“সুরসুরি- লি”: এই সময় যে সমস্ত ওটিটি প্লাটফর্ম গুলি রয়েছে সেগুলি ওয়েব সিরিজে ভরপুর তাই দর্শকেরা এগুলোকে বেশি পছন্দ করছে। হিন্দি বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ গুলো এই সমস্ত প্ল্যাটফর্ম গুলিতে রিলিজ করা হয়। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম গুলির মধ্যে উল্লু অ্যাপ, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ইত্যাদি রয়েছে সেগুলি হল মোবাইল টিভি অ্যাপ। এই অ্যাপগুলি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন ওয়েবসাইট গুলো রিলিজ করে আজকে এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি “সুরসুরি- লি”।
“সুরসুরি- লি” ওয়েব সিরিজের গল্পে কি থাকছে ?
আগের সিরিজে দেখা গিয়েছিল সুরসুরেলির বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর এই সিজনে সুরসুরেলির মামাতো ভাই বাহুবলির উপস্থিতি ঘিরেই সম্পূর্ণ হবে এই নাটকীয় পরিস্থিতি। আর অন্যদিকে দাউদ ও কামিনীর গল্পেও আসবে নতুন মোর।
স্টার কাস্ট ও মুক্তির তারিখ
সুরসুরি-লি পার্ট-৩ এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করছে নিধি মাধবন, এছাড়াও এই ওয়েব সিরিজে রয়েছে অঙ্কিতা দেব অজয় মেহরা, জল সংকট ত্রিপাঠী অঙ্কুর মালহোত্রা প্রমুখ অভিনেতা। এই ওয়েব সিরিজটি রিলিজ হবে ১৫ জুলাই 2025 হিন্দি, ইংরেজি, ভোজপুরি, কর্নর, তেলেগু তামিল মালায়ালাম ভাষাতে রিলিজ করা হবে এই ওয়েব সিরিজটি।
এই ওয়েব সিরিজটি আপনারা কোথায় দেখতে পারবেন ?
“সুরসুরি- লি” ওয়েব সিরিজটি আপনারা দেখতে পারবেন উল্লুর অ্যাপে। যে সমস্ত দর্শকেরা রোমান্স ও নাটকীয় কাহিনী পছন্দ করেন তাদের জন্য এটি একটি উপভাগ্য হতে পারে। আপনারা কি অপেক্ষায় আছেন এই ওয়েব সিরিজটি দেখার জন্য আরো নতুন সিরিয়ালের জন্য তবে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা আপনাদের নতুন নতুন সিজনের ও ওয়েব সিরিজের বিষয়বস্তু তুলে ধরব আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে।