Jio দিচ্ছে তেল পাম্প ডিলারশিপ করার সুযোগ, এই ব্যবসায় মাসিক আয় লক্ষাধিক

বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি ভালো সরকারি চাকরি পাওয়া অনেক অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ব্যবসা দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। অনেক ব্যক্তি রয়েছেন যারা চাকরি না করে ব্যবসা করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্যবসা একটি অত্যন্ত লাভজনক ব্যবসা রূপে বিবেচিত হবে। সরকার অনুমোদিত, ব্র্যান্ডেড ও লাভজনক ব্যবসা শুরু করে যদি আপনি নিরবিচ্ছিন্ন আয়ের সুযোগ খুঁজে থাকেন তাহলে এই ব্যবসাটি হবে একদম আপনার প্রথম চয়েজ। যেখানে খুব বেশি মূলধন বিনিয়োগ করার প্রয়োজন নেই, অথচ মাসিক আয় হবে অনেকটাই। এমন একটি ব্যবসার সন্ধান দেওয়া হবে এই প্রতিবেদনের মাধ্যমে। আপনি যদি ব্যবসা কিভাবে শুরু করবেন, কোন পদ্ধতিতে ব্যবসা করবেন এ সমস্ত বিষয়ে না বুঝে উঠতে পারেন তাহলে প্রতিবেদনটি আপনার সমস্ত প্রশ্নের উত্তররের সমাধান দিয়ে দেবে।

আজকে যে ব্যবসা নিয়ে আলোচনা করা হবে সে ব্যবসাটি হলো Reliance Jio-BP পেট্রল পাম্প ডিলারশিপ। অর্থাৎ এই কোম্পানির অনুমোদনে আপনি যদি একটি পেট্রোল পাম্প ডিলারশিপ এর মালিক হন তাহলে আপনি হতে পারেন একজন সফল পেট্রোল পাম্প স্টেশন উদ্যোক্তা।

রিলায়েন্স জিও বিপি পেট্রোল পাম্প কি:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম (BP) কোম্পানির -এর যৌথ উদ্যোগে Jio-BP, ভারতের অন্যতম একটি পেট্রোল পাম্প হতে পারে আগামীতে। এই কোম্পানি দুটোর শুধুমাত্র পেট্রোল বা ডিজেল বিক্রি করে না বৈদ্যুতিক গাড়ির চারজন স্টেশন দিয়ে থাকে এছাড়া, কনভিনিয়েন্স স্টোর, স্মার্ট পেমেন্ট সিস্টেম ব্যবস্থা একসঙ্গে একই ছাদের তলায় আনতে চাইছে ডিলারশিপ এর মাধ্যমে। বর্তমানে জ্বালানির চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে। আরো অনেক পেট্রোল পাম্প স্টেশনের প্রয়োজন রয়েছে। রিলায়েন্স জিও এবং ব্রিটিশ পেট্রোলিয়াম এই দুটি কোম্পানি উদ্যোগ নিচ্ছে ডিলারশিপের মাধ্যমে এমন অনেকগুলো পেট্রোল পাম্প স্টেশন বসানোর। যার ফলে জ্বালানির চাহিদা অনেকটাই পূরণ হবে।

আরোও পড়ুন:- দিল্লী পুলিশে ৮৩০২ টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ, জেনে নিন আবেদনের তারিখ সহ অন্যান্য তথ্য।

কেন আপনি এই কোম্পানির সাথে ব্যবসা করবেন:-
এই দুটি বড় কোম্পানির সাথে যুক্ত হয়ে ডিলারশিপ নিলে আপনি অনেক কিছুর সুবিধা পাবেন। সুবিধা গুলি নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
১) নিরবচ্ছিন্ন আয়:-
একটি পেট্রোল পাম্প দিনে গড়ে ৫০০ থেকে ১৫০০ লিটার পর্যন্ত পেট্রোল ডিজেল বিক্রি করে থাকে। প্রতি লিটারে কমিশন থাকে ৩ থেকে ৪ টাকা। অর্থাৎ দিনে ৬০০০ টাকা পর্যন্ত লাভ করার সুযোগ পাবেন। দিনের ৬০০০ টাকা হলে মাসে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করার সুযোগ থাকছে। অর্থাৎ নিরবিচ্ছিন্ন উপার্জন করার সুযোগ থাকবে ডিলারশিপ নিলে।

২) কনভিনিয়েন্স স্টোর দেওয়ার সুযোগ:-
কনভেনিয়েন্স স্টোর মানে হচ্ছে, পেট্রোল পাম্পে সাথে সাথে স্টেশনগুলোতে কফি শপ এটিএম মেশিন মিনি মার্ট ফুড কোর্ট বিভিন্ন বিভাগ আপনি রাখতে পারবেন। এর থেকেও আপনি কমিশনের মাধ্যমে আয় করার সুযোগ পাবেন।

৩) EV চার্জিং:- বর্তমানে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় রাস্তায় অনেক গাড়ির চার্জ শেষ হয়ে যায়। পেট্রোল পাম্প স্টেশনগুলোতে যদি EV চার্জিং সুবিধা দেওয়া হয় ,তাহলে তার মাধ্যমেও অতিরিক্ত আয় করার সুযোগ পাওয়া যাবে।

৪) সাবসিডারি ইনকাম:- পেট্রোল পাম্প স্টেশনে গাড়ির নানা পরিষেবা, ইঞ্জিন ওয়েল বিক্রি করা, বা টায়ার চেকিং সিস্টেমও রাখতে পারেন। এর থেকেও এক্সট্রা ইনকাম করা যাবে।

অর্থাৎ আপনি একটি পেট্রোল পাম্প ডিলারশিপ নিয়ে ভিন্ন পদ্ধতিতে ব্যবসার মাধ্যমে উপার্জন করার সুযোগ পাবেন।

ডিলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
১) আপনার নিজস্ব জমির লোকেশন থাকতে হবে এবং অনেকটা বড় আয়তনের হতে হবে। আপনার নিজের নামে জমি হলে সবচেয়ে ভালো হয় তবে লিজে জমি নিলেও তার মেয়াদ কমপক্ষে ১৫ বছর বা তার বেশি হতে হবে।
২) হাইওয়ের পাশে জমি হতে হবে। জমির আয়তন ৩,০০০ বর্গমিটার বা তার বেশি হওয়া উচিত।
৩) শহরের ভিতরে জমি হলে আয়তন ১,২০০ বর্গমিটার বা তার বেশি হওয়া উচিত।
৪) সাধারণ রোডের পাশে জমি হলে আয়তন ২,০০০ বর্গমিটার বা তার বেশি হওয়া উচিত।

বিনিয়োগের পরিমাণ:- এটি একটি মেজর ব্যবসা। এই ব্যবসার জন্য বিনিয়োগ খরচ প্রয়োজন প্রায় ২ কোটি টাকা পর্যন্ত।

এই ব্যবসা শুরু করার জন্য আবেদন কিভাবে করবেন:-
আপনাকে ডিলারশিপ নেওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য আপনাকে সর্বপ্রথম https://partners.jiobp.in এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আবেদন পত্র পূরণ করতে হবে নিম্নলিখিত বিবরণ সহযোগে।
যেমন :- আপনার নাম, জমির লোকেশন, ফোন নম্বর,
জমির আয়তন, বর্তমান পেশা এবং অন্যান্য তথ্য যা চাওয়া হবে পূরণ করতে হবে।
এছাড়া আপনি ইমেল করতে পারেন: jiobp.dealership@jiobp.com এই ইমেইল আইডিতে।

ব্যবসা সংক্রান্ত কিছু সতর্কতা:-
কোন ব্যবসা শুরু করার আগে ব্যবসার যে ঝুঁকিপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। পেট্রোল পাম্প ডিলারশিপ এর ব্যবসায় আপনার জমি সংক্রান্ত কাগজপত্র তৈরী করতে সময় লাগতে পারে। এছাড়া সরকারি স্তরে অনুমোদন পেতে সময় লাগবে। লোকেশন সঠিক না হলে গ্রাহক বেশি পাওয়া যাবে না সে ক্ষেত্রে আপনার ব্যবসা লস হতে পারে। যেহেতু এই ব্যবসায় প্রথমেই অনেক টাকা বিনিয়োগ করা হবে, তাই ব্যবসা লস হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে আপনি যদি সঠিক পরিকল্পনা, ভালো লোকেশন বাছাই করতে পারেন তাহলে জিও রিলায়েন্স এবং ব্রিটানিয়া পেট্রোলিয়ামের যৌথ উদ্যোগের সহায়তায় এই ডিলারশিপ ব্যবসা দীর্ঘমেয়াদি লাভ দেবে। এর পাশাপাশি নিরবিচ্ছিন্ন উপার্জনের সুযোগ করে দেবে।

শুধুমাত্র ভালো চাকরি করলেই ভালো ক্যারিয়ার গঠন করা যায় না তার একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এই পেট্রোল পাম্প ডিলারশিপ এর ব্যবসা। আপনি যদি একটি ভালো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে অপেক্ষা না করে আবেদন করে পেট্রোল পাম্পের ডিলারশিপ নিয়ে এখনই ব্যবসা শুরু করুন এবং এই ব্যবসা আপনাকে শুধু দীর্ঘমেয়াদী আর্থিক স্বচ্ছলতা এনে দেবে তা নয় সমাজে আপনার সম্মানকে অনেকটা উঁচুতে তুলবে।

Join Group Join Group