিয়োগ করা হবে। আপনি দুটি পদের মধ্যে যে কোন একটি পদ নির্বাচন করে আবেদনের সুযোগ পাবেন।

কনস্টেবল এক্সিকিউটিভ ( পুরুষ)মোট শূন্যপদ ৪৪০৮ টি।
মহিলামহিলা পদে শূন্যপদ রয়েছে ২৪৯৬ টি।

কনস্টেবল এক্সিকিউটিভ প্রাক্তন সমর কর্মী পদে শুধুমাত্র পুরুষ বিভাগের জন্য শূন্য পদ রয়েছে ২৮৫ টি।
কনস্টেবল এক্সিকিউটিভ প্রাক্তন সমর কর্মী কমান্ডো পদে শুধুমাত্র পুরুষ বিভাগের জন্য শূন্য পদ রয়েছে ৩৭৬টি।
কনস্টেবল ড্রাইভার পুরুষ পদে শূন্য পদ রয়েছে ৬৫৪ টি এবং কনস্টেবল ড্রাইভার প্রাক্তন সমর কর্মী পুরুষ পদে শূন্য পদ রয়েছে ৮৩ টি।
ক্যাটাগরি ভিত্তিক সাধারণ, ওবিসি, তপশিলি জাতি উপজাতি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীদের জন্য শূন্য পদের বিন্যাস আলাদা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

আরোও পড়ুন:- এসআইআর নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর! ৭ দিনের মধ্যে SIR প্রক্রিয়া শেষ করার হুঁশিয়ারি

শিক্ষাগত যোগ্যতা:- পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ এবং ড্রাইভার দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদের জন্য উচ্চ মাধ্যমিক ডিগ্রী ছাড়াও মোটরসাইকেল ও গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পুলিশ কনস্টেবল ড্রাইভার পদের জন্য ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়স সীমা:- পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পুলিশ কনস্টেবল ড্রাইভার পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সরকারের নিয়ম অনুযায়ী, তপশিলি ও দক্ষ খেলোয়াড়রা ৫ বছরের, ওবিসি ৩ বছরের, বিধবা ও বিবাহ বিচ্ছন্ন মহিলারা পুনর্বার বিবাহ না করলে ৫ বছরের এবং প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।

শারীরিক মাপ ও দৃষ্টি শক্তি:-
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি ( তপশিলি ওর গোর্খাদের জন্য উচ্চতা 165 সেমি) হতে হবে।
বুকের ছাঁতি ফুলিয়ে ও না ফুলিয়ে যথাক্রমে হতে হবে ৮১ ও ৮৫ সেমি। গোর্খা ও তপশিলিদের জন্য হতে হবে ৭৬ ও ৮০ সেমি।
মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। ( গোর্খা ও তপশিলি মেয়েদের উচ্চতা হতে হবে ১৫৫সেমি)।

কনস্টেবল এক্সিকিউটিভ পদে চশমা ছাড়া দুই চোখে পাওয়ার হতে হবে ৬/১২।
ড্রাইভার পদে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/১২ পাওয়ার হতে হবে।

বেতন কাঠামো:- দুটি ভিন্ন পদের জন্য বেতন স্কেল আলাদা হবে। বেতন ক্রম হতে পারে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:- স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। প্রথমে বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করবেন। আবেদনপত্র পূরণ করার পরে, উল্লেখিত ডকুমেন্ট ও ছবি সাইন স্ক্যান করে আপলোড করবেন। এরপর আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করবেন। আমাদের মূল্যের এটা রিসিভ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে সংরক্ষণ রাখবেন।

আবেদন মূল্য:- জেনারেল ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা। মহিলা, তপশিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোন ফি লাগবে না। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ এক্সিকিউরিটি পদের ক্ষেত্রে ২২ অক্টোবর এবং ড্রাইভার পদের ক্ষেত্রে ১৬ অক্টোবর পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া:- প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার টেস্ট পরীক্ষা, শারীরিক মাপঝোপ পরীক্ষা, দৈহিক সক্ষমতার পরীক্ষা, মেডিকেল টেস্ট এবং প্রযোজ্য ট্রেড টেস্টের মাধ্যমে। উভয় পদের ক্ষেত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে ১। নেগেটিভ মার্কিং রয়েছে। সময় দেওয়া হবে দেড় ঘন্টা।

আবেদনের সময়সীমা:- কনস্টেবল এক্সিকিউটিভ পদে আবেদনের সময়সীমা রয়েছে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে আবেদনের সময়সীমা রয়েছে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

পুলিশের কনস্টেবল ও ড্রাইভার পদে আবেদনের জন্য ইচ্ছুক রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র পূরণ করে নেবেন। আরো বিস্তারিত তথ্য জানার জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Join Group Join Group