বৈঠক ডাকলেন মুখ্য সচিব, এসএসসি পরীক্ষা সংক্রান্ত তৈরি করা হলো নতুন নিয়ম কানুন।

এসএসসি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্য জুড়ে, তার ফলস্বরূপ দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এবং সর্বশেষ এই দুর্নীতির অভিযোগ কোর্ট পর্যন্ত উঠেছিল। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আবার নতুন করে এসএসসি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ৭ই সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর। নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্যই এই লিখিত পরীক্ষা পুনর্বার হতে চলেছে।

সম্প্রতি, এসএসসি লিখিত পরীক্ষার বিভিন্ন নিয়ম-কানুন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। নবান্নের এই ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিবের সাথে উপস্থিত থাকবেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা শাসক ও এসএসসি চেয়ারম্যান-সহ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

এসএসসি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, এইবার এই সমস্ত দুর্নীতি যাতে আর পুনরায় না হতে পারে, তার জন্য সমস্ত রকম ভাবে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানানো হচ্ছে মুখ্য সচিবের তরফে।জানা গিয়েছে, দুটি পরীক্ষা মিলিয়ে রাজ্যের মোট ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী এসএসসির লিখিত পরীক্ষায় বসতে চলেছে।

আরোত্ত পড়ুন:- এই স্কলারশিপে আবেদন করুন, পেয়ে যান ৫০ হাজার টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ। জেনে নিন আবেদন পদ্ধতি?

ইতিমধ্যে নবান্নের তরফে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়ে গিয়েছে। এসএসসি লিখিত পরীক্ষায় নজরদারির দায়িত্বে রয়েছেন সরকারি আধিকারিকরা। পরীক্ষা কেন্দ্রগুলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট রাঙ্কের আধিকারিকরা দায়িত্বে থাকবেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে যাতে কোন রকম কারচুপি না হয়, তার জন্য থাকছে পরীক্ষাকেন্দ্রে প্রত্যেকটি রুমে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেকটি পরীক্ষার্থীকে চেকিং করা হবে। পরীক্ষা কেন্দ্রে যদি কোনো রকম কারচুপি নজরে আসে কিংবা পরীক্ষা কেন্দ্রগুলিতে ফ্রিসকিং ধরা পড়লেও জেলা পুলিশরা তৎপর থাকবে এর যথাযথ ব্যবস্থা নিতে।


সর্বোপরি বোঝা যাচ্ছে, এসএসসি লিখিত পরীক্ষার আগে থেকেই যথেষ্ট সচেতনতা ও নজরদারি ব্যবস্থা রাখা চেষ্টা করা হচ্ছে।
এই বিষয়ে আরো নতুন কিছু নিয়ম ও নজরদারি ব্যবস্থা সংক্রান্ত আলোচনার জন্যই শুক্রবার দিন মুখ্য সচিব নবান্নে একটি বৈঠক ডাকলেন, যেখানে আরও বিস্তারিতভাবে এসএসসি লিখিত পরীক্ষার জন্য যথোপযুক্ত নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হবে।
আগামী বৈঠকের পরেই এসএসসি লিখিত পরীক্ষার সংক্রান্ত আরো নতুন নিয়মকানুন সংক্রান্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, আর তার জন্যই লক্ষ্য রাখুন এই পেজে।

Leave a Comment

Join Group Join Group