ভারতীয় রেলে ভ্রমণ করার সময় যাত্রীদের মালপত্র সংক্রান্ত নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি। আর এই নিয়ম না মানলে দিতে হবে ৬ গুণ জরিমানা। অনেক সময় দেখা যায় যে; যাত্রীরা তাদের প্রয়োজনীয় মালপত্রের চেয়ে অত্যাধিক বেশি মালপত্র বহন করছে। যার ফলে তাদের এবং অন্যান্য যাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ভারতীয় রেলওয়ে মালপত্র সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম জানতে প্রতিবেদনটি পড়তে থাকুন।
মালপত্রের ওজন:– ভারতীয় রেলওয়ে মালপত্র বহনের জন্য প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নির্দিষ্ট মাপের ওজন স্থির করা হয়েছে। এই ওজন সীমা অমান্য করলে দিতে হবে জরিমানা। তবে জেনে নেওয়া যাক কোন কোন শ্রেণীতে কত ওজনের মাল বিনামূল্যে নিয়ে যাওয়া যাবে গন্তব্যস্থলে। দ্বিতীয় শ্রেণীর জন্য ৩৫ কেজি, মাল নিয়ে বিনামূল্যে বহন করা যাবে। তৃতীয় শ্রেণীর জন্য অর্থাৎ স্লিপার ক্লাসে ৪০ কেজি মাল নিয়ে বহন করা যাবে। এসি থ্রি টায়ারে ৪০ কেজি মাল বহন করা যাবে। এসি টু টায়ারে ৫০ কেজি মাল বহন করা যাবে এবং ফাস্ট ক্লাসে ৭০ কেজি মাল বহন করা যাবে একদম বিনামূল্যে। এর থেকে বেশি ওজনের মাল বহন করতে যাত্রীদের অতিরিক্ত বিল দিয়ে বুকিং করে ল্যাকেজ ভ্যান নিয়ে পাঠাতে হবে।
মালপত্রের জন্য জরিমানা:- যাত্রী যদি অতিরিক্ত মাল বহন করে এবং যদি অগ্রিম মালপত্রের জন্য বুকিং না করে তাহলে তাকে দিতে হবে জরিমানা। এই জরিমানা সাধারণ ভারা চেয়ে বেশি মূল্য দিতে হবে। যেমন এসি থ্রি টায়ার শ্রেণীতে কেউ যদি ৪০ কেজি মালের পরিবর্তে ৭০ কেজি মাল নিয়ে ভ্রমণ করে তাহলে তাকে ৩০ কেজি মালের এক্সট্রা চার্জ দিতে হবে। তবে এই চার্জ শুধু অতিরিক্ত ওজনের ওপর ধার্য হবেনা বরং তাকে নিয়ম ভাঙ্গার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
আরো ও পড়ুন:- টাকা খাটিয়ে টাকা বাড়ান, আপনার জানা না থাকলে জেনে নিন সহজ পদ্ধতি!
তবে মালপত্র ওজনের দিক থেকেই শুধু এই নিয়ম নয় বরং মালপত্রের আকারের দিক থেকেও এই নিয়ম রয়েছে যেমন সাধারণ নিয়মের ক্ষেত্রে ৬০ সেমি এবং এসি থ্রি টায়ার ও এসি চেয়ার ক্ষেত্রে ৫৫ সেমি বেশি হওয়া উচিত না।
গুরুত্বপূর্ণ পরামর্শ:-
১) যতটা সম্ভব হালকা মালপত্র নিয়ে ভ্রমণ করুন এতে আপনার ভ্রমণ হবে আরামদায় ও কষ্ট সাপেক্ষ। এবং জরিমানা হবার চিন্তা থাকবে না।
২) আপনার কাছে যদি অতিরিক্ত মালপত্র থাকে এবং সেটা নিয়ে আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অগ্রিম রেলওয়ে পার্সোনাল অফিসে গিয়ে বুক করে আসতে হবে। তাহলে আপনার যাত্রা হবে নির্বিঘ্ন। এতে আপনার খরচ কমবে।
৩) রেলওয়ে ভ্রমণ করার সময় আপনাকে যেকোনো ধরনের বাজি, বিপদজনক বস্তু, অ্যাসিড, গ্যাস সিলিন্ডার নিয়ে ভ্রমণ করা যাবে না। এইসব ধরনের বস্তু থেকে সম্পূর্ণ ভাবে দূরে থাকুন।
রেলওয়ে এইসব নিয়মগুলি যাত্রীদের নিরাপদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যাতে তাদের ভ্রমণ হয় নিরাপদ এবং আরামদায়ক।