রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নেওয়া হবে ১১৫৮ জন। জেনে নিন আবেদন পদ্ধতি।

একের পর এক সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে চলেছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা অনেকদিন ধরেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে উভয়ই এই কাজের জন্য আবেদন যোগ্য। আপনারা যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের জন্য রইল চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য। সম্পূর্ণ বিষয়টি জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

নিয়োগ সংস্থা :- ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড।
শূন্য পদের সংখ্যা :- ১১৫৮টি শূন্য পদ রয়েছে।
পদের নাম :- ফার্মাসিস্ট গ্রেট থ্রি, মেডিকেল টেকনোলজিস্ট এবং রেডিয়েশন সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে। ফার্মাসিস্ট পদে নেওয়া হবে ৩৫০ জনকে। মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে ৫৮০ জন। এছাড়া ৩১ জন নেওয়া হবে রেডিয়েশন পদে।

আরো ও পড়ুন:- অল্প মূলধন কাজে লাগিয়ে মোটা টাকা লাভের কথা ভাবছেন? বাড়িতে বসেই ডিজিটাল মাধ্যমে আয় করার উপায়।

শিক্ষাগত যোগ্যতা :- ফার্মাসিস্ট পদের জন্য আবেদনকারীকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। ফার্মাসি নিয়ে ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে।

মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদনের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দু’বছরের ডিপ্লোমার ডিগ্রী থাকতে হবে।

রেডিয়েশন পদে আবেদনের জন্য আবেদনকারী কে ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা বায়ো ফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও রেডিওলজিক্যাল ফিজিক্সে স্নাতকোত্তর বা ডিপ্লোমার ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা :- উক্ত পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সী কিছুটা ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল:- মোট বেতন থাকবে ৫৬ হাজার ১০০ টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা।

আবেদন প্রক্রিয়া :- অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে সেটি হল www.hrb.wb.gov.in। আবেদন করার জন্য যে ফর্ম আসবে সেটা তো ভালো করে সমস্ত তথ্য ইনপুট করে, প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি যেটা থাকবে সেটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি :- জেনারেল ক্যাটাগরিদের জন্য আবেদন ফি হিসেবে ২১০ টাকা ধার্য করা হবে। সংরক্ষণ শ্রেণীদের জন্য কোন রকম ফি লাগবে না। টাকা পাঠানোর পরে কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন।

নিয়োগ প্রক্রিয়া:- নথিপত্র যাচাইকরণ করে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের সময়সীমা:- আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ সময় থাকতে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কাজের জন্য ইচ্ছুক, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
এমন আরো অন্যান্য চাকরি সংক্রান্ত খবরের জন্য চোখ রাখুন এই পেজে।

Leave a Comment

Join Group Join Group