কোনো শুভ দিনে কিছু নিয়ম আচার পালন করলে বাড়ির সদস্যদের জন্য সেই নিয়মের দ্বারা শুভফল দায়ক হয়। এমন কিছু রীতি রেওয়াজ মেনে চলতেই অনেকেই পছন্দ করে থাকেন। এই বছর ধনতেরাস পড়েছে ১৮ অক্টোবর শনিবার। এই দিনটি বিশেষ কারণ, এই দিনটি ধন্বন্তরের জন্মবার্ষিকী হিসেবে পরিচিত। এই দিনে মা লক্ষ্মী, কুবের ও যমরাজের পুজো করা হয়।
এটি একটি বিশেষ দিন, কারণ এই দিনে মা লক্ষ্মী কৃপা মানুষের ওপর বর্ষিত হয়। কথিত আছে, ধনতেরাসের দিন সোনা ও রুপা কিনা মঙ্গল দায়ক মনে করা হয়। কিন্তু এই সোনা ও রুপোর সে হারে দাম বৃদ্ধি পাচ্ছে তার ফলে সাধারণ মানুষের পক্ষে তাতে নাগাল পাওয়া অনেকটাই অসম্ভব। অনেকে জানেন না শুধুমাত্র সোনা ও রুপো নয়, এইগুলি ছাড়াও এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি কিনলে ধনতেরাসের দিন আপনার বাড়ির সদস্যদের মঙ্গল হবে। মা লক্ষী দেবীর কৃপা বা আশীর্বাদ আপনার বাড়ির সদস্যদের মাথার ওপর থাকবে।
দেখে নাও যাক আজকের এই প্রতিবেদনে ধনতেরাসের দিন কোন কোন উপাদান আপনার বাড়িতে কিনে আনবে শুভফল দেবে?
অর্থ লাভ: ধনতেরাসে যদি আপনি শুকনো বা গোটা ধনে কেনেন, সেটি শুভ বলে মনে করা হয়। বাজার থেকে শুকনো গোটা ধনে কিনে এনে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন। বিশ্বাসের মাধ্যমে এই কাজটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। দেবীর লক্ষ্মীর কাছে এই ধনে অর্পণ করার পর গোটা ধনে আপনার টাকার বাক্সে রেখে দেবেন। এর ফলে আপনার আর্থিক লাভের সুযোগ বেড়ে যাবে।
আরোও পড়ুন:- Indian Railways ৮৮৭৫ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন পদ্ধতি সহ অন্যান্য
নেতিবাচক শক্তি দূরীকরণ: ধনতেরাস এর দিন যদি আপনি লবণ কেনেন বাজার থেকে, এবং সেই লবণ মাটির শিলায় রেখে দিতে পারেন। তাহলে এটি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এছাড়াও বাড়িতে থাকা নেগেটিভ শক্তি দূর করতে এটি কার্যকরী ভূমিকা পালন করে। একটি লাল কাপড়ে মাটির শিলা লবণ মুড়িয়ে পূর্ব দিক মুখোমুখি প্রধান যে দরজা রয়েছে সেখানে ঝুলিয়ে রাখুন। এর ফলে বাইরে থেকে কোন নেগেটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে বাধা পড়বে। এবং আপনার ঘরে অশুভ শক্তির বিনাস হবে।
সৌভাগ্য বৃদ্ধি: ধনতেরাসে আপনার সামর্থ্য অনুযায়ী সোনা বা রুপার অলংকার বা জিনিস কেনার চেষ্টা করতে পারেন। এটি আপনার এবং আপনার বাড়ির সদস্যদের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয়।
এছাড়া আপনার বাড়ির প্রধান দরজায় শুভ প্রতীক হিসাবে ওঁ প্রতীক হলুদ দিয়ে লিখতে পারেন। এটিও আপনার বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি করবে।
ধনতেরাসের দিন কোন কোন দ্রব্য কিনলে শুভ ফল দেবে সেগুলো সম্পর্কে জানা হলো, কিন্তু এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিনলে আপনার পরিবারে অশুভ ফল দেবে। সেগুলো সম্পর্ক কিছুটা জেনে নেওয়া দরকার।
ধনতেরাসের দিন কোন সময় লোহা, স্টিল, ধারালো অস্ত্র, কাচের জিনিস কেনা উচিত নয়। এছাড়া কালো পোশাক সেদিন কেনা উচিত নয়। ধনতেরসের দিনের আগে বাড়িতে তেল রয়েছে কিনা লক্ষ্য করে নেবেন। কারণ এই দিনে তেল কেনা অশুভ বলে মনে করা হয়। প্রয়োজন হলে আগের থেকে বেশি করে তেল কিনে নেবেন। এই নিয়ম গুলো মেনে চললে আপনার এবং আপনার বাড়ির সদস্যদের ভালো হবে বলে জানা যায়।
যে কোন রীতি রেওয়াজ বা নিয়মের চালু হওয়ার পেছনে কিছু ধর্মীয় কারণ রয়েছে। এই নিয়মগুলো যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। আগামী ১৮ অক্টোবর ধনতেরাসের দিন যে জিনিসগুলো কেনা শুভ বলে মনে করা হয়, সেগুলো অবশ্যই ক্রয় করবেন। এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ভরে উঠবে এবং আপনার পরিবারের সদস্যদের জীবন সুখকর হবে। আপনার বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তি বিরাজ করবে।