Chat on WhatsApp

ভারত সরকার UPI নিয়মে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে, না মানলে গুনতে হবে জরিমানা..!

এখন ডিজিটাল যুগ, হাতে হাতে স্মার্টফোন। আর সে মুঠোফোন দিয়েই অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্টের জন্য আমরা প্রায় সকলেই ফোনপে, গুগলপে কিংবা পেটিএম ব্যবহার করি। আর সেই অনলাইন পেমেন্ট সিস্টেমে এল বিরাট পরিবর্তন। ছোট চায়ের দোকান থেকে শপিং মল সব জায়গাতেই রমরমিয়ে চলছে UPI পেমেন্ট। পুরো অনলাইন পেমেন্ট সিস্টেম দাঁড়িয়ে আছে UPI – এর উপর।

UPI হল ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস, যা ২০১৬ সালে চালু করে নরেন্দ্র মোদি সরকার. এই UPI আবার কন্ট্রোল করে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা প্রতিষ্ঠা হয় ২০০৯ সালে মনমোহন সিংহ সরকারের আমলে। সেই NPCI কর্তৃপক্ষ UPI নিয়মে এক গুচ্ছ পরিবর্তন করেছে, এই নিয়ম কার্যকর হয়েছে গত ১লা আগষ্ট থেকে । 

নতুন নিয়ম গুলি হল –

১) যতখুশি ব্যালেন্স চেক আর নয়। একদিনে সর্বোচ্চ ৫০ বারের বেশি ব্যালেন্স চেক নয়। তার বেশি ব্যালেন্স চেক করলে গুনতে হবে জরিমানা।

২) অটোমেটেড বিল পেমেন্ট যেমন EMI কিংবা OTT সাবস্ক্রিপশন পেমেন্টও দিনের যে কোন সময় নয়। সকাল ১০টার আগে কিংবা রাত ৯:৩০- এর পর। দিনের পিক আওয়ারে এই পেমেন্ট বন্ধ থাকছে।

৩) মোবাইল পেমেন্ট অ্যাপে যুক্ত ব্যাংক একাউন্ট গুলির তথ্য সারাদিন যতখুশি দেখা যাবেনা। দিনে ২৫ বারের বেশি তথ্য দেখতে হলে জরিমানা দিতে হবে।

৪)UPI পেমেন্ট ট্রানজাকশান স্ট্যাটাস দেখাতেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। একটি ট্রানজাকসানের ক্ষেত্রে সর্বোচ্চ তিনবার স্ট্যাটাস দেখা যাবে। তাও আবার কমপক্ষে ৯০ সেকেন্ডের ব্যবধানে।

আরোত্ত পড়ুন:- CCRES এ 394 শূন্য পদে মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্র সরকারের স্থায়ী পদে কর্মী নিয়োগ। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে তা আবেদন করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, UPI পেমেন্টের এই নতুন নিয়ম খুবই সদর্থক। এই নিয়ম পরিবর্তন UPI সিস্টেমে একাধিক সুবিধা আনবে, যেমন – 

১)অযথা ব্যালান্স চেক করলে, UPI সিস্টেমে চাপ বাড়ে। সিস্টেমে সমস্যা দেখা যায়। পেমেন্ট করার সময়, ব্যালান্স যেতে নেয় কিন্তু পেমেন্ট হয়না।ব্যালেন্স চেকের সীমা বাঁধার ফলে UPI চাপ অনেক কমবে।

২) পিক আওয়ারে অটো পেমেন্ট বন্ধ করা হয়েছে। এরফলে UPI সিস্টেমে চাপ কমার কারণে দ্রুত ও নিরাপদ পেমেন্ট হবে।

৩) অ্যাপে যুক্ত ব্যাংক একাউন্টের তথ্য ও ট্রানজাকশানার তথ্য দেখার সীমা বাঁধার কারণে UPI পেমেন্টের ক্ষেত্রে সমস্যা কমবে এবং অনলাইন প্রতারণা কমবে।

তবে, অন্য একদল বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকার যেভাবে UPI পেমেন্ট একাধিক রেস্ট্রিকশন নিয়ে আনছে, আগামী দিনে হয়তো দেখা যাবে ব্যালান্স চেক বা অনলাইন পেমেন্টের জন্যও চার্জ বসাতে পারে। তবে UPI নতুন নিয়ম তখনই সুফল দেবে যখন অনলাইন পেমেন্ট আরও দ্রুত ও নিরাপদ হবে। তাই এই নিয়ম আমাদের সকলকেই মেনে চলতে হবে। উন্নত UPI পরিষেবার জন্য আগামী আরও নতুন নিয়ম আসতে পারে। নতুন নিয়ম আসুক কিন্তু UPI পেমেন্টের সমস্যা ও প্রতারণা কমলেই সাধারণ মানুষের উপকার।

Leave a Comment