Chat on WhatsApp

আগষ্ট মাসে একটানা ১২ দিন ছুটি থাকবে রাজ্যের বিদ্যালয়গুলি। এখনই তা দেখে নিন? 

প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য একটা বিশাল খুশির খবর একটানা ১২ দিন ছুটি থাকবে রাজ্যের বিদ্যালয় গুলি।গরমের ছুটির পর ছাত্র-ছাত্রীরা তেমন একটানা ছুটি পাননি। এরই মধ্যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং অন্যান্য শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরও পরীক্ষা সিলেবাস বেশ কিছুটা এগিয়ে এসেছে। এদিকে নতুন মাস যেমন এগিয়ে এসেছে তেমনী ছাত্র-ছাত্রীদের এবং অফিস কর্মীদের চোখ থাকে ছুটির দিনগুলির ওপর। এবার আগস্ট মাসে একাধিক ছুটির ঘোষণা করেছেন রাজ্য সরকার। ভারতের জাতীয় স্বাধীনতা দিবস এ মাসের মধ্যেই রয়েছে। এর পাশাপাশি কোন কোন দিনগুলি ছুঁটি থাকবে তা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব।

ছুটির দিনগুলি:-

১)আগস্ট মাসের শুরুতে দুই থেকে তিন তারিখ অর্থাৎ প্রথম শনি রবিবার স্কুলগুলি বন্ধ থাকবে যদিও কিছু বিদ্যালয় শনিবার অর্ধদিবস এর কারণে খোলা থাকে।

২)৯ই আগস্ট শনিবার থাকছে রাখি বন্ধন উৎসব সেই কারণে স্কুল, কলেজ, অফিস, আদালত ছুটি থাকবে। এরপর ১০ই আগস্ট থাকছে রবিবার এই দিনেও স্কুল কলেজ আদালত সবই ছুটি থাকে।

৩) ১১ ই আগস্ট(সোমবার) থেকে ১৪ ই আগস্ট (বৃহস্পতিবার) অর্থাৎ থেকে পর্যন্ত টানা চারদিন স্কুলগুলি চালু থাকবে। আবার থাকছে ১৫ই আগস্ট সেই দিন স্বাধীনতা দিবসের কারণে সমস্ত স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছুই ছুটি থাকবে। 

৪)এরপর থাকছে ১৬ই আগস্ট জন্মষ্টমী উপলক্ষে সেই দিন ছুটি থাকবে সমস্ত স্কুল কলেজ। পরের দিন 17 ই আগস্ট রবিবার থাকার কারণে তো ছুটি থাকছে। 

৫)এরপর ২৩ আগস্ট  থেকে ২৪ আগস্ট পর্যন্ত শনি রবিবার পড়াই বেশিরভাগ সরকারি বেসরকারী স্কুল কলেজগুলি ছুটি থাকবে। 

৬)এরপর রয়েছে 27 আগস্ট বুধবার গণেশ চতুর্দশী উপলক্ষে ছুটি থাকবে।  

৭)৩০শে আগস্ট থেকে ৩১ শে আগস্ট পড়ছে শনি রবিবার সে ক্ষেত্রেও দুদিন ছুটি পেয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা।

যদিও জুলাই মাসে এত ছুটি ছিল না কিন্তু আগস্ট মাসে টানা 12 দিন ছুটি পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয় গুলিপড়ুয়ারা। সকল ছাত্র-ছাত্রীদের জন্য জুন মাসের পর আগস্ট মাসেই বিরাট ছুটির ঘোষণা করেছে। যদি এরপর রয়েছে  দুর্গাপূজা যা সেপ্টেম্বর মাসেই হয় সেখানেও একাধিক ছুটির ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে এক কথায় বলতে গেলে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে বিদ্যালয় গুলি ছুটি পেতে চলেছে ছাত্রছাত্রীরা।

আরও খবর পড়ুনঃ- আপনি বাড়িতে বসে ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে চান? সঠিক নিয়ম মানলে সাফল্য নিশ্চিত।

Leave a Comment