CCRAS(সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সাইন্সেস) এ কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি ২০১৯ সালের পর প্রায় ৬ বছর পর ২০২৫ সালে নতুন জারি করেছে।এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে শুধু মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে তা আবেদন করবেন, বয়সসীমা কত,মাসিক বেতন কত থাকছে এছাড়াও আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে সবি আলোচনা করবো, চলুন তা দেখে নেওয়া যাক।
পদের নাম:- CCRAS পদে যে সমস্ত শূন্য পদ গুলি রয়েছে সেগুলি হল রিসার্চ অ্যাসিস্টেন্ট, রিসার্চ অফিসার, Stenographer, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ইনচার্জ, ড্রাইভার, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি। পদে নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে।
শূন্যপদ: সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সাইন্সেস এখানে মোট ৩৯৪ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বয়স: এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এবং গ্রুপ সি পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও তপসিলি জাতি ও উপজাতি শ্রেণির চাকরি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন এবং ওবিসি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন। এই বিষয়ে আরও জানতে হলে আপনাকে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন টি ভালো করে পড়েতে হবে।
আরোও পড়ুন: ভারতীয় রেলওয়ে ভ্রমণ করার সময় এই নিয়মটি জেনে রাখুন। না মানলে দিতে হবে জরিমানা।
শিক্ষাগত যোগ্যতা: সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সাইন্সের এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীকে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা লাগবে। MTS (মাল্টি টাস্কিং স্টাফ) আরো কয়েকটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এবং উচ্চ পদগুলোর জন্য স্নাতক ও রিসার্চ অফিসার বা বিভিন্ন গ্রুপ পদের জন্য অন্যান্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়া যlদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে (CCRAS)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ccras.nic.in যেতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: এই পদ গুলিতে আবেদন করার জন্য চাকরির প্রার্থী কে অবশ্যই অনলাইনের মাধ্যমেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: এই পদ গুলিতে আবেদন করার জন্য চাকরির প্রার্থীকে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল:-
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট লাগবে।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
আবেদন ফি: এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের গ্রপ এ পদের জন্য সাধারণ / OBC প্রার্থীদের জন্য প্রসেসিং ফি ৫০০ টাকা ও ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এবং গ্রুপ বি পদের জন্য প্রসেসিং ফি ২০০ ও ৫০০ টাকা এবং গ্রুপ সির পদের জন্য প্রসেসিং ফি ১০০ টাকা ও ২০০ টাকা আবেদন ফি দিতে হবে সাধারণ /OBC প্রার্থীদের। SC/ST/EWS/ এছাড়া মহিলা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না তারা বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ :৩১/০৮/২০২৫
অফিসিয়ালি ওয়েবসাইট : View Official Website
অফিসিয়ালি বিজ্ঞপ্তি: ডাউনলোড পিডিএফ