রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার রাজ্যের কৃষকদের জন্য বিভিন্ন রকম স্কিম চালু করেছেন, যেগুলির মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করা হয়। এই আর্থিক সাহায্যের মাধ্যমে কৃষকদের কৃষিজাত দ্রব্য, যন্ত্রপাতি কেনার অনেক সুবিধা হয়েছে, যার ফলে কৃষিকাজের মান আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে।
সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের জন্য ডিজিটাল আইডি কার্ড তৈরি করা শুরু হয়েছে। এই আইডি কার্ড থাকলে প্রত্যেকটি কৃষক ডিজিটাল মাধ্যমে তাদের পরিচয় পত্র অন্তর্ভুক্ত করতে পারবেন। এর ফলে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকরা যে সমস্ত সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সেগুলি পেতে আরো সুবিধা হবে।
জেনে নেওয়া যাক, ডিজিটাল ফার্মার আইডি কার্ড কিভাবে তৈরি করা হয়, আবেদন করবেন কিভাবে, এর থেকে কি কি সুবিধা পাবেন এই যাবতীয় তথ্য।
বর্তমানে কৃষকদের জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে আবেদন করলে আর্থিক সাহায্য পাওয়া যায়। অনেক কৃষক রয়েছেন যারা এখনো পর্যন্ত এই সম্পর্কে অবগত নন।
Digital Farmer ID Card এমন একটি কার্ড যেটার মধ্যে একজন কৃষকের নাম, জমির মালিকানা, ফসল সংক্রান্ত তথ্য, ব্যাংক একাউন্ট তথ্য ডিটেলস দেওয়া থাকবে। এর ফলে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেকোনো প্রকল্পের সুবিধা প্রত্যেক রাজ্যে কৃষক সরাসরি পেয়ে যাবেন।
ডিজিটাল ফার্মার কার্ডের সুবিধাগুলো কি কি :-
ডিজিটাল ফার্মার কার্ডের একাধিক সুবিধা রয়েছে।
১) এ কার্ডে নাম অন্তর্ভুক্ত করলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংকে সরাসরি ঢুকে যাবে।
২) ফসল বীমা যোজনা, কৃষি যন্ত্র ভর্তুকি, বীজ ও সার বিতরণ সহজেই আপনি পেতে পারবেন।
৩) জমির ডিজিটাল রেকর্ড অনলাইন মাধ্যমে সংরক্ষিত করা থাকবে।
৪) কৃষকদের ব্যাংক লেনদেনের রেকর্ড সরাসরি সরকারের কাছে থাকবে।
সম্প্রতি ডিজিটাল ফার্মার আইডি কার্ড উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এইসব জায়গায় চালু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এই কার্ড চালু হতে চলেছে। এইজন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কৃষকদের জেনে নেওয়া উচিত এই কার্ড কিভাবে ডাউনলোড করবেন কিংবা এই কার্ডে কিভাবে রেজিস্ট্রেশন করবেন।
আরোও পড়ুন:- আবেদন করুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রকল্পে, পেয়ে যান ১৫ হাজার টাকা।
কিভাবে আবেদন করবেন :-
কয়েকটি ধাপ অনুসরণ করে ডিজিটাল ফার্মার কার্ড ডাউনলোড করতে হবে।
১) রাজ্যভিত্তিক প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা করে ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে। আপনি যে রাজ্যের কৃষক সেই রাজ্যের লিংকে ক্লিক করে ওপেন করুন।
২) ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করুন।
৩) ফর্মে দেওয়া তথ্যগুলো পূরণ করুন। যেমন –
আধার নম্বর, মোবাইল নম্বর, জেলা, ব্লক, গ্রাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জমির তথ্য (খতিয়ান, দাগ নম্বর)
৪) এরপর আপনার বিভিন্ন ডকুমেন্ট যেমন-
আধার কার্ড (PDF)
জমির দলিল / খতিয়ান
ব্যাংক পাসবুক
পাসপোর্ট সাইজ ফটো এইগুলো স্ক্যান করে আপলোড করুন।
৫) সবশেষে ভালো করে পড়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন প্রক্রিয়া হওয়ার পরে আপনি একটি Acknowledgement Number বা আবেদন নম্বর পাবেন।
কার্ড ডাউনলোড প্রক্রিয়া :-
আবেদন করার এক থেকে দুই সপ্তাহ পরে আপনি এই কার্ড ডাউনলোড করতে পারবেন।
১) ডাউনলোড করার জন্য ডিজিটাল ফার্মার কার্ড website যেতে হবে।
২) এরপর Farmer Search” বা “Download ID Card” অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার আবেদন নম্বর অথবা মোবাইল নম্বর ইনপুট করতে হবে।
৪) OTP ভেরিফাই করে PDF আকারে কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ডিজিটাল ফার্মার কার্ড প্রিন্ট আকারে করে নিয়ে নিজের কাছে রাখবেন।
আপনি আপনার নিজের মোবাইল থেকেই এই কার্ড ডাউনলোড করতে পারবেন।
মোবাইল থেকে এই কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে গিয়ে ফার্মার রেজিস্ট্রি অ্যাপ বলে সার্চ করতে হবে। ইনস্টল করার পরে মোবাইল নাম্বার ও আধার নাম্বার দিয়ে লগইন করতে হবে। এরপর ডাউনলোড ফার্মার কার্ড অপশনে ক্লিক করে নিজের রাজ্যের নাম এবং আধার নাম্বার, কার্ড নাম্বার ও যাবতীয় ডিটেইলস দিলেই আপনি আপনার ডিজিটাল ফার্মার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
সম্প্রতি এই ডিজিটাল ফার্মার আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কার্ডটি না থাকলে সরকারি তরফ থেকে স্কিমগুলোর সুবিধা আপনি পাবেন না।
যদি কোন কারনে এই কার্ডটি তৈরি করতে গিয়ে ভুল হয়ে যায়, কোন তথ্য ভুল দেওয়া হয় তাহলে সরাসরি কৃষি সহায়ক কেন্দ্রে গিয়ে ভুল সংশোধন করে নিতে পারেন।
এই রাজ্যের যে সমস্ত কৃষক রয়েছেন তাদের জন্য ডিজিটাল ফার্মার আইডি কার্ড কৃষকদের কৃষিকাজের উন্নতির স্বার্থে অনেকটাই বড় ভূমিকা পালন করছে। এইজন্য রাজ্যের প্রত্যেক কৃষককে এই কার্ডে আবেদন করা খুব জরুরী।
আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে এই প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ হবে, এছাড়াও আপনার জানাশোনা কোন কৃষক থাকলে এই প্রতিবেদনটি তাকে শেয়ার করেও অনেকটা উপকৃত করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট:- লিংক
এমন আরো গুরুত্বপূর্ণ খবর এর জন্য চোখ রাখুন এই পেজে।